ব্রুস ডেভিসন
ব্রুস ডেভিসন (ইংরেজি: Bruce Davison; জন্ম: ২৮ জুন ১৯৪৬) হলেন একজন মার্কিন অভিনেতা ও পরিচালক। তিনি ভীতিপ্রদ চলচ্চিত্র উইলার্ড (১৯৭১)-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করে পরিচিতি অর্জন করেন। তিনি লংটাইম কম্প্যানিয়ন (১৯৮৯) চলচ্চিত্রে তার কাজের জন্য প্রশংসিত হন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি এক্স-মেন চলচ্চিত্র ধারাবাহিকের এক্স-মেন (২০০০) ও এক্স২ (২০০৩) চলচ্চিত্রে খলচরিত্র সিনেটর রবার্ট কেলি চরিত্রে অভিনয় করেন।[1]
ব্রুস ডেভিসন | |
---|---|
Bruce Davison | |
![]() ২০০৭ সালে ৭৯তম একাডেমি পুরস্কারে ডেভিসন | |
জন্ম |
ডেভিসন ২০১০-এর দশকে ফ্রেড শেপিসির ওয়ার্ডস অ্যান্ড পিকচার্স (২০১৩) চলচ্চিত্র, দ্য ফস্টার্স (২০১৫-২০১৬) টেলিভিশন ধারাবাহিক এবং মাইলস টেলার ও অ্যানা কেন্ড্রিকের সাথে গেট আ জব (২০১৬) চলচ্চিত্রে অভিনয় করেন।
তথ্যসূত্র
- পি, কেন (২৮ এপ্রিল ২০০৩)। "An Interview with Bruce Davison"। আইজিএন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ব্রুস ডেভিসন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজ ব্রুস ডেভিসন (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে ব্রুস ডেভিসন
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে ব্রুস ডেভিসন
(ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.