ব্র্যাড ডরিফ

ব্র্যাডফোর্ড ক্লড ডরিফ (ইংরেজি: Bradford Claude Dourif; ১৮ মার্চ ১৯৫০)[1] হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট চলচ্চিত্রে বিলি বিবিট চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারবর্ষসেরা নবীন তারকা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

ব্র্যাড ডরিফ
Brad Dourif
২০০২ সালে ডরিফ
জন্ম
ব্র্যাডফোর্ড ক্লড ডরিফ

(1950-03-18) ১৮ মার্চ ১৯৫০
হান্টিংটন, ওয়েস্ট ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
যেখানের শিক্ষার্থীমার্শাল বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৭৩-বর্তমান
দাম্পত্য সঙ্গীজ্যানেট স্টেফানি শার্মাট্‌জ
জনিনা বার্নিস ডরিফ
সন্তান২, ফিওনা ডরিফ-সহ

ডরিফ অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল ডান (১৯৮৪), মিসিসিপি বার্নিং (১৯৮৮), দ্য লর্ড অব দ্য রিংস: দ্য টু টাওয়ার্স (২০০২), এবং চাইল্ড্‌স প্লে ফ্র্যাঞ্চাইজি।[2] তিনি ডেডউড (২০০৪-২০০৬, ২০১৯) টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে একটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

তথ্যসূত্র

  1. "Brad Dourif Biography (1950-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৯
  2. ভোরেল, জিম (৩ জুলাই ২০১৮)। "MGM Is Remaking Child's Play ... With no Brad Dourif as Chucky?"পেস্ট ম্যাগাজিন। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.