ক্রিস কুপার

ক্রিস্টোফার ওয়ালটন কুপার (ইংরেজি: Christopher Walton Cooper; জন্ম: ৯ জুলাই ১৯৫১)[1] হলেন একজন মার্কিন চলচ্চিত্র অভিনেতা। তিনি ১৯৮০-এর দশকের শেষের দিকে জনপ্রিয়তা লাভ করেন। তিনি বেশ কয়েকটি মূলধারার হলিউড চলচ্চিত্রে পার্শ্ব ভূমিকায় অভিনয় করেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল নাট্যধর্মী আমেরিকান বিউটি (১৯৯৯), নাসার প্রকৌশলীর জীবনীমূলক অক্টোবর স্কাই (১৯৯৯), মারপিঠধর্মী গোয়েন্দা চলচ্চিত্র দ্য বর্ন আইডেন্টিটি (২০০২), জীবনীমূলক ক্রীড়াধর্মী চলচ্চিত্র সিবিস্কুট (২০০৩), ট্রুম্যান ক্যাপোটের জীবনীমূলক চলচ্চিত্র ক্যাপোট (২০০৫), ভূ-রাজনৈতিক থ্রিলার সিরিয়ানা (২০০৫), মারপিঠধর্মী থ্রিলার দ্য কিংডম (২০০৭), অপরাধ নাট্যধর্মী দ্য টাউন (২০১০), এবং সঙ্গীতধর্মী হাস্যরসাত্মক দ্য মাপেটস (২০১১)। তিনি বহুল প্রশংসিত লোনসাম ডাভ মিনি ধারাবাহিকে শেরিফ জুলাই জনসন চরিত্রে অভিনয় করেন।

ক্রিস কুপার
জন্ম
ক্রিস্টোফার ওয়ালটন কুপার

(1951-07-09) ৯ জুলাই ১৯৫১
ক্যানসাস সিটি, মিসৌরি, যুক্তরাষ্ট্র
যেখানের শিক্ষার্থীইউনিভার্সিটি অব মিসৌরি
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৮৭–বর্তমান
দাম্পত্য সঙ্গীমেরিয়ান লিয়ন (বি. ১৯৮৩)
সন্তান

কুপার ২০০২ সালের অ্যাডাপ্টেশন. চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। তিনি ঐতিহাসিক ও রাজনৈতিক থ্রিলারধর্মী ব্রিচ (২০০৭) চলচ্চিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। এতে তাকে এফবিআই প্রতিনিধি ও বিশ্বাসঘাতক রবার্ট হ্যানসেন চরিত্রে দেখা যায়। তিনি ২০১২ সালে রাজনৈতিক থ্রিলারধর্মী দ্য কোম্পানি ইউ কিপ ছবিতে ড্যানিয়েল স্লোয়ান ও ২০১৪ সালে দি অ্যামেজিং স্পাইডার-ম্যান ২ ছবিতে সুপারভিলেন নরমান অসবর্ন চরিত্রে অভিনয় করেন।

তথ্যসূত্র

  1. "Chris Cooper"বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। ২২ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.