ঢাকা প্লাটুন

ঢাকা প্লাটুন হল একটি ফ্রাঞ্চাইজ ক্রিকেট দল যা টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ প্রিমিয়ার লীগ-এ বাংলাদেশের ঢাকাকে উপস্থাপন করে। ২০১৫-এর প্রতিযোগিতার পর প্লাটুন বিপিএল-এর সপ্তম সদস্য দল হিসাবে আত্মপ্রকাশ করে, এবং অনুমান করা হয় যে ২০১৯ এর সংস্করণে অংশগ্রহণ করবে। দলটি শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরকে তাদের সদরদপ্তর হিসাবে ব্যবহার করে। যেখানে প্রথম-শ্রেণীর ক্রিকেটের সাথে সম্পৃক্ত ঢাকা বিভাগ ক্রিকেট দল, ঢাকা মেট্রোপুলিশ ক্রিকেট দল সহ তিনটি দল খেলে থাকে।

ঢাকা প্লাটুন
লীগবাংলাদেশ প্রিমিয়ার লীগ
কর্মীবৃন্দ
অধিনায়ক মাশরাফি মর্তুজা
কোচ মোহাম্মদ সালাহউদ্দিন
মালিকবাংলাদেশ ক্রিকেট বোর্ড (২০১৯-২০)
দলীয় তথ্য
শহরঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ
রঙ
প্রতিষ্ঠাকাল২০১২ (ঢাকা গ্ল্যাডিয়েটর) হিসাবে; ২০১৫ (ঢাকা ডায়নামাইটস) হিসাবে;২০১৯ (ঢাকা প্লাটুন) হিসাবে
স্বাগতিক ভেন্যুশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা
ধারণক্ষমতা২৬,০০০
ইতিহাস
বাংলাদেশ প্রিমিয়ার লীগ জয় (১ম, ২য়, ৪র্থ)

টি২০আই কিট

দলটি মূলত ২০১২ সালে বিপিএলের উদ্বোধনী মৌসুমের সময় ঢাকা গ্ল্যাডিয়েটরস নামে প্রতিষ্ঠা করা হয় এবং দলটি ২০১২২০১৩ মৌসুমের শিরোপা অর্জন করে।[1] গ্ল্যাডিয়েটরস হচ্ছে একমাত্র দল যা ২০১৩ সালে বিপিএল ২য় আসরের পর বিলুপ্ত করা হয়। ফ্রাঞ্চাইজ বিক্রি করা হয় বাংলাদেশী টেক্সটাইল কোম্পানী বেক্সিমকো গ্রুপের কাছে এবং ঢাকা ডায়নামাইটস হিসাবে দলটিকে পুনর্গঠন করা হয়।[2]

২০১৫ বিপিএল আসরে, প্লাটুনের কোচের দায়িত্বে ছিলেন, সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার মিকি আর্থার, অধিনায়কের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা[3] বাংলাদেশী খেলোয়াড় নাসির হোসেন দলের "আইকন" খেলোয়াড় হিসাবে নির্বাচিত হন।[4][5]

১৬ নভেম্বর ২০১৯, যমুনা ব্যাংক-এর অর্থায়নে ঢাকা প্লাটুন হিসাবে দলটির পুনঃনামকরণ করা হয়।[6]

ঢাকা ডায়নামাইটসের পূর্বের লোগো

ক্রিকেট গ্রাউন্ড

ঢাকা ডায়নামাইটস-এর হোম গ্রাউন্ড হল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামটি ঢাকার মিরপুরে অবস্থিত। ২০০৬ সালে তৈরি এই ক্রিকেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৩৬ হাজার।[7] প্রথমে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছিল মিরপুর স্টেডিয়াম, পরবর্তীতে বাংলাদেশ সরকার নাম পরিবর্তন করে রাখে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম।

রেকর্ড

সাল বাংলাদেশ প্রিমিয়ার লীগ
২০১২ চ্যাম্পিয়ন
২০১৩ চ্যাম্পিয়ন
২০১৫ প্লে-অফ
২০১৬ চ্যাম্পিয়ন
২০১৭ রানার-আপ
২০১৯ রানার-আপ
২০১৯-২০ -

বিজ্ঞাপনী উদ্যোগ

সাল পোশাক প্রস্তুতকারক শার্ট স্পন্সর (বুক) শার্ট স্পন্সর (পিঠ) বুকে প্রদর্শিত প্রতিষ্ঠান
২০১৫ ইয়েলো ন্যাশনাল ব্যাংক লিমিটেড এস.এস. স্টিল লিমিটেড কনফিডেন্স গ্রুপ
২০১৬ বেক্সিমকো ন্যাশনাল ব্যাংক লিমিটেড
২০১৭ ন্যাশনাল ব্যাংক লিমিটেড কনফিডেন্স গ্রুপ লাইফবয়
২০১৮

বর্তমান দল

  • যেসব খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাদের গাঢ় করে দেখানো হয়েছে।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় দলে নির্বাচনের জন্য বর্তমানে অনুপলব্ধ।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় পুরো মৌসুমের জন্য দলে নির্বাচনের জন্য অনুপলব্ধ।
নং. নাম জাতীয়তা জন্ম তারিখ ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন চুক্তি স্বাক্ষরের বছর টীকা
ব্যাটসম্যান
২৮তামিম ইকবাল (1989-03-20) ২০ মার্চ ১৯৮৯বাম-হাতি২০১৯
68মমিনুল হক (1991-09-29) ২৯ সেপ্টেম্বর ১৯৯১বাম-হাতিস্লো বাম-হাত অর্থোডক্স২০১৯
২৯রকিবুল হাসান (1987-10-08) ৮ অক্টোবর ১৯৮৭ডান-হাতিডান হাতি লেগ ব্রেক২০১৯
৪৫আসিফ আলী (1991-10-01) ১ অক্টোবর ১৯৯১ডান-হাতিডান-হাতি অফ ব্রেক২০১৯বিদেশী
৩২লরি ইভান্স (1987-10-12) ১২ অক্টোবর ১৯৮৭ডান-হাতিডান-হাতি মিডিয়াম-ফাস্ট২০১৯বিদেশী
অল-রাউন্ডার
৫৫মাহেদী হাসান (1994-12-12) ১২ ডিসেম্বর ১৯৯৪ডান-হাতিডান-হাতি অফ ব্রেক২০১৯
৫১শুভাগত হোম (1986-11-11) ১১ নভেম্বর ১৯৮৬ডান-হাতিডান-হাতি অফ ব্রেক২০১৮
৭১আরিফুল হক (1992-11-18) ১৮ নভেম্বর ১৯৯২ডান-হাতিডান-হাতি মিডিয়াম-ফাস্ট২০১৯
থিসারা পেরেরা (1989-04-03) ৩ এপ্রিল ১৯৮৯বাম-হাতিডান-হাতি মিডিয়াম২০১৯বিদেশী
১০শহীদ আফ্রিদি (1980-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৮০ডান-হাতিডান-হাতি লেগ ব্রেক২০১৯বিদেশী
৪৯শাদাব খান (1998-10-04) ৪ অক্টোবর ১৯৯৮ডান-হাতিডান-হাতি লেগ ব্রেক২০১৯বিদেশী
২১লুইস রাইস (1990-08-04) ৪ আগস্ট ১৯৯০বাম-হাতিবাম হাতি মিডিয়াম২০১৯বিদেশী
উইকেট-রক্ষক
৬৬এনামুল হক (1990-12-16) ১৬ ডিসেম্বর ১৯৯০ডান-হাতি২০১৯
৪৪জাকের আলী (1998-02-22) ২২ ফেব্রুয়ারি ১৯৯৮ডান-হাতি২০১৯
বোলার
মাশরাফি মর্তুজা (1983-10-05) ৫ অক্টোবর ১৯৮৩ডান-হাতিডান-হাতি মিডিয়াম-ফাস্ট২০১৯Captain
২৫মোহাম্মাদ শহীদ (1988-11-01) ১ নভেম্বর ১৯৮৮ডান-হাতিডান-হাতি মিডিয়াম-ফাস্ট২০১৯
৪৭ওয়াহাব রিয়াজ (1985-06-28) ২৮ জুন ১৯৮৫ডান-হাতিবাম-হাতি ফাস্ট২০১৯বিদেশী
২৭হাসান মাহমুদ (1999-10-12) ১২ অক্টোবর ১৯৯৯ডান-হাতিডান হাতি মিডিয়াম২০১৯
৮৬সালাউদ্দিন সাকিল (1989-07-07) ৭ জুলাই ১৯৮৯বাম-হাতিবাম হাতি মিডিয়াম২০১৯

কর্মকর্তা ও সহায়ক কর্মী

আরও দেখুন

তথ্যসূত্র

  1. Ethirajan, Anbarasan (২০১২-০২-২৯)। "Dhaka Gladiators triumph in BPL" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৩
  2. "ঢাকা গ্ল্যাডিয়েটরস হচ্ছে "ঢাকা ডায়নামাইটস""somoynews.tv। সংগ্রহের তারিখ ২০১৯-১২-০৩
  3. "Icon cricketers find home"bdcricteam.com। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৫
  4. "Dhaka Dynamites have strong Bowling lineup"onews24। ২৪ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৫
  5. "Rangpur get Shakib for 3rd BPL"। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০১৫
  6. "7 teams announced for Bangabandhu BPL"daily Bangladesh। ১৬ নভেম্বর ২০১৯।
  7. Football stadiums of the world – Stadiums in Bangladesh
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.