জ্যাক অ্যালবার্টসন
হ্যারল্ড "জ্যাক" অ্যালবার্টসন (ইংরেজি: Harold "Jack" Albertson; ১৬ই জুন ১৯০৭ - ২৫শে নভেম্বর ১৯৮১)[1] ছিলেন একজন মার্কিন অভিনেতা, কৌতুকাভিনেতা, গায়ক ও নৃত্যশিল্পী। তিনি ভডেভিল মঞ্চে অভিনয় করতেন।[2] মঞ্চে অভিনয়ের জন্য তিনি একটি টনি পুরস্কার, চলচ্চিত্রে অভিনয়ের জন্য একটি একাডেমি পুরস্কার এবং টেলিভিশনে অভিনয়ের জন্য দুটি এমি পুরস্কার অর্জন করে। ফলে তিনি অভিনয়ের ত্রি-মুকুট বিজয়ী অভিনয়শিল্পীদের একজন। টেলিভিশন শিল্পে তার অবদানের জন্য ১৯৭৭ সালে ৬২৫৩ হলিউড বলেভার্ডে হলিউড ওয়াক অব ফেমে তার নামাঙ্কিত তারকা খচিত হয়।[3]
জ্যাক অ্যালবার্টসন | |
---|---|
Jack Albertson | |
![]() দ্য স্যাড অ্যান্ড লোনলি সানডেজ (১৯৭৬) টিভি অনুষ্ঠানে অ্যালবার্টসন | |
জন্ম | হ্যারল্ড অ্যালবার্টসন ১৬ জুন ১৯০৭ মালডেন, ম্যাসাচুসেট্স, মার্কিন যুক্তরাষ্ট্র |
মৃত্যু | ২৫ নভেম্বর ১৯৮১ ৭৪) হলিউড হিলস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
মৃত্যুর কারণ | কলোরেক্টাল ক্যান্সার |
জাতীয়তা | মার্কিন |
অন্যান্য নাম | জ্যাকি অ্যালবার্টস |
পেশা | অভিনেতা, কৌতুকাভিনেতা, গায়ক, নৃত্যশিল্পী |
কার্যকাল | আনু. ১৯২৬-১৯৮১ |
দাম্পত্য সঙ্গী | জুন ওয়ালেস থম্পসন (বি. ১৯৪২; মৃ. ১৯৮১) |
সন্তান | ১ |
আত্মীয় | মেবল অ্যালবার্টসন (বোন) |
তিনি দ্য সাবজেক্ট ওয়াজ রোজেস (১৯৬৮) চলচ্চিত্রে জন ক্লেয়ারি চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি উইলি ওয়াঙ্কা অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি (১৯৭১) ছবিতে গ্র্যান্ডপা জো, দ্য পসাইডন অ্যাডভেঞ্চার (১৯৭২) ছবিতে ম্যানি রোজেন, এবং চিকো অ্যান্ড দ্য ম্যান (১৯৭৪-৭৮) টেলিভিশন ধারাবাহিকে এড ব্রাউন চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন।
তথ্যসূত্র
- জোন্স, জ্যাক (২৬ নভেম্বর ১৯৮১)। "Jack Albertson - Hollywood Star Walk - Los Angeles Times"। লস অ্যাঞ্জেলেস টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৮।
- Obituary Variety, December 2, 1981.
- "Jack Albertson | Hollywood Walk of Fame"। হলিউড ওয়াক অব ফেম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৮।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে জ্যাক অ্যালবার্টসন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- অলমুভিতে জ্যাক অ্যালবার্টসন (ইংরেজি)
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজ জ্যাক অ্যালবার্টসন (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে জ্যাক অ্যালবার্টসন
(ইংরেজি) - ইন্টারনেট মুভি ডেটাবেজে জ্যাক অ্যালবার্টসন
(ইংরেজি) - টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে জ্যাক অ্যালবার্টসন
(ইংরেজি) - ফাইন্ড এ গ্রেইভে জ্যাক অ্যালবার্টসন
(ইংরেজি)