বার্ল আইভস

বার্ল আইকল আইভানহো আইভস (ইংরেজি: Burl Icle Ivanhoe Ives; ১৪ই জুন ১৯০৯ - ১৪ই এপ্রিল ১৯৯৫)[1] ছিলেন একজন মার্কিন গায়ক ও অভিনেতা। তিনি একজন ইটিনার‍্যান্ট গায়ক ও বেঞ্জোবাদক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি দ্য ওয়েফারিং স্ট্রেঞ্জার বেতার অনুষ্ঠান দিয়ে ঐতিহ্যবাহী লোক গানগুলোকে জনপ্রিয় করে তোলেন। ১৯৪২ সালে তিনি আরভিং বার্লিনের দিজ ইজ দি আর্মি-তে অভিনয় করেন এবং সিবিএস বেতারের প্রধান তারকা হয়ে ওঠেন।

বার্ল আইভস
Burl Ives
ক্যাট অন আ হট টিন রুফ ছবিতে আইভস
জন্ম
বার্ল আইকল আইভানহো আইভস

(1909-06-14) ১৪ জুন ১৯০৯
মৃত্যু১৪ এপ্রিল ১৯৯৫(1995-04-14) (বয়স ৮৫)
অ্যানাকর্টেস, ওয়াশিংটন, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিমাউন্ড সিমেট্রি, হান্ট সিটি, ইলিনয়
জাতীয়তামার্কিন
যেখানের শিক্ষার্থীইস্টার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা, গায়ক, লেখক
কার্যকাল১৯৩৫-১৯৯৩
দাম্পত্য সঙ্গীহেলেন পিক এরলিচ (বি. ১৯৪৫; বিচ্ছেদ. ১৯৭১)
ডরোথি কোস্টার পল (বি. ১৯৭১–১৯৯৫)
সন্তান

আইভস ১৯৪০ ও ১৯৫০-এর দশকে চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন। এই সময়ে তিনি সো ডিয়ার টু মাই হার্ট (১৯৪৯), ক্যাট অন আহট টিন রুফ (১৯৫৮) ও দ্য বিগ কান্ট্রি (১৯৫৮) চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। দ্য বিগ কান্ট্রি ছবিতে রুফাস হ্যানাসি চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারগোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। এছাড়া ১৯৬০-এর দশকে তিনি কান্ট্রি সঙ্গীতে সফলতা অর্জন করেন এবং "আ লিটল বিটি টিয়ার" ও "ফানি ওয়ে অব লাফিং" গানের রেকর্ড করেন, যা হিট তকমা লাভ করে।

তথ্যসূত্র

  1. শিপম্যান, ডেভিড (১৫ এপ্রিল ১৯৯৫)। "Obituary: Burl Ives"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.