নবম ক্রুসেড

নবম ক্রুসেড-কে অনেক সময় অষ্টম ক্রুসেডের সাথে একত্রে বর্ণনা করা হয়। এটিকে পবিত্র ভূমি দখলের উদ্দেশ্যে মধ্যযুগে সংঘটিত শেষ ক্রুসেড হিসেবে গণ্য করা হয়। এটি ১২৭১-১২৭২ সালে সংঘটিত হয়েছিল।

Ninth Crusade
মূল যুদ্ধ: the Crusades

Operations during the Ninth Crusade.
তারিখ1271-1272
অবস্থানNear East
ফলাফল Decisive Mamluk Muslim victory.
End of Crusades in the Middle East.
Beginning of the end for Crusader States in the Levant.
অধিকৃত
এলাকার
পরিবর্তন
Mamluks control the Holy Land.
যুধ্যমান পক্ষ

Crusaders and Mongols

  • Anjou
  • Kingdom of Cyprus
    • Jerusalem
  • Principality of Antioch
    • Tripoli
  • Kingdom of England
  • Ilkhanate
    • Armenia

Mamluks

  • Bahris
সেনাধিপতি
Charles I
Hugh III of Cyprus
Prince Edward
Bohemond VI
Abaqa Khan
Leo II
Baibars
শক্তি
60,000[1] Unknown
হতাহত ও ক্ষয়ক্ষতি
Heavy Low

ফ্রান্সের ৯ম লুই ৮ম ক্রুসেডের সময় তিউনিস দখলে ব্যর্থ হলে ইংল্যান্ডের রাজা ১ম এডওয়ার্ড ইসরায়েলের আকো বন্দরের দিকে যাত্রা করেন। কিন্তু ততদিনে ইউরোপের ক্রুসেডের জোয়ার ছিলে শেষের দিকে। আর মিশরের মামলুক রাজবংশও ছিল বেশ শক্তিশালী। ফলে এডওয়ার্ডের এই ক্রুসেড ব্যর্থ হয়। এই ব্যর্থতার পরপরই ভূমধ্যসাগরের উপকূলে ক্রুসেডারদের বাকী ঘাঁটীগুলিরও একে একে পতন ঘটে।

  1. The Gospel in All Lands By Methodist Episcopal Church Missionary Society, Missionary Society, Methodist Episcopal Church, pg. 262
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.