আবু হেনা মোস্তফা কামাল
আবু হেনা মোস্তফা কামাল (জন্ম: ১৩মার্চ, ১৯৩৬ - মৃত্যু: ২৩ সেপ্টেম্বর, ১৯৮৯) বাংলাদেশের একজন বরেণ্য শিক্ষাবিদ, কবি এবং লেখক।
আবু হেনা মোস্তফা কামাল | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৩ সেপ্টেম্বর ১৯৮৯ ৫২)[1] | (বয়স
জাতীয়তা | বাংলাদেশী |
নাগরিকত্ব | বাংলাদেশ ![]() |
পরিচিতির কারণ | শিক্ষাবিদ, কবি ও লেখক |
পুরস্কার | একুশে পদক |
জন্ম
তিনি ততকালিন পাবনা জেলা বর্তমানে সিরাজগঞ্জ নাগরৌহা গ্রামে ১৯৩৬ সালের ১৩ মার্চ জন্মগ্রহণ করেন।
শিক্ষা
তিনি ১৯৫২-তে পাবনা জেলা স্কুল থেকে ম্যাট্রিক ও ১৯৫৪-তে ঢাকা কলেজ থেকে আইএ পাস করেন। ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে ত্রয়োদশ স্থান এবং আইএ পরীক্ষায় প্রথম বিভাগে সপ্তম স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮-তে বাংলায় বিএ অনার্স এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৯-এ বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এ বিশ্ববিদ্যালয় থেকে বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারারি রাইটিং-১৮১৮-১৮৩১ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন।
সাহিত্যকর্ম
আবু হেনা মোস্তফা কামাল বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলা একাডেমীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবন থেকেই আবু হেনা ছিলেন সংস্কৃতিপ্রেমী। নিয়মিত লিখতেন কবিতা আর গান। স্বদেশপ্রেম, মানবপ্রেম, হৃদয়ের অন্তরঙ্গ অনুভূতি, গভীর আবেগ সব মিলিয়ে আধুনিক শিল্প চর্চার এক পরিশিলিত রূপের দেখা মেলে তার কবিতা আর গানে। ‘তুমি যে আমার কবিতা’, ‘অনেক বৃষ্টি ঝরে’, ‘নদীর মাঝি বলে’, ‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা’,‘এই বাংলার হিজল তমালে’র মত অনন্য সৃষ্টি রয়েছে আবু হেনা মোস্তফা কামালের। প্রবন্ধ, সমালোচনা, গবেষণাধর্মী লেখা সাহিত্যের এই ক্ষেত্রেও ভাষা শৈলি, বক্তব্য উপস্থাপন রীতি, রসবোধ ও অনুভূতির বহিঃপ্রকাশে আবু হেনা স্বাতন্ত্র্য।[2]
কাব্য
- আপন যৌবন বৈরী (১৯৭৪)
- যেহেতু জন্মান্ধ (১৯৮৪)
- আক্রান্ত গজল (১৯৮৮)
প্রবন্ধ-গবেষণা
- শিল্পীর রূপান্তর (১৯৭৫)
- দি বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারারি রাইটিং (১৯৭৭)
- কথা ও কবিতা (১৯৮১)
পুরস্কার
- আলাওল পুরস্কার (১৯৭৫)
- সুহৃদ সাহিত্য স্বর্ণপদক (১৯৮৬)
- একুশে পদক (১৯৮৭)
- আবদুল করিম সাহিত্যবিশারদ স্বর্ণপদক (১৯৮৯)
- সাদত আলী আকন্দ স্মৃতি পুরস্কার (১৯৯১)
মৃত্যু
তিনি ১৯৮৯ সালের ২৩শে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন।
ব্যক্তিগত জীবন
আবু হেনা মোস্তফা কামালের পুত্র সুজিত মোস্তফা একজন নজরুল সংগীত শিল্পী, সংগঠক ও গবেষক। [3]
তথ্যসূত্র
- Rahman, Shamsur (২০১২-০৯-২৪)। "স্মৃতির পাতায় প্রিয় শিক্ষক" [The memory of favorite teacher]। Prothom Alo (Bengali ভাষায়)। Dhaka। সংগ্রহের তারিখ ২০১৫-০১-১৯।
- "দৈনিক আজাদী", ২৩ সেপ্টেম্বর ২০১৮ http://www.dainik_ajadi.com.bd/details.php?news=29&action=main&option=all&menu_type=tabloid&pub_no=969&type%5B%5D
- "তখন ছিল আমাদের এক আলমারি সংসার"। বাংলাদেশ প্রতিদিন। ১১ মে, ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ মে, ২০১৯। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য)