ইনসাইড দি অ্যাক্টরস স্টুডিও

ইনসাইড দি অ্যাক্টরস স্টুডিও (ইংরেজি: Inside the Actors Studio) হচ্ছে ব্রাভো টেলিভিশন নেটওয়ার্কে প্রচারিত একটি টক শো। যার উপস্থাপক এবং সঞ্চালক হচ্ছে জেমস লিপটন। অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচলনা করেন জেফ উর্টজ, এবং এটির নির্বাহী প্রযোজক জেমস লিপটন। এই অনুষ্ঠানটি শুরু হয় ১৯৯৪ সালে এবং এটি পরিবেশন করে কেবলরেডি, যা ১২৫টি দেশে প্রায় ৮ কোটি ৯০ লক্ষ বাসায় এটি প্রচারিত হয়। বর্তমানে অনুষ্ঠানটি ধারণ করা হয় প্যালেস ইউনিভার্সিটির নিউ ইয়র্ক সিটি ক্যাম্পাসের মাইকেল শিমেল সেন্টার ফর দি আর্টস-এ।[1][2][3]

ইনসাইড দি অ্যাক্টরস স্টুডিও
ইনসাইড দি অ্যাক্টরস স্টুডিও
ফরম্যাটটক শো
অভিনয়েজেমস লিপটন
উদ্বোধনী সঙ্গীতঅ্যানজেলো ব্যাদালেমন্টি
প্রস্তুতকারক দেশ যুক্তরাষ্ট্র
নির্মাণ
ব্যাপ্তিকাল৬০ মিনিট, ১২০ মিনিট
সম্প্রচার
মূল চ্যানেলব্রাভো টেলিভিশন নেটওয়ার্ক
মূল প্রদর্শনী১৪ আগস্ট, ১৯৯৪
বহিঃসংযোগ
ওয়েবসাইট

তথ্যসূত্র

  1. Inside the Actors Studio
  2. Inside the Actors Studio
  3. Inside the Actors Studio
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.