বার্ল আইভস
বার্ল আইকল আইভানহো আইভস (ইংরেজি: Burl Icle Ivanhoe Ives; ১৪ই জুন ১৯০৯ - ১৪ই এপ্রিল ১৯৯৫)[1] ছিলেন একজন মার্কিন গায়ক ও অভিনেতা। তিনি একজন ইটিনার্যান্ট গায়ক ও বেঞ্জোবাদক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি দ্য ওয়েফারিং স্ট্রেঞ্জার বেতার অনুষ্ঠান দিয়ে ঐতিহ্যবাহী লোক গানগুলোকে জনপ্রিয় করে তোলেন। ১৯৪২ সালে তিনি আরভিং বার্লিনের দিজ ইজ দি আর্মি-তে অভিনয় করেন এবং সিবিএস বেতারের প্রধান তারকা হয়ে ওঠেন।
বার্ল আইভস | |
---|---|
Burl Ives | |
![]() ক্যাট অন আ হট টিন রুফ ছবিতে আইভস | |
জন্ম | বার্ল আইকল আইভানহো আইভস ১৪ জুন ১৯০৯ হান্ট সিটি, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ১৪ এপ্রিল ১৯৯৫ ৮৫) অ্যানাকর্টেস, ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
সমাধি | মাউন্ড সিমেট্রি, হান্ট সিটি, ইলিনয় |
জাতীয়তা | মার্কিন |
যেখানের শিক্ষার্থী | ইস্টার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা, গায়ক, লেখক |
কার্যকাল | ১৯৩৫-১৯৯৩ |
দাম্পত্য সঙ্গী | হেলেন পিক এরলিচ (বি. ১৯৪৫; বিচ্ছেদ. ১৯৭১) ডরোথি কোস্টার পল (বি. ১৯৭১–১৯৯৫) |
সন্তান | ৪ |
আইভস ১৯৪০ ও ১৯৫০-এর দশকে চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন। এই সময়ে তিনি সো ডিয়ার টু মাই হার্ট (১৯৪৯), ক্যাট অন আহট টিন রুফ (১৯৫৮) ও দ্য বিগ কান্ট্রি (১৯৫৮) চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। দ্য বিগ কান্ট্রি ছবিতে রুফাস হ্যানাসি চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৬০-এর দশকে তিনি কান্ট্রি সঙ্গীতে সফলতা অর্জন করেন এবং "আ লিটল বিটি টিয়ার" ও "ফানি ওয়ে অব লাফিং" গানের রেকর্ড করেন, যা হিট তকমা লাভ করে।
তথ্যসূত্র
- শিপম্যান, ডেভিড (১৫ এপ্রিল ১৯৯৫)। "Obituary: Burl Ives"। দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে বার্ল আইভস সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে বার্ল আইভস
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে বার্ল আইভস
(ইংরেজি) - টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে বার্ল আইভস
(ইংরেজি)