রবি নিয়োগী

বিপ্লবী রবি নিয়োগী (জন্ম:২৯ এপ্রিল, ১৯০৯ - মৃত্যু: ১০ মে, ২০০২) বাংলাদেশের একজন বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ।

বিপ্লবী রবি নিয়োগী
জন্ম২৯ এপ্রিল, ১৯০৯
মৃত্যু১০ মে ২০০২(2002-05-10) (বয়স ৯৩)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশ
পরিচিতির কারণবিপ্লবী রাজনীতিবিদ

শেরপুর জেলায় গৃদানারায়ণপুর (পুরাতন গরুহাটী) গ্রামে এক জমিদার পরিবারে ১৯০৯ সালের ২৯ এপ্রিল তাঁর  জন্ম। পিতা রমেশ চন্দ্র নিয়োগী ও মাতা সুরবালা নিয়োগী কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

রবি নিয়োগী শেরপুর গোবিন্দ কুমার পিস মেমোরিয়াল হাইস্কুল (বর্তমানে জি. কে পাইলট স্কুল) থেকে ১৯২৬ সালে ম্যাট্রিক পাস করে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে আইএ ক্লাসে ভর্তি হন। কিন্তু ১৯২৭ সালে ঐ কলেজের ছাত্রদের সঙ্গে পুলিশের এক সংঘর্ষের ফলে রবি নিয়োগীসহ কিছুসংখ্যক ছাত্র কলেজ থেকে বহিস্কৃত হয়। এরপর তিনি কলকাতার বিদ্যাসাগর কলেজে ভর্তি হন। সেখানে অধ্যয়নকালেই তিনি বিপ্লবী যুগান্তর দলের সান্নিধ্যে আসেন। ১৯২৯ সালে তিনি আই. এ পাস করেন।

জন্ম

রবি নিয়োগী ১৯০৯ সালের ২৯ এপ্রিল শেরপুরে এক বিখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। পুরো নাম রবীন্দ্র চন্দ্র নিয়োগী।

মৃত্যু

২০০২ সালের ১০ মে বিপ্লবী রবি নিয়োগী মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

    বহি:সংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.