ব্র্যাড ডরিফ
ব্র্যাডফোর্ড ক্লড ডরিফ (ইংরেজি: Bradford Claude Dourif; ১৮ মার্চ ১৯৫০)[1] হলেন একজন মার্কিন অভিনেতা। তিনি ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট চলচ্চিত্রে বিলি বিবিট চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার ও বর্ষসেরা নবীন তারকা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
ব্র্যাড ডরিফ | |
---|---|
Brad Dourif | |
![]() ২০০২ সালে ডরিফ | |
জন্ম | ব্র্যাডফোর্ড ক্লড ডরিফ ১৮ মার্চ ১৯৫০ হান্টিংটন, ওয়েস্ট ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
যেখানের শিক্ষার্থী | মার্শাল বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা |
কার্যকাল | ১৯৭৩-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | জ্যানেট স্টেফানি শার্মাট্জ জনিনা বার্নিস ডরিফ |
সন্তান | ২, ফিওনা ডরিফ-সহ |
ডরিফ অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ হল ডান (১৯৮৪), মিসিসিপি বার্নিং (১৯৮৮), দ্য লর্ড অব দ্য রিংস: দ্য টু টাওয়ার্স (২০০২), এবং চাইল্ড্স প্লে ফ্র্যাঞ্চাইজি।[2] তিনি ডেডউড (২০০৪-২০০৬, ২০১৯) টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে একটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
তথ্যসূত্র
- "Brad Dourif Biography (1950-)"। ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৯।
- ভোরেল, জিম (৩ জুলাই ২০১৮)। "MGM Is Remaking Child's Play ... With no Brad Dourif as Chucky?"। পেস্ট ম্যাগাজিন। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ব্র্যাড ডরিফ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- অলমুভিতে ব্র্যাড ডরিফ (ইংরেজি)
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজ ব্র্যাড ডরিফ (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ব্র্যাড ডরিফ
(ইংরেজি) - টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে ব্র্যাড ডরিফ
(ইংরেজি) - রটেন টম্যাটোসে ব্র্যাড ডরিফ (ইংরেজি)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.