জে. ক্যারল নেইশ

জোসেফ প্যাট্রিক ক্যারল নেইশ (ইংরেজি: Joseph Patrick Carroll Naish; পেশাগতভাবে জে. ক্যারল নেইশ নামে পরিচিত, ২১ জানুয়ারি ১৮৯৬ - ২৪ জানুয়ারি ১৯৭৩) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি প্রায় দুইশত চলচ্চিত্রে অভিনয় করেছেন।[1] সাহারা (১৯৪৩) ও আ মেডেল অব বেনি (১৯৪৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি দুবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং আ মেডেল অব বেনি (১৯৪৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি পরবর্তী কালে সিবিএস রেডিওর লাইফ উইথ লুইজি (১৯৪৮-১৯৫৩)-এ নাম ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। টেলিভিশনে তার কাজের স্বীকৃতি হিসেবে ১৯৬০ সালে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত হয়।[2]

জে. ক্যারল নেইশ
J. Carrol Naish
জন্ম
জোসেফ প্যাট্রিক ক্যারল নেইশ

(১৮৯৬-০১-২১)২১ জানুয়ারি ১৮৯৬
নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র
মৃত্যু২৪ জানুয়ারি ১৯৭৩(1973-01-24) (বয়স ৭৭)
লা জোলা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিকালভারি সমাধি, পূর্ব লস অ্যাঞ্জেলেস
অন্যান্য নামক্যারল নেইশ
পেশাঅভিনেতা
কার্যকাল১৯২৬-১৯৭১
দাম্পত্য সঙ্গীগ্লাডিস হিয়ানি
(বি. ১৯২৯; মৃ. ১৯৭৩)
সন্তান
পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার (১৯৪৪)

তথ্যসূত্র

  1. "Overview for J. Carrol Naish"টার্নার ক্লাসিক মুভিজ। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৯
  2. র‍্যাউইচ, রবার্ট (২৭ জানুয়ারি ১৯৭৩)। "J. Carrol Naish"লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.