ক্লিফ রবার্টসন

তৃতীয় ক্লিফোর্ড পার্কার রবার্টসন (ইংরেজি: Clifford Parker Robertson III; ৯ সেপ্টেম্বর ১৯২৩ - ১০ সেপ্টেম্বর ২০১১) ছিলেন একজন মার্কিন অভিনেতা। চলচ্চিত্র ও টেলিভিশন মিলে তার কর্মজীবনের পরিধি প্রায় অর্ধ শতাব্দী। তিনি ১৯৬৩ সালের পিটি ওয়ান হান্ড্রেড নাইন চলচ্চিত্রে যুবক জন এফ. কেনেডি চরিত্রে অভিনয় করেন এবং ১৯৬৮ সালের চার্লি চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[1]

ক্লিফ রবার্টসন
Cliff Robertson
১৯৮১ সালে রবার্টসন
জন্ম
তৃতীয় ক্লিফোর্ড পার্কার রবার্টসন

(১৯২৩-০৯-০৯)৯ সেপ্টেম্বর ১৯২৩
মৃত্যু১০ সেপ্টেম্বর ২০১০(2010-09-10) (বয়স ৮৭)
স্টনি ব্রুক, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তামার্কিন
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৪৩-২০০৭
ওয়েবসাইটcliffrobertson.info

টেলিভিশনে তিনি ১৯৭৬ সালের আত্মজীবনীমূলক রিটার্ন টু আর্থ নাটকে নভোচারী বাজ অলড্রিন চরিত্রে, ১৯৭৭ সালের মিনি ধারাবাহিক ওয়াশিংটন: বিহাইন্ড ক্লোজড ডোরস-এ সেন্ট্রাল ইন্টেলিজেন্সের পরিচালক রিচার্ড হেমস চরিত্রে এবং ১৯৮৭ সালের ফোর্ড: দ্য ম্যান অ্যান্ড দ্য মেশিন-এ হেনরি ফোর্ড চরিত্রে অভিনয় করেন। তার সর্বশেষ চলচ্চিত্রে কাজ ছিল ২০০২-২০০৭ সালে স্পাইডার-ম্যান চলচ্চিত্র ত্রয়ী।

তথ্যসূত্র

  1. ইসলাম, রিয়াজুল (১১ সেপ্টেম্বর ২০১১)। "সাহসী ও সত্যবাদী ক্লিফ রবার্টসন চলে গেলেন"ডয়েচে ভেলে। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.