রনি তালুকদার

রনি তালুকদার (জন্ম: ২৯ মে, ১৯৮৯) নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণকারী বাংলাদেশের একজন ক্রিকেটার। তিনি একজন ব্যাটসম্যান ও পার্টটাইম উইকেটকিপার যিনি ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলে থাকেন।

রনি তালুকদার
ব্যক্তিগত তথ্য
জন্ম (1990-10-10) ১০ অক্টোবর ১৯৯০
নারায়নগঞ্জ, বাংলাদেশ
উচ্চতা ফুট ৬ ইঞ্চি (১.৬৮ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি স্লো মিডিয়াম
সম্পর্কমনোরঞ্জন তালুকদার (বাবা)
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৮-০৯বরিশাল বিভাগ
২০০৯-১০ – বর্তমানঢাকা বিভাগ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি লিস্ট এ টি২০
ম্যাচ সংখ্যা ৪২ ৪৭
রানের সংখ্যা ২৫১৬ ১৩৪৭ ২০৫
ব্যাটিং গড় ৩৭.০০ ২৯.৯৩ ২২.৭৭
১০০/৫০ ৬/৮ ২/৫ ০/০
সর্বোচ্চ রান ২২৭ ১৩২* ৪৩
বল করেছে ৭৮২ ২৫২
উইকেট ১২
বোলিং গড় ৩০.৮৩ ৩০.৬০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a n/a
সেরা বোলিং ৩/১১ ৩/২৬
ক্যাচ/স্ট্যাম্পিং ৪৪/– ২১/– ০/–
উৎস: Cricinfo, 12 February 2015

ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিককালে যে কজন নিয়মিত পারফরম করে যাচ্ছিলেন রনি তাদের একজন। তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ২০০৮ এ বাংলাদেশ দলের স্কোয়াডে ছিলেন। এছাড়া তিন প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে নিয়মিতই পারফরম করেছেন তিনি। দুটো অপরাজিত সেঞ্চুরি নিয়ে প্রিমিয়ার লীগে তার মোট রান ছিল ৭১৪। জাতীয় ক্রিকেট লিগে করেছিলেন একটি ডাবল সেঞ্চুরি (২২৭) আর একটি বড় শতক (১৬৩)।[1] ২০১৫ সালের পাকিস্তানের সাথে একদিনের ক্রিকেট তাকে আবার দলে নেওয়া হয় ।[2]

তথ্যসূত্র

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.