ময়নাগুড়ি
ময়নাগুড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার একটি শহর।
ময়নাগুড়ি ময়নাগুড়ি | |
---|---|
city | |
স্থানাঙ্ক: ২৬.৫৭° উত্তর ৮৮.৮২° পূর্ব | |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | জলপাইগুড়ি |
সরকার | |
• বিধায়ক | অনন্ত দেব অধিকারী(সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২৭,০৮৬ |
ভৌগোলিক উপাত্ত
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৬.৫৭° উত্তর ৮৮.৮২° পূর্ব।[1] সমূদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ৮৪ মিটার (২৭৫ ফুট)।
জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে ময়নাগুড়ি শহরের জনসংখ্যা হল ২৭,০৮৬ জন।[2] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।
এখানে সাক্ষরতার হার ৭৫%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮০% এবং নারীদের মধ্যে এই হার ৭০%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ময়নাগুড়ি এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।
পরিবহন
রেলপথে
ময়নাগুড়ি মূলত রেলপথে অন্য বড় শহরের সাথে যুক্ত। দুটি রেলওয়ে স্টেশন রয়েছে এর নিকটবর্তী। একটি নিউ ময়নাগুড়ি ও অন্যটি ময়নাগুড়ি রোড। নিউ ময়নাগুড়ি স্টেশন জলপাইগুড়ি থেকে কোচবিহার ভায়া ফালাকাটা রুটে এবং ময়নাগুড়ি রোড স্টেশন জলপাইগুড়ি থেকে কোচবিহার ভায়া চ্যাংড়াবান্ধা , মাথাভাঙ্গা রুটে অবস্থিত। বেশিরভাগ ট্রেন নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশন হয়ে চলাচল করে।
দর্শনীয় স্থান
- জল্পেশ মন্দির
- জটিলেশ্বর মন্দির
তথ্যসূত্র
- "Mainaguri"। Falling Rain Genomics, Inc (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ১৫, ২০০৬।
- "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ অক্টোবর ১৫, ২০০৬।