বনি অ্যান্ড ক্লাইড (চলচ্চিত্র)

বনি অ্যান্ড ক্লাইড আর্থার পেন পরিচালিত ১৯৬৭ সালের অপরাধমূলক জীবনী চলচ্চিত্র। এতে ক্লাইড ব্যারোর ভূমিকায় অভিনয় করেছেন ওয়ারেন বিটিবনি পার্কার-এর ভূমিকায় অভিনয় করেছেন ফায়ে ডানাওয়ে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাইকেল জে. পোলার্ড, জিনি হেকম্যান, এস্তেলা পার্সনস প্রমুখ। ছবিটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড নিউম্যানরবার্ট বেন্টন

বনি অ্যান্ড ক্লাইড
চলচ্চিত্রের বানিজ্যিক ব্যবহারের পোস্টার
পরিচালকআর্থার পেন
প্রযোজকওয়ারেন বিটি
রচয়িতাডেভিড নিউম্যান
রবার্ট বেন্টন
রবার্ট টাউনি (ক্রেডিট দেয়া হয় নি)
শ্রেষ্ঠাংশে
  • ওয়ারেন বিটি
  • ফায়ে ডানাওয়ে
  • মাইকেল জে. পোলার্ড
  • জিনি হেকম্যান
সুরকারচার্লস স্ট্রাউস
চিত্রগ্রাহকবার্নেট গাফি
মুক্তি৪ আগস্ট, ১৯৬৭ (মন্ট্রিয়াল চলচ্চিত্র উৎসব)
দৈর্ঘ্য১১১ মিন
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$২,৫০০,০০০ (প্রায়)[1]
আয়৭০ মিলিয়ন[1]

ব্ল্যাঞ্চ ব্যারো চরিত্রে অভিনয়ের জন্য এস্তেলা পার্সনস শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার এবং এই ছবির চিত্রগ্রাহক বার্নেট গাফি শ্রেষ্ঠ চিত্রগ্রহণের জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন।[2]

কাহিনী সংক্ষেপ

মহামন্দার সময়ে ক্লাইড ব্যারো বনি পার্কারের মায়ের গাড়ি চুরি করার সময় দুজনের সাক্ষাৎ হয়। বনি তার একগুঁয়ে হোটেল পরিচারিকার চাকরিতে বিরক্ত ছিল। ফলে সে ক্লাইডের সাথে তার অপরাধমূলক কাজে যোগ দেন। তারা কিছু কাজ বাগিয়ে নেয়, কিন্তু দুজনে নতুন হিসেবে খুব একটা সুবিধা করতে পারে না। কিন্তু ধীরে ধীরে তাদের অপরাধের মাত্রা বাড়তে থাকে এবং তারা দুজনে ফেরারী হয়ে যায়।

কুশীলব

  • ওয়ারেন বিটি - ক্লাইড ব্যারো
  • ফায়ে ডানাওয়ে - বনি পার্কার
  • মাইকেল জে. পোলার্ড - সি ডব্লিউ মস
  • জিনি হেকম্যান - বাক ব্যারো
  • এস্তেলা পার্সনস - ব্ল্যাঞ্চ ব্যারো
  • ডেনভার পাইল - ফ্রাঙ্ক হ্যামার
  • ডাব টেইলর - ইভান মস
  • জিনি ওয়াইল্ডার - ইউজিন গ্রিজার্ড
  • ইভানস ইভানস - ভেলমা ডেভিস

পুরস্কার ও সম্মাননা

একাডেমি পুরস্কার

আরও দেখুন

  • ১৯৬৭ সালের মার্কিন চলচ্চিত্রের তালিকা
  • চলচ্চিত্রে ১৯৬৭

তথ্যসূত্র

  1. Dancis, Bruce (এপ্রিল ৩, ২০০৮)। "Forty years later, 'Bonnie and Clyde' still blows us away"Ventura County Star। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  2. "The 40th Academy Awards (1968) Nominees and Winners"। Oscars.org।

বহিঃসংযোগ

টেমপ্লেট:আর্থার পেন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.