অ্যামেরিকান বিউটি (১৯৯৯-এর চলচ্চিত্র)
অ্যামেরিকান বিউটি (ইংরেজি: American Beauty) স্যাম মেন্ডেজ পরিচালিত নাট্যধর্মী চলচ্চিত্র যা ১৯৯৯ সালে মুক্তি পায়। যুক্তরাষ্ট্রের শহরতলীর একটি পরিবারের কাহিনী এতে ফুটিয়ে তোলা হয়েছে। পরিবারের সদস্যদের বিচ্ছেদকে অস্তিত্ববাদের মোড়কে তুলে ধরা হয়েছে, সাথে ব্যঙ্গ-রসের মিশ্রণ ঘটানো হয়েছে। সিনেমাটি সমালোচক ও দর্শক সবার কাছেই বিপুল প্রশংসিত হয়। অ্যামেরিকান বিউটি সেরা ছবি ও সেরা পরিচালকসহ মোট পাঁচটি ক্ষেত্রে একাডেমি পুরস্কার অর্জন করে।
অ্যামেরিকান বিউটি | |
---|---|
![]() | |
পরিচালক | স্যাম মেন্ডেজ |
প্রযোজক | ব্রুস কোয়েন ড্যান জিংক্স |
রচয়িতা | অ্যালান বল |
শ্রেষ্ঠাংশে | কেভিন স্পেসি অ্যানেট বেনিং টোরা বার্চ ওয়েস বেন্টলি মেনা সাভারি ক্রিস কুপার পিটার গ্যালাগার অ্যালিসন জ্যানি |
সুরকার | টমাস নিউম্যান |
চিত্রগ্রাহক | কনরাড হল |
সম্পাদক | তারিক আনোয়ার ক্রিস্টোফার গ্রিনব্যারি |
পরিবেশক | ড্রিমওয়ার্ক্স |
মুক্তি | ![]() ![]() ![]() ![]() ![]() |
দৈর্ঘ্য | ১২২ মিনিট |
দেশ | ![]() |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $ ১,৫০,০০,০০০ (প্রাক্কলিত)[1] |
আয় | $৩৫,৬২,৯৬,৬০১ |
কাহিনীসূত্র
চরিত্রসমূহ
- কেভিন স্পেসি - লেস্টার বার্নাম
- অ্যানেট বেনিং - ক্যারোলিন বার্নাম
- টোরা বার্চ - জেইন বার্নাম
- ওয়েস বেন্টলি - রিকি ফিট্স
- মিনা সাভ্যারি - অ্যাঞ্জেলা হেইস
- ক্রিস কুপার - কর্নেল ফ্র্যাংক ফিট্স
তথ্যসূত্র
- Business data for American Beauty from IMDb
বহিঃসংযোগ
![]() |
উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: অ্যামেরিকান বিউটি |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- অলমুভিতে অ্যামেরিকান বিউটি (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে 0169547
(ইংরেজি) - মেটাক্রিটিকে অ্যামেরিকান বিউটি (ইংরেজি)
- রটেন টম্যাটোসে অ্যামেরিকান বিউটি (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.