নিকোপোলিসের যুদ্ধ

নিকোপোলিসের যুদ্ধ (ইংরেজি ভাষায় Battle of Nicopolis; বুলগেরীয় ভাষায় Битка при Никопол; তুর্কি ভাষায় Niğbolu Savaşı; হাঙ্গেরীয় ভাষায় Nikápolyi Csata; রুমানীয় ভাষায় Bătălia de la Nicopole) ১৩৯৬ সালের ২৫শে সেপ্টেম্বর দানিউব নদীর উপর অবস্থিত বুলগেরীয় শহর নিকোপোলিসে সংঘটিত হয়। এর এক পক্ষে ছিল উসমানীয় সাম্রাজ্য, এবং অন্য পক্ষে ছিল হাঙ্গেরি, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, এবং অন্যান্য ইউরোপের এলাকা থেকে আগত সম্মিলিত 3 লাখেরও বেশি খ্রিস্টান সেনার দল। এটি ছিল মধ্যযুগের সর্বশেষ বড় আকারের ক্রুসেড।

নিকোপোলিস-এর যুদ্ধ
মূল যুদ্ধ: ইউরোপের উসমানীয় যুদ্ধসমূহ
উসমানীয়-হাঙ্গেরীয় যুদ্ধসমূহ

নিকোপোলিস-এর যুদ্ধ
তারিখ২৫শে সেপ্টেম্বর, ১৩৯৬
অবস্থাননিকোপোলিস, বুলগেরিয়া
ফলাফল নিরঙ্কুশ উসমানীয় বিজয়
যুধ্যমান পক্ষ
উসমানীয় সাম্রাজ্য,
সার্বিয়া
হাঙ্গেরি রাজ্য,
পবিত্র রোমান সাম্রাজ্য,
ফ্রান্স,
ওয়ালাকিয়া,
পোল্যান্ড,
ইংল্যান্ড,
স্কটল্যান্ড রাজ্য,
দ্বিতীয় বুলগেরীয় সাম্রাজ্য,
পুরাতন সুইস যুক্তরাষ্ট্র,
টেউটোনীয় নাইটবর্গ,
ভেনিস প্রজাতন্ত্র,
জেনোয়া প্রজাতন্ত্র,
সেন্ট জনের নাইটবর্গ
সেনাধিপতি
প্রথম বায়জিদ,
স্টেফান লাজারেভিচ
Sigismund of Hungary,
Jean Le Maingre #,
John of Nevers #,
Enguerrand VII de Coucy #,
Jean de Vienne †,
Jean de Carrouges †,
Mircea the Elder
শক্তি
~ 20-25,000;[1] possibly up to 60,000 according to numerous sources including the 15th century Ottoman historian Şükrullah who gives the figure of the Ottoman army as 60,000 in his Behçetu't-Tevârih,[2] roughly half of the Crusader army[3]
Other: 5,000 Serbian heavy cavalry
~ 6-8,000 Hungarians,[1][4]
~ 10,000 French, English and Burgundian[5] troops,
~ 10,000 Wallachians,[6]
~ 6,000 Germans[6] and nearly 15,000[6] Dutch, Bohemian, Spanish, Italian, Polish, Bulgarian, Scottish and Swiss troops on the land, with the naval support of Venice, Genoa and the Knights of St. John; about 47,000 - 49,000 in total; possibly up to 120,000 or 130,000 according to numerous sources, including the 15th century Ottoman historian Şükrullah who gives the figure of the Crusader army as 130,000 in his Behçetu't-Tevârih[2][3]
হতাহত ও ক্ষয়ক্ষতি
Heavy casualties, especially during the initial phase of the battle Most of the Crusader army was destroyed, the remainder was pushed back to the Danube, with a small portion, including Sigismund, being able to escape[7]
~ 3,000[8] to ~ 10,000[6] prisoners were executed after the battle in retaliation for the Rahovo massacre of the Ottoman prisoners by the French forces

এই যুদ্ধ সংঘটিত হয় চতুর্দশ শতাব্দীর একেবারে শেষের দিকে। হাঙ্গেরির সিংহাসনে সিগিসমুন্ড বসলে তিনি তৎকালীন তুরস্কের উসমানীয় বা অটোমান সুলতান বায়েজিদের অধীনে থাকা বুলগেরিয়া আক্রমণ করে দানিয়ুব নদীর অববাহিকায় অবস্থিত নিকোপোলিস নামক শহর দখল করে নেন। এই সংবাদে সুলতান বায়েজিদ একটি শক্তিশালী ওসমানীয় বাহিনী তার বিরুদ্ধে পাঠালে সিগিসমুন্ড তাদের শক্তি বুঝে যুদ্ধ এড়িয়ে গিয়ে তখনকার মতো পশ্চাদপসরণ করেন। এরপর ওসমানীয় বাহিনীর বিরুদ্ধে তিনি অপরাপর ইউরোপীয় রাজাদের কাছে সাহায্য চাইলে পোপ নবম বেনিফেস এগিয়ে আসেন। তার ডাকে সাড়া দেয় ফ্রান্স,ইংল্যান্ড,লোম্বার্ডি,স্যাভয়,ব্যাভারিয়া,জার্মানি,হাঙ্গেরি,ওয়ালশিয়া,বোহেমিয়া,অস্ট্রিয়া। তারা সম্মিলিত ভাবে উসমানীয়দের বিরুদ্ধে নিকোপোলিসে সমবেত হয়। ধর্ম যোদ্ধারা কোন প্রকার পুর্ব পরিকল্পনা ছাড়াই উসমানীয়দের আক্রমণ করে। মাত্র তিন ঘন্টার যুদ্ধে সম্মিলিত বাহিনী বায়েজিদের কাছে পরাজিত হয়। সিগিসমুন্ড দানিয়ুব নদী পাড়ি দিয়ে হাঙ্গেরিতে চলে আসেন।
এছাড়াও এই যুদ্ধে বিভিন্ন দেশের খ্রিস্টান 60 জন শাহজাদা বন্দি হয়ে ও সুলতান তাদেরকে পরে মুক্ত করে দেন যাতে পরবর্তীতে আবার প্রস্তুতি নিয়ে যুদ্ধ করতে। এটি ছিল মুসলমানদের বিরুদ্ধে ইউরোপীয় খ্রিস্টানদের সম্মিলিত সর্বশেষ ক্রুসেড।

তথ্যসূত্র

  1. Grant, R G. Battle a Visual Journey Through 5000 Years of Combat. London: Dorling Kindersley, 2005
  2. The Ottomans: Battle of Nicopolis (Turkish)
  3. "Türk Tarihi: Battle of Nicopolis (Turkish)"। ১৩ নভেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০০৮
  4. Madden, Thomas F. Crusades the Illustrated History. 1st ed. Ann Arbor: University of Michigan P, 2005
  5. Madden, Thomas F. Crusades the Illustrated History. 1st ed. Ann Arbor: University of Michigan P, 2005
  6. I Turchi e l'Europa: Dalla battaglia di Manzikert alla caduta di Costantinopoli
  7. Encyclopædia Britannica: Battle of Nicopolis
  8. Grant, R G. Battle a Visual Journey Through 5000 Years of Combat. London: Dorling Kindersley, 2005 pg 122
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.