ক্র্যাশ (২০০৪-এর চলচ্চিত্র)
ক্র্যাশ (ইংরেজি ভাষায়: Crash) পল হ্যাগিস পরিচালিত চলচ্চিত্র। ২০০৪ সালের সেপ্টেম্বরে টরন্টো চলচ্চিত্র উৎসবে এর প্রিমিয়ার প্রদর্শিত হয় এবং ২০০৫ সালে আন্তর্জাতিকভাবে মুক্তি পায়। লস এঞ্জেলেস শহরে বর্ণবাদ ও সামাজিক অস্থিরতাকে কেন্দ্র করে এর কাহিনী গড়ে উঠেছে। ১৯৯১ সালে উইলশায়ার বুলভার্দে একটি ভিডিওর দোকানের সামনে থেকে হ্যাগিসের পোর্শে গাড়ি ছিনতাই হয়েছিল। নিজের জীবনের এই ঘটনা থেকে অণুপ্রাণিত হয়েই তিনি ছবিটির কাহিনী তৈরি করেছেন।
ক্র্যাশ | |
---|---|
পরিচালক | পল হ্যাগিস |
প্রযোজক | ক্যাথি শুলম্যান ডন চিডল বব ইয়ারি মার্ক আর. হ্যারিস ববি মরেস্কো পল হ্যাগিস |
চিত্রনাট্যকার | পল হ্যাগিস ববি মরেস্কো |
কাহিনীকার | পল হ্যাগিস |
শ্রেষ্ঠাংশে | সান্ড্রা বুলক ডন চিডল ম্যাট ডিলন জেনিফার এস্পাসিতো ব্রেন্ডান ফ্রেজার টেরেন্স হাওয়ার্ড লুডাক্রিস |
সুরকার | মার্ক ইশাম |
চিত্রগ্রাহক | জে. মাইকেল মুরো |
সম্পাদক | হিউজেস উইনবোর্ন |
প্রযোজনা কোম্পানি | ইয়ারি ফিল্ম গ্রুপ ডেজ প্রোডাকশন্স |
পরিবেশক | লায়ন্সগেট (যুক্তরাষ্ট্র) পাথে (যুক্তরাজ্য) |
মুক্তি |
|
দৈর্ঘ্য | ১১২ মিনিট[1] |
দেশ | যুক্তরাষ্ট্র জার্মানি |
ভাষা | ইংরেজি ফার্সি স্প্যানিশ ম্যান্ডারিন কোরিয়ান |
নির্মাণব্যয় | $৬.৫ মিলিয়ন[2] |
আয় | $৯৮.৪ মিলিয়ন[2] |
তথ্যসূত্র
- "CRASH (15)"। British Board of Film Classification। ২০০৫-০৩-০৪। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-১৫।
- "Crash (2005)"। Box Office Mojo। IMDb। সংগ্রহের তারিখ অক্টোবর ১২, ২০১২।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.