টুয়েলভ অ্যাংরি মেন (১৯৫৭-এর চলচ্চিত্র)
টুয়েলভ অ্যাংরি মেন (ইংরেজি ভাষায়: ১২ জন রাগান্বিত ব্যক্তি) সিডনি লুমেট পরিচালিত মার্কিন নাট্য চলচ্চিত্র যা ১৯৫৭ সালে মুক্তি পেয়েছিল। এটি রেজিনাল্ড রোজের একই নামের টেলি নাটকের চলচিত্রায়ন। একটিই সেটে প্রায় সম্পূন সময় ধরে শ্বাসরুদ্ধকর নাটকিয়তা আর চিত্রায়নের জন্য চলচিত্রটি বিখ্যাত।
টুয়েলভ অ্যাংরি মেন | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | সিডনি লুমেট |
প্রযোজক | রেজিনাল্ড রোজ |
রচয়িতা | রেজিনাল্ড রোজ |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | কেনইয়ন হপকিন্স |
চিত্রগ্রাহক | বরিস কুফম্যান |
সম্পাদক | কার্ল লার্নার |
প্রযোজনা কোম্পানি | অরিয়ন নোভা প্রোডাকশন্স |
পরিবেশক | উনাইটেড আটিষ্ট |
মুক্তি | ১৩ এপ্রিল ১৯৫৭ |
দৈর্ঘ্য | ৯৬ মিনিট |
দেশ | যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৩,৩৭,০০০[1] |
আয় | $২,০০০,০০০ |
চলচিত্রটির কাহিনী আবর্তিত একজন অপরাধী সত্যিই নিজ পিতার খুনের অপরাধ করেছে কিনা তা যুক্তি সঙ্গত সন্দেহের মাধ্যমে ১২ জন জুরির চুলচিরা বিশ্লেষন। ১২ জন জুরির মাঝে ১১ জনই প্রাথমিক ভোটে অপরাধী অপরাধ করেছেন বলে রায় দেন কিন্তু একজন জুরি জানান যুক্তি সঙ্গত সন্দেহের অবকাশ হয়ত আছে, তাই তিনি আলোচনার আহ্বান জানান।
কুশীলব
- হেনরি ফন্ডা - ডেভিস
- লি জে. কব - ব্যবসায়ী
- এড বিগ্লে - গ্যারেজ মালিক
- ই. জি. মার্শাল - বিশ্লেষণধর্মী স্টক ব্রোকার
- জ্যাক ওয়ার্ডেন - বিক্রয়কর্মী ও নিউ ইয়র্ক ইয়াংকির ভক্ত
- জন ফিল্ডার - ব্যাংক কর্মকর্তা
মূল্যায়ন
পুরস্কার ও মনোনয়ন
৭ম বার্লিন চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসব
- বিজয়ী: গোল্ডেন বিয়ার - সিডনি লুমেট[2]
বছর | পুরস্কারের বিভাগ | মনোনীত | ফলাফল |
---|---|---|---|
১৯৫৮ | শ্রেষ্ঠ চলচ্চিত্র | হেনরি ফন্ডা ও রেজিনাল্ড রোজ | মনোনীত |
শ্রেষ্ঠ পরিচালক | সিডনি লুমেট | মনোনীত | |
শ্রেষ্ঠ গৃহীত চিত্রনাট্য | রেজিনাল্ড রোজ | মনোনীত |
তথ্যসূত্র
- "National Film Registry"। National Film Registry (National Film Preservation Board, Library of Congress)। সেপ্টেম্বর ১২, ২০১১। সংগ্রহের তারিখ নভেম্বর ২৮, ২০১১।
- "7th Berlin International Film Festival: Prize Winners"। berlinale.de। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.