জনগণনা নগর
ভারতে একটি সেন্সাস টাউন হল এমন একটি শহর, যেখানে:
- কমপক্ষে ৫,০০০ জনের একটি বসতি থাকবে।
- অন্তত ৭৫% পুরুষ অধিবাসীকে অকৃষিকাজে নিয়োজিত থাকতে হবে।
- প্রতি বর্গকিলোমিটারে জনঘনত্ব হতে হবে অন্তত ৪০০ জন।
আয়ারল্যান্ডে একটি সেন্সাস টাউন হল:
“ | পঞ্চাশ বা ততোধিক আবাসস্থলের সমষ্টি। এর কোনো আইনি সীমানা নেই। এখানে ৮০০ মিটারের মধ্যে রাস্তার দুপাশে ৩০টি বা রাস্তার একপাশে ২০টি স-বাসিন্দা বাড়ি থাকবে। | ” |
— - সেন্ট্রাল স্ট্যাটিস্টিকস অফিস |
টীকা
- Census of India, 2001"Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.