জে. ক্যারল নেইশ
জোসেফ প্যাট্রিক ক্যারল নেইশ (ইংরেজি: Joseph Patrick Carroll Naish; পেশাগতভাবে জে. ক্যারল নেইশ নামে পরিচিত, ২১ জানুয়ারি ১৮৯৬ - ২৪ জানুয়ারি ১৯৭৩) ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি প্রায় দুইশত চলচ্চিত্রে অভিনয় করেছেন।[1] সাহারা (১৯৪৩) ও আ মেডেল অব বেনি (১৯৪৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি দুবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং আ মেডেল অব বেনি (১৯৪৫) চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি পরবর্তী কালে সিবিএস রেডিওর লাইফ উইথ লুইজি (১৯৪৮-১৯৫৩)-এ নাম ভূমিকায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন। টেলিভিশনে তার কাজের স্বীকৃতি হিসেবে ১৯৬০ সালে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত হয়।[2]
জে. ক্যারল নেইশ | |
---|---|
J. Carrol Naish | |
জন্ম | জোসেফ প্যাট্রিক ক্যারল নেইশ ২১ জানুয়ারি ১৮৯৬ নিউ ইয়র্ক সিটি, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২৪ জানুয়ারি ১৯৭৩ ৭৭) লা জোলা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
সমাধি | কালভারি সমাধি, পূর্ব লস অ্যাঞ্জেলেস |
অন্যান্য নাম | ক্যারল নেইশ |
পেশা | অভিনেতা |
কার্যকাল | ১৯২৬-১৯৭১ |
দাম্পত্য সঙ্গী | গ্লাডিস হিয়ানি (বি. ১৯২৯; মৃ. ১৯৭৩) |
সন্তান | ১ |
পুরস্কার | গোল্ডেন গ্লোব পুরস্কার (১৯৪৪) |
তথ্যসূত্র
- "Overview for J. Carrol Naish"। টার্নার ক্লাসিক মুভিজ। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৯।
- র্যাউইচ, রবার্ট (২৭ জানুয়ারি ১৯৭৩)। "J. Carrol Naish"। লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে জে. ক্যারল নেইশ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে জে. ক্যারল নেইশ
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে জে. ক্যারল নেইশ
(ইংরেজি) - রটেন টম্যাটোসে জে. ক্যারল নেইশ (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে জে. ক্যারল নেইশ (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.