জলপাইগুড়ি জেলা

জলপাইগুড়ি জেলা (উচ্চারণ: ˌʤælpaɪˈgʊəri) (বাংলা: জলপাইগুড়ি জেলা) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ভাগে অবস্থিত। জেলাটির পূর্বে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা,পশ্চিমে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলা, উত্তরে ভুটান রাষ্ট্র এবং দক্ষিণে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলা এবং বাংলাদেশ-এর পঞ্চগড় জেলা অবস্থিত । জেলাটির সীমানা ২৬° ১৫' ৪৭" থেকে ২৬° ৫৯' ৩৪" উত্তর অক্ষাংশ এবং ৮৮° ২৩' ০২" থেকে ৮৯° ০৭' ৩০" পূর্ব দ্রাঘিমাংশতে অবস্থিত। এই জেলার সদর হল জলপাইগুড়ি

জলপাইগুড়ি জেলা
জলপাইগুড়ি জেলা
পশ্চিমবঙ্গের জেলা
পশ্চিমবঙ্গে জলপাইগুড়ির অবস্থান
দেশভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
প্রশাসনিক বিভাগজলপাইগুড়ি
সদরদপ্তরজলপাইগুড়ি
তহশিল
সরকার
  লোকসভা কেন্দ্রজলপাইগুড়ি
  বিধানসভা আসননাগরাকাটা, ধুপগুড়ি, মেখলিগঞ্জ, ময়নাগুড়ি, মাল, ডাবগ্রাম-ফুলবাড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ
আয়তন
  মোট৩৩৮৬ কিমি (১৩০৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২৩,৮১,৫৯৬
  জনঘনত্ব৭০০/কিমি (১৮০০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
  সাক্ষরতা৭৩.২৫ শতাংশ
  লিঙ্গানুপাত৯৫৬
প্রধান মহাসড়ক৩১ নং , ৩১এ , ৩১সি , ৩১ডি নং জাতীয় সড়ক
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

ইতিহাস

ইতিহাস অনুযায়ী এই জেলার নাম জল্পেশ্বর থেকে এসেছে যেটা শিব ঠাকুরের আরেক নাম,কিন্তু কেউ কেউ বলে এই স্থানে আগে নাকি জলপাই এর গাছ প্রচুর মাত্রায় ছিল,যাহার জন্য এই জায়গার নাম জলপাইগুড়ি। পূর্বে এই স্থানটি কোচ-রাজবংশীদের এক ভাগ ছিল যাহার নাম ছিল কামতাপুর।১৮৬৯ সালে এই জেলাটির স্থাপন করা হয়।

নদনদী

  • জলঢাকা নদী
  • ডায়না নদী
  • ঘাটিয়া নদী
  • কুজি ডায়না নদী
  • চুনপাতাং নদী
  • কুর্তি নদী
  • সুখানি নদী
  • জুরান্তি নদী
  • মিংলাম নদী
  • কুমলাই নদী
  • খুলনাল নদী
  • লিস নদী
  • ঘিস নদী
  • চেল নদী
  • দোদোমারি নদী
  • করলা নদী
  • করতোয়া নদী
  • শাওঁ নদী
  • জোড়াপানি নদী
  • তিস্তা নদী
  • মাল নদী
  • জেতি নদী
  • ধরলা নদী
  • সুরসুতি নদী
  • ফুলেশ্বরী নদী
  • চাওয়াই নদী
  • পাঙ্গা নদী
  • কুড়ুম নদী
  • ডুডুয়া নদী
  • মুজনাই নদী
  • মানসাই নদী
  • সুটুঙ্গা নদী
  • ঘোড়ামারা নদী
  • চামূর্চি নদী
  • আঙরাভাষা নদী
  • গরাতি নদী
  • ইংডং নদী
  • গোলুন্দি নদী
  • রাঙামাটি নদী

ভাষা

জলপাইগুড়ি জেলার ভাষা- ২০১১ [1].[2]

  নেপালী (৪.৮৭%)
  ওরাওঁ (১.৩৬%)
  সাঁওতালি (০.৬৩%)
  বাংলা (৭১.৭৫%)
  হিন্দী (৬.১৩%)
  সাদরি (১২.৮১%)
  অন্যান্য (২.৪৫%)

প্রশাসনিক বিভাগ

জেলাটির একটি মাত্র পৌরনিগমটি হল শিলিগুড়ি (আংশিক)৷

জেলাটির তিনটি পৌরসভা হলো যথাক্রমে -

জেলাটির পনেরোটি জনগণনা নগর হলো -

আরও দেখুন

  1. http://www.censusindia.gov.in/2011census/C-16.html
  2. "DISTRIBUTION OF THE 22 SCHEDULED LANGUAGES-INDIA/STATES/UNION TERRITORIES - 2011 CENSUS" (PDF)। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৬
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.