জার

জার (ইংরেজি: Tsar বা Czar[1]) হচ্ছে একপ্রকার উপাধি যা অত্যন্ত ক্ষমতাশালী রাজাকে বোঝাতে ব্যবহৃত হয়। এই উপাধি সহকারে প্রথম রাজা ছিলেন বুলগেরিয়ার জার প্রথম সিমিও[2] সরকার ব্যবস্থা হিসেবে এর নাম জারডম (Tsardom)।

জার পিটার দ্য গ্রেট

জার (ইংরেজি: Czar, বুলগেরীয়: цар, রুশ: царь , ইউক্রেনীয়: цар, ক্রোয়েশীয়: car, সার্বীয়: цар/car), হচ্ছে একটি স্লাভিক শব্দ, যা এসেছে মূলক বুলগেরীয় ভাষা থেকে। এর আদি শব্দ বা উপাধিটি ছিলো সিজার (Cæsar), মধ্যযুগের ইউরোপীয় পরিভাষায় যার অর্থ রাজা বা সম্রাট। এছাড়া রোমান সাম্রাজ্যে রাজার উপাধিও ছিলো সিজার

তথ্যসূত্র

  1. Bartleby.com, The American Heritage Dictionary of the English Language: Fourth Edition. 2000
  2. "Simeon I." Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 12 July 2009, EB.com.

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.