ক্যাভ্যালকেড (১৯৩৩-এর চলচ্চিত্র)

ক্যাভ্যালকেড হল ফ্র্যাংক লয়েড পরিচালিত ১৯৩৩ সালের মার্কিন মহাকাব্যিক চলচ্চিত্র। নোয়েল কাওয়ার্ডের ক্যাভালকেড নাটক অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেন রেজিলান্ড বার্কলি। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ডায়ানা উইনিয়ার্ড ও ক্লাইভ ব্রুক। ছবিটিতে বিংশ শতাব্দীর প্রথমার্ধের গল্প বর্ণিত হয়েছে, যা মূলত ১৮৯৯ সালের নববর্ষের পূর্ব থেকে শুরু হয়ে ১৯৩৩ সালের নববর্ষের দিন পর্যন্ত সময়কালে দুটি ব্রিটিশ পরিবারের উপর কয়েকটি ঐতিহাসিক ঘটনার প্রভাব দেখানো হয়েছে।

ক্যাভ্যালকেড
Cavalcade
পরিচালকফ্র্যাংক লয়েড
প্রযোজক
  • ফ্র্যাংক লয়েড
  • উইনফিল্ড আর. শিহান
চিত্রনাট্যকাররেজিনাল্ড বার্কলি
উৎসনোয়েল কাওয়ার্ড কর্তৃক 
ক্যাভ্যালকেড
শ্রেষ্ঠাংশে
  • ডায়ানা উইনিয়ার্ড
  • ক্লাইভ ব্রুক
  • উনা ওকনর
  • হার্বার্ট মানডিন
সুরকার
  • পিটার ব্রুনেল্লি
  • লুই দ্য ফ্রঁসেস্কো
  • আর্থার ল্যাং
  • জে. এস. জ্যামেনিক
চিত্রগ্রাহকআর্নেট পালমার
সম্পাদকমার্গারেট ক্ল্যান্সি
পরিবেশকফক্স ফিল্ম করপোরেশন
মুক্তি
  • ১৫ এপ্রিল ১৯৩৩ (1933-04-15)
দৈর্ঘ্য১১২ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$১,১৮০,২৮০
আয়$৩.৫ মিলিয়ন[1]

চলচ্চিত্রটি ৬ষ্ঠ একাডেমি পুরস্কার আয়োজনে শ্রেষ্ঠ চলচ্চিত্রশ্রেষ্ঠ পরিচালনাসহ তিনটি পুরস্কার জয় করে এবং অপর একটি পুরস্কারের মনোনয়ন লাভ করে।[2]

কুশীলব

  • ডায়ানা উইনিয়ার্ড - জেন ম্যারিয়ট
  • ক্লাইভ ব্রুক - রবার্ট ম্যারিয়ট
  • উনা ওকনর - এলেন ব্রিজেস
  • হার্বার্ট মানডিন - আলফ্রেড ব্রিজেস
  • বেরিল মার্সার - রাঁধুনি
  • আইরিন ব্রাউন - মার্গারেট হ্যারিস
  • টেম্পে পিগট - মিসেস স্ন্যাপার
  • মার্লি টটেনহাম - অ্যানি
  • ফ্র্যাংক লটন - জো ম্যারিয়ট
  • উরসুলা জিন্স - ফ্যানি ব্রিজেস
  • মার্গারেট লিন্ডসে - এডিথ হ্যারিস
  • জন ওয়ারবার্টন - এডওয়ার্ড ম্যারিয়ট
  • বিলি বেভান - জর্জ গ্রেইঞ্জার
  • রনি জেমস - ডেসমন্ড রবার্টস
  • ডিক হেন্ডারসন জুনিয়র - মাস্টার এডওয়ার্ড
  • ডগলাস স্কট - মাস্টার জোই
  • শিলা ম্যাকফিল - কিশোরী এডিথ
  • বনিতা গ্র্যানভিল - কিশোরী ফ্যানি

পুরস্কার ও মনোনয়ন

একাডেমি পুরস্কার

তথ্যসূত্র

  1. "The All Time Best Sellers"International Motion Picture Almanac 1937-38। Quigley Publishing Company। পৃষ্ঠা ৯৪২। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৮
  2. "The 6th Academy Awards | 1934"অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৮

বহিঃসংযোগ

টেমপ্লেট:ফ্র্যাংক লয়েড

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.