অ্যামেরিকান বিউটি (১৯৯৯-এর চলচ্চিত্র)

অ্যামেরিকান বিউটি (ইংরেজি: American Beauty) স্যাম মেন্ডেজ পরিচালিত নাট্যধর্মী চলচ্চিত্র যা ১৯৯৯ সালে মুক্তি পায়। যুক্তরাষ্ট্রের শহরতলীর একটি পরিবারের কাহিনী এতে ফুটিয়ে তোলা হয়েছে। পরিবারের সদস্যদের বিচ্ছেদকে অস্তিত্ববাদের মোড়কে তুলে ধরা হয়েছে, সাথে ব্যঙ্গ-রসের মিশ্রণ ঘটানো হয়েছে। সিনেমাটি সমালোচক ও দর্শক সবার কাছেই বিপুল প্রশংসিত হয়। অ্যামেরিকান বিউটি সেরা ছবি ও সেরা পরিচালকসহ মোট পাঁচটি ক্ষেত্রে একাডেমি পুরস্কার অর্জন করে।

অ্যামেরিকান বিউটি
পরিচালকস্যাম মেন্ডেজ
প্রযোজকব্রুস কোয়েন
ড্যান জিংক্‌স
রচয়িতাঅ্যালান বল
শ্রেষ্ঠাংশেকেভিন স্পেসি
অ্যানেট বেনিং
টোরা বার্চ
ওয়েস বেন্টলি
মেনা সাভারি
ক্রিস কুপার
পিটার গ্যালাগার
অ্যালিসন জ্যানি
সুরকারটমাস নিউম্যান
চিত্রগ্রাহককনরাড হল
সম্পাদকতারিক আনোয়ার
ক্রিস্টোফার গ্রিনব্যারি
পরিবেশকড্রিমওয়ার্ক্‌স
মুক্তি ৮ই সেপ্টেম্বর, ১৯৯৯ (প্রিমিয়ার)
১৫ই সেপ্টেম্বর, ১৯৯৯ (সীমিত মুক্তি)
১লা অক্টোবর, ১৯৯৯ (ব্যাপক মুক্তি)
৪ঠা ফেব্রুয়ারি, ২০০০ (ব্যাপক মুক্তি)
৪ঠা ফেব্রুয়ারি, ২০০০ (ব্যাপক মুক্তি)
দৈর্ঘ্য১২২ মিনিট
দেশ যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$ ১,৫০,০০,০০০ (প্রাক্কলিত)[1]
আয়$৩৫,৬২,৯৬,৬০১

কাহিনীসূত্র

চরিত্রসমূহ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.