গ্রেটা গারউইগ

গ্রেটা সেলেস্ট গারউইগ (ইংরেজি: Greta Celeste Gerwig; জন্ম: ৪ঠা আগস্ট ১৯৮৩) হলেন একজন মার্কিন অভিনেত্রী, লেখক, পরিচালক ও চিত্রনাট্যকার।[1][2] তিনি শুরুতে স্বল্প বাজেটের কয়েকটি চলচ্চিত্রে কাজ করে পরিচিতি লাভ করেন।[3][4] ২০০৬ থেকে ২০০৯ সালের মধ্যে তিনি জো সোয়ানবার্গের কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন এবং কয়েকটি তিনি সহ-রচনা ও সহ-পরিচালনা করেন।[5]

গ্রেটা গারউইগ
Greta Gerwig
জন্ম
গ্রেটা সেলেস্ট গারউইগ

(1983-08-04) ৪ আগস্ট ১৯৮৩
যেখানের শিক্ষার্থীবার্নার্ড কলেজ
পেশাঅভিনেত্রী, নাট্যকার, পরিচালক, চিত্রনাট্যকার
কার্যকাল২০০৬–বর্তমান
পুরস্কারপূর্ণ তালিকা

২০১০-এর দশকের শুরু থেকে তিনি নোয়াহ বোমবাচের সাথে যৌথভাবে কয়েকটি চলচ্চিত্রে কাজ করেন, যার মধ্যে রয়েছে গ্রিনবার্গ (২০১০), ফ্রান্সেস হা (২০১২) ও মিস্ট্রেস আমেরিকা (২০১৫)। ফ্রান্সেস হা চলচ্চিত্রের জন্য তিনি একটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি ড্যামসেল্‌স ইন ডিসট্রেস (২০১১), টু রোম উইথ লাভ (২০১২), জ্যাকি (২০১৬) ও টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ওমেন (২০১৬) চলচ্চিত্রে অভিনয় করেন। টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ওমেন ছবির জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার মনোনয়ন লাভ করেন।[6]

২০১৭ সালে লেডি বার্ড চলচ্চিত্র দিয়ে গারউইগের একক পরিচালক হিসেবে অভিষেক হয়। ছবিটি সমাদৃত হয় এবং ৭৫তম গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র বিভাগে পুরস্কার লাভ করেন। লেডি বার্ড ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কারশ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি ৯০তম অস্কার আয়োজনে শ্রেষ্ঠ পরিচালনাশ্রেষ্ঠ মৌলিক চিত্রনাট্য বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। গারউইগ অস্কারের ইতিহাসে শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে মনোনীত পঞ্চম নারী।[7]

প্রারম্ভিক জীবন

গারউইগ ১৯৮৩ সালের ৪ঠা আগস্ট ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে জন্মগ্রহণ করেন। তার মাতা ক্রিস্টিন (জন্মনাম: সোয়ার) একজন ওবি-জিন সেবিকা এবং পিতা গর্ডন গারউইগ একটি ক্রেডিট ইউনিয়নে ক্ষুদ্র ব্যবসায় ঋণ বিভাগে কাজ করতেন।[8] তার পিতামাতার তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তার ফ্রান্সেস হা চলচ্চিত্রে তার চরিত্রের পিতামাতা চরিত্রে অভিনয় করেছেন।[8] তার বড় ভাই একজন ল্যান্ডস্কেপ স্থপতি এবং বোন ইকুয়াল ইমপ্লয়মেন্ট অপরচুনিটি কমিশনের ব্যবস্থাপক।[9][10] তার পূর্বপুরুষগণ জার্মান, আইরিশ ও ইংরেজ ছিলেন এবং তিনি ইউনিটারিয়ান ইউনিভার্সালিস্ট হিসেবে বেড়ে ওঠেন।[11]

গারউইগ স্যাক্রামেন্টোর বালিকা ক্যাথলিক বিদ্যালয় সেন্ট ফ্রান্সিস হাই স্কুলে পড়াশোনা করেন। তার ভাষ্যমতে তিনি শৈশবে খুবই গুরুগম্ভীর ছিলেন।[12][13] তার নৃত্যের প্রতি আকর্ষণ ছিল এবং তিনি নিউ ইয়র্কে সঙ্গীতধর্মী মঞ্চনাটকে ডিগ্রি অর্জন করার ইচ্ছা পোষণ করতেন। কিন্তু পরবর্তীকালে তিনি বার্নার্ড কলেজ থেকে ইংরেজি ও দর্শন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।[13][14] শ্রেণিকক্ষের বাইরে তিনি কেট ম্যাকিননের সাথে কলাম্বিয়া ভার্সিটি শোতে অংশগ্রহণ করতেন।[15]

পুরস্কার ও মনোনয়ন

তথ্যসূত্র

  1. হেম্যান, স্টিভেন (২৮ জানুয়ারি ২০১০)। "The Nifty 50 | Greta Gerwig, Actress"টি ম্যাগাজিন (ইংরেজি ভাষায়)। The New York Times। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮
  2. "Noah Baumbach Hires Mumblecore's Meryl Streep, Readies Greenberg"নিউ ইয়র্ক অবজারভার (ইংরেজি ভাষায়)। ৯ ফেব্রুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮
  3. বানবারি, স্টেফানি (১৯ জুলাই ২০১৩)। "Real to reel: The rise of 'mumblecore'"দ্য সিডনি মর্নিং হেরাল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮
  4. "Sweetheart of Early-Adult Angst"নিউ ইয়র্ক ম্যাগাজিন (ইংরেজি ভাষায়)। ২৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮
  5. থম্পসন, অ্যান (২১ ডিসেম্বর ২০১৬)। "'20th Century Women': How Mike Mills Empowered Annette Bening and Greta Gerwig"ইন্ডিওয়্যার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮
  6. গোঞ্জালেস, সান্ড্রা। "Greta Gerwig's best director nomination is a huge deal"সিএনএন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮
  7. স্মলউড, ক্রিস্টিন (নভেম্বর ১, ২০১৭)। "Greta Gerwig's Radical Confidence"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮
  8. "Greta Gerwig Toronto Interview"ভ্যানিটি ফেয়ার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮
  9. অ্যাডামস, গাই (এপ্রিল ১৬, ২০১১)। "Greta Gerwig: The queen of low-budget cinema is breaking into the mainstream with her role in Arthur"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮
  10. লিটলটন, সিনথিয়া (আগস্ট ১৫, ২০১৩)। "Greta Gerwig, UU film star"UU World (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮
  11. অ্যাডামস, থেলমা (জুন ২২, ২০১২)। "'To Rome With Love' star Greta Gerwig is wild about Woody Allen — just read her high school yearbook"ইয়াহু! মুভিজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮
  12. ব্রোকস, এমা (জুলাই ১৩, ২০১৩)। "Greta Gerwig: daydream believer"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮
  13. "Hannah Takes The Stairs"hannahtakesthestairs.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮
  14. "Varsity Show Endears and Endures | Columbia College Today" (ইংরেজি ভাষায়)। College.columbia.edu। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.