ঢাকা প্লাটুন
ঢাকা প্লাটুন হল একটি ফ্রাঞ্চাইজ ক্রিকেট দল যা টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ প্রিমিয়ার লীগ-এ বাংলাদেশের ঢাকাকে উপস্থাপন করে। ২০১৫-এর প্রতিযোগিতার পর প্লাটুন বিপিএল-এর সপ্তম সদস্য দল হিসাবে আত্মপ্রকাশ করে, এবং অনুমান করা হয় যে ২০১৯ এর সংস্করণে অংশগ্রহণ করবে। দলটি শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরকে তাদের সদরদপ্তর হিসাবে ব্যবহার করে। যেখানে প্রথম-শ্রেণীর ক্রিকেটের সাথে সম্পৃক্ত ঢাকা বিভাগ ক্রিকেট দল, ঢাকা মেট্রোপুলিশ ক্রিকেট দল সহ তিনটি দল খেলে থাকে।
![]() | ||
লীগ | বাংলাদেশ প্রিমিয়ার লীগ | |
---|---|---|
কর্মীবৃন্দ | ||
অধিনায়ক | ![]() | |
কোচ | ![]() | |
মালিক | বাংলাদেশ ক্রিকেট বোর্ড (২০১৯-২০) | |
দলীয় তথ্য | ||
শহর | ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ | |
রঙ | ![]() | |
প্রতিষ্ঠাকাল | ২০১২ (ঢাকা গ্ল্যাডিয়েটর) হিসাবে; ২০১৫ (ঢাকা ডায়নামাইটস) হিসাবে;২০১৯ (ঢাকা প্লাটুন) হিসাবে | |
স্বাগতিক ভেন্যু | শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা | |
ধারণক্ষমতা | ২৬,০০০ | |
ইতিহাস | ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগ জয় | ৩ (১ম, ২য়, ৪র্থ) | |
| ||
দলটি মূলত ২০১২ সালে বিপিএলের উদ্বোধনী মৌসুমের সময় ঢাকা গ্ল্যাডিয়েটরস নামে প্রতিষ্ঠা করা হয় এবং দলটি ২০১২ ও ২০১৩ মৌসুমের শিরোপা অর্জন করে।[1] গ্ল্যাডিয়েটরস হচ্ছে একমাত্র দল যা ২০১৩ সালে বিপিএল ২য় আসরের পর বিলুপ্ত করা হয়। ফ্রাঞ্চাইজ বিক্রি করা হয় বাংলাদেশী টেক্সটাইল কোম্পানী বেক্সিমকো গ্রুপের কাছে এবং ঢাকা ডায়নামাইটস হিসাবে দলটিকে পুনর্গঠন করা হয়।[2]
২০১৫ বিপিএল আসরে, প্লাটুনের কোচের দায়িত্বে ছিলেন, সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার মিকি আর্থার, অধিনায়কের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা[3] বাংলাদেশী খেলোয়াড় নাসির হোসেন দলের "আইকন" খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন।[4][5]
১৬ নভেম্বর ২০১৯, যমুনা ব্যাংক-এর অর্থায়নে ঢাকা প্লাটুন হিসাবে দলটির পুনঃনামকরণ করা হয়।[6]

ক্রিকেট গ্রাউন্ড
ঢাকা ডায়নামাইটস-এর হোম গ্রাউন্ড হল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামটি ঢাকার মিরপুরে অবস্থিত। ২০০৬ সালে তৈরি এই ক্রিকেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৩৬ হাজার।[7] প্রথমে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছিল মিরপুর স্টেডিয়াম, পরবর্তীতে বাংলাদেশ সরকার নাম পরিবর্তন করে রাখে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম।
রেকর্ড
সাল | বাংলাদেশ প্রিমিয়ার লীগ |
---|---|
২০১২ | চ্যাম্পিয়ন |
২০১৩ | চ্যাম্পিয়ন |
২০১৫ | প্লে-অফ |
২০১৬ | চ্যাম্পিয়ন |
২০১৭ | রানার-আপ |
২০১৯ | রানার-আপ |
২০১৯-২০ | - |
বিজ্ঞাপনী উদ্যোগ
সাল | পোশাক প্রস্তুতকারক | শার্ট স্পন্সর (বুক) | শার্ট স্পন্সর (পিঠ) | বুকে প্রদর্শিত প্রতিষ্ঠান |
---|---|---|---|---|
২০১৫ | ইয়েলো | ন্যাশনাল ব্যাংক লিমিটেড | এস.এস. স্টিল লিমিটেড | কনফিডেন্স গ্রুপ |
২০১৬ | বেক্সিমকো | ন্যাশনাল ব্যাংক লিমিটেড | ||
২০১৭ | ন্যাশনাল ব্যাংক লিমিটেড | কনফিডেন্স গ্রুপ | লাইফবয় | |
২০১৮ |
বর্তমান দল
- যেসব খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাদের গাঢ় করে দেখানো হয়েছে।
- * রঙের অর্থ সেই খেলোয়াড় দলে নির্বাচনের জন্য বর্তমানে অনুপলব্ধ।
- * রঙের অর্থ সেই খেলোয়াড় পুরো মৌসুমের জন্য দলে নির্বাচনের জন্য অনুপলব্ধ।
নং. | নাম | জাতীয়তা | জন্ম তারিখ | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | চুক্তি স্বাক্ষরের বছর | টীকা | |
---|---|---|---|---|---|---|---|---|
ব্যাটসম্যান | ||||||||
২৮ | তামিম ইকবাল | ![]() | ২০ মার্চ ১৯৮৯ | বাম-হাতি | — | ২০১৯ | ||
68 | মমিনুল হক | ![]() | ২৯ সেপ্টেম্বর ১৯৯১ | বাম-হাতি | স্লো বাম-হাত অর্থোডক্স | ২০১৯ | ||
২৯ | রকিবুল হাসান | ![]() | ৮ অক্টোবর ১৯৮৭ | ডান-হাতি | ডান হাতি লেগ ব্রেক | ২০১৯ | ||
৪৫ | আসিফ আলী | ![]() | ১ অক্টোবর ১৯৯১ | ডান-হাতি | ডান-হাতি অফ ব্রেক | ২০১৯ | বিদেশী | |
৩২ | লরি ইভান্স | ![]() | ১২ অক্টোবর ১৯৮৭ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম-ফাস্ট | ২০১৯ | বিদেশী | |
অল-রাউন্ডার | ||||||||
৫৫ | মাহেদী হাসান | ![]() | ১২ ডিসেম্বর ১৯৯৪ | ডান-হাতি | ডান-হাতি অফ ব্রেক | ২০১৯ | ||
৫১ | শুভাগত হোম | ![]() | ১১ নভেম্বর ১৯৮৬ | ডান-হাতি | ডান-হাতি অফ ব্রেক | ২০১৮ | ||
৭১ | আরিফুল হক | ![]() | ১৮ নভেম্বর ১৯৯২ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম-ফাস্ট | ২০১৯ | ||
১ | থিসারা পেরেরা | ![]() | ৩ এপ্রিল ১৯৮৯ | বাম-হাতি | ডান-হাতি মিডিয়াম | ২০১৯ | বিদেশী | |
১০ | শহীদ আফ্রিদি | ![]() | ১ ফেব্রুয়ারি ১৯৮০ | ডান-হাতি | ডান-হাতি লেগ ব্রেক | ২০১৯ | বিদেশী | |
৪৯ | শাদাব খান | ![]() | ৪ অক্টোবর ১৯৯৮ | ডান-হাতি | ডান-হাতি লেগ ব্রেক | ২০১৯ | বিদেশী | |
২১ | লুইস রাইস | ![]() | ৪ আগস্ট ১৯৯০ | বাম-হাতি | বাম হাতি মিডিয়াম | ২০১৯ | বিদেশী | |
উইকেট-রক্ষক | ||||||||
৬৬ | এনামুল হক | ![]() | ১৬ ডিসেম্বর ১৯৯০ | ডান-হাতি | — | ২০১৯ | ||
৪৪ | জাকের আলী | ![]() | ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ | ডান-হাতি | — | ২০১৯ | ||
বোলার | ||||||||
২ | মাশরাফি মর্তুজা | ![]() | ৫ অক্টোবর ১৯৮৩ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম-ফাস্ট | ২০১৯ | Captain | |
২৫ | মোহাম্মাদ শহীদ | ![]() | ১ নভেম্বর ১৯৮৮ | ডান-হাতি | ডান-হাতি মিডিয়াম-ফাস্ট | ২০১৯ | ||
৪৭ | ওয়াহাব রিয়াজ | ![]() | ২৮ জুন ১৯৮৫ | ডান-হাতি | বাম-হাতি ফাস্ট | ২০১৯ | বিদেশী | |
২৭ | হাসান মাহমুদ | ![]() | ১২ অক্টোবর ১৯৯৯ | ডান-হাতি | ডান হাতি মিডিয়াম | ২০১৯ | ||
৮৬ | সালাউদ্দিন সাকিল | ![]() | ৭ জুলাই ১৯৮৯ | বাম-হাতি | বাম হাতি মিডিয়াম | ২০১৯ |
কর্মকর্তা ও সহায়ক কর্মী
- প্রধান কোচ –
মোহাম্মদ সালাহউদ্দিন - বোলিং কোচ –
সৈয়দ রাসেল - দল পরিচালক –
গাজী গোলাম মর্তুজা - দলের স্পন্সর — যমুনা ব্যাংক লিমিটেড
তথ্যসূত্র
- Ethirajan, Anbarasan (২০১২-০২-২৯)। "Dhaka Gladiators triumph in BPL" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৩।
- "ঢাকা গ্ল্যাডিয়েটরস হচ্ছে "ঢাকা ডায়নামাইটস""। somoynews.tv। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৩।
- "Icon cricketers find home"। bdcricteam.com। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৫।
- "Dhaka Dynamites have strong Bowling lineup"। onews24। ২৪ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৫।
- "Rangpur get Shakib for 3rd BPL"। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৫।
- "7 teams announced for Bangabandhu BPL"। daily Bangladesh। ১৬ নভেম্বর ২০১৯।
- Football stadiums of the world – Stadiums in Bangladesh