চিটাগং কিংস

চিটাগং কিংস বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলা চট্টগ্রাম বিভাগের পূর্বতন ফ্রাঞ্চাইজি ক্রিকেট দল। দলটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। বিপিএলের প্রথমে আসরে এই দলের অধিনায়ক ছিলেন মিসবাহ উল হক এবং কোচ ছিলেন নুরুল আবেদিন। দ্বিতীয় মৌসুমে অধিনায়ক হন মাহমুদুল্লাহ। প্রথম দুই আসরে খেলার পর দলটি বিলুপ্ত হয়ে যায়। তৃতীয় মৌসুমে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের পরিচালনায় ডিবিএল গ্রুপ ২০১৫ সালে চিটাগাং ভাইকিংস নামে চট্টগ্রামের ফ্রাঞ্চাইজিটিকে কিনে নেয়।[1]

চিটাগং কিংস
বিভাগ চট্টগ্রাম
প্রতিষ্ঠিত ২০১২
মালিক এসকিউ স্পোর্টস
রঙ
অধিনায়ক মিসবাহ উল হক
প্রধান কোচ নুরুল আবেদিন
অফিসিয়াল ওয়েবসাইট http://www.chittagongkings.com

ইতিহাস

চিটাগং কিংস প্রথম দুটি মৌসুমে অংশ নেয়। দলটির মালিক হিল এসকিউ স্পোর্টস। দ্বিতীয় মৌসুমের পর এসকিউ স্পোর্টসের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের ও খেলোয়াড়দের বিলম্ব করে বেতন দেয়ার অভিযোগ আনা হয়। পরে এসকিউ স্পোর্টসকে সকল প্রকার ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নেওয়াসহ নিষিদ্ধ করা হয়। একই সাথে দলটিকে বিলুপ্ত করা হয়।

দলটি বিলুপ্ত হয়ে যাবার পর তৃতীয় মৌসুমে নতুন দল চিটাগাং ভাইকিংস অংশ নেয়।

মৌসুম

২০১২ বিপিএল

স্কোয়াড
২০১২ সালে চিটাগং কিংসের লোগো ছিল এটি
২০১২ এর চিটাগং কিংস স্কোয়াড

ব্যাটসম্যান

অলরাউন্ডার

উইকেট রক্ষক

  • ৭১ জহুরুল ইসলাম
  • -- উমর আকমল [2]

বোলার

  • ১০ মুত্তিয়া মুরালিধরন
  • -- ওয়াহাব রিয়াজ
  • ১২ আরাফাত সানি
  • -- জেরমে টেলর
  • ০৩ ফরহাদ রেজা
  • ০২ সাঞ্জামুল
  • ৪৫ এনামুল হক জুনিয়র

অন্যান্য

ফলাফল

প্রথম পর্ব
১০ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
চিটাগং কিংস
২০৬/৪ (২০ ওভার)
দুরন্ত রাজশাহী
১৫৩ (১৯.৫ ওভার)
চিটাগং কিংস ৫৩ রানে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১২ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
খুলনা রয়েল বেঙ্গলস
১৭১/৩ (২০ ওভার)
চিটাগং কিংস
১৭৪/৪ (১৯.১ ওভার)
চিটাগং কিংস ৬ উইকেটে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৩ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
চিটাগং কিংস
১৫৩/৬ (২০ ওভার)
ঢাকা গ্ল্যাডিয়েটর
১৫৬/৪ (১৯ ওভার)
ঢাকা গ্ল্যাডিয়েটর ৬ উইকেটে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৫ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
সিলেট রয়্যালস
১৫২/৪ (২০ ওভার)
চিটাগং কিংস
১৫৪/৩ (১৭.৩ ওভার)
চিটাগং কিংস ৭ উইকেটে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৬ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
বরিশাল বার্নার্স
১২৫/৬ (২০ ওভার)
চিটাগং কিংস
১২৬/২ (১২.৪ ওভার)
চিটাগং কিংস ৮ উইকেটে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৮ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
দুরন্ত রাজশাহী
১২৬/৬ (২০ ওভার)
চিটাগং কিংস
১১৭/৯ (২০ ওভার)
দুরন্ত রাজশাহী ৯ রানে জয়ী
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২০ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
খুলনা রয়েল বেঙ্গলস
১৩৭/৬ (২০ ওভার)
চিটাগং কিংস
৯৩ (১৮.১ ওভার)
খুলনা রয়েল বেঙ্গলস ৪৪ রানে জয়ী
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৪ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
চিটাগং কিংস
১২০/৬ (২০ ওভার)
ঢাকা গ্ল্যাডিয়েটর
১০৭/৯ (২০ ওভার)
চিটাগং কিংস ১৩ রানে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২৫ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
সিলেট রয়্যালস
১৬৫/৩ (২০ ওভার)
চিটাগং কিংস
১৩০/৮ (২০ ওভার)
সিলেট রয়্যালস ৩৫ রানে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২৬ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
চিটাগং কিংস
১৫০/৯ (২০ ওভার)
বরিশাল বার্নার্স
১৫১/৫ (১৫ ওভার)
বরিশাল বার্নার্স ৫ উইকেটে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

২০১৩ বিপিএল

স্কোয়াড
২০১৩ এর চিটাগং কিংস স্কোয়াড

ব্যাটসম্যান

অলরাউন্ডার

  • -- নাঈম ইসলাম
  • ৭০ মাহমুদুল্লাহ
  • ৪৭ ডোয়াইন ব্রাভো
  • ২০ রবি বোপারা
  • ১৩ জ্যাকব ওরাম

উইকেট রক্ষক

  • ৭১ নুরুল হাসান

বোলার

  • ১০ রুবেল হোসেন
  • ১২ আরাফাত সানি
  • ০৩ কেবিন কুপার
  • -- মার্শাল আইয়ুব
  • ০২ সাইদ আনোয়ার জুনিয়র
  • ৪৫ এনামুল হক জুনিয়র

অন্যান্য

ফলাফল

প্রথম পর্ব
১৯ জানুয়ারি
সম্পূর্ণ স্কোর
চিটাগং কিংস
৯৭ (১৯.৩ ওভার)
দুরন্ত রাজশাহী
৯৯/৯ (২০ ওভার)
দুরন্ত রাজশাহী ২ রানে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২২ জানুয়ারি
সম্পূর্ণ স্কোর
রংপুর রাইডার্স
১৩৫/৪ (১৯.৩ ওভার)
চিটাগং কিংস
১৩২/৫ (২০ ওভার)
রংপুর রাইডার্স ৬ উইকেটে জয়ী
শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা
২৪ জানুয়ারি
সম্পূর্ণ স্কোর
বরিশাল বার্নার্স
১০৮/৯ (২০ ওভার)
চিটাগং কিংস
১২৯/৭ (২০ ওভার)
চিটাগং কিংস ২১ রানে জয়ী
শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা
২৮ জানুয়ারি
সম্পূর্ণ স্কোর
চিটাগং কিংস
১৭২/৬ (২০ ওভার)
সিলেট রয়্যালস
১৭৬/৭ (১৯.৩ ওভার)
সিলেট রয়্যালস ৩ উইকেটে জয়ী
এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
৩১ জানুয়ারি
সম্পূর্ণ স্কোর
বরিশাল বার্নার্স
১৮২/৫ (২০ ওভার)
চিটাগং কিংস
১৭৬/৬ (২০ ওভার)
বরিশাল বার্নার্স ৬ রানে জয়ী
এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
১ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
খুলনা রয়েল বেঙ্গলস
১৩৬/৫ (২০ ওভার)
চিটাগং কিংস
১৩৭/২ (১৮ ওভার)
চিটাগং কিংস ৮ উইকেটে জয়ী
এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
২ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
চিটাগং কিংস
১৪২ (২০ ওভার)
চিটাগং কিংস ৫৪ রানে জয়ী
এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
৭ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
চিটাগং কিংস
১৫৬/৫ (২০ ওভার)
চিটাগং কিংস ৮৯ রানে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৮ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
চিটাগং কিংস
১৯৩/৪ (২০ ওভার)
সিলেট রয়্যালস
৭৪ (১৩.৫ ওভার)
চিটাগং কিংস ১১৯ রানে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৯ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
চিটাগং কিংস
১৬০/৬ (২০ ওভার)
রংপুর রাইডার্স
১৬১/৫ (২০ ওভার)
রংপুর রাইডার্স ৫ উইকেটে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৩ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
চিটাগং কিংস
১৯৩/৩ (২০ ওভার)
রংপুর রাইডার্স
১৬০/৬ (২০ ওভার)
চিটাগং কিংস ৩৩ রানে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৪ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
ঢাকা গ্ল্যাডিয়েটরস
১৬৮/৬ (২০ ওভার)
চিটাগং কিংস
১৩৯/৯ (২০ ওভার)
ঢাকা গ্ল্যাডিয়েটরস ২৯ রানে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
এলিমিনেশন-ফাইনাল
১৬ ফেব্রুয়ারি (দিবা/রাত্রী)
সম্পূর্ণ স্কোর
দুরন্ত রাজশাহী
১০৭/৭ (২০ ওভার)
চিটাগং কিংস
১০৮/৬ (১৭.২ ওভার)
চিটাগং কিংস ৪ উইকেটে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
সেমি-ফাইনাল
১৮ ফেব্রুয়ারি (দিবা/রাত্রী)
সম্পূর্ণ স্কোর
সিলেট রয়্যালস
১৪৯/৭ (২০ ওভার)
চিটাগং কিংস
১৫০/৭ (১৯.১ ওভার)
চিটাগং কিংস ৩ উইকেটে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
ফাইনাল
১৯ ফেব্রুয়ারি (দিবা/রাত্রী)
সম্পূর্ণ স্কোর
ঢাকা গ্ল্যাডিয়েটরস
১৭২/৯ (২০ ওভার)
চিটাগং কিংস
১২৯ (১৬.৫ ওভার)
ঢাকা গ্ল্যাডিয়েটরস ৪৩ রানে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

অর্জন

বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগ
২০১২ গ্রুপ পর্ব (৫/৬)
২০১৩ রানার্স আপ

আরো দেখুন

তথ্যসূত্র

  1. কোন ফ্রাঞ্চাইজির কোন প্রতিষ্ঠান-মানবকন্ঠ
  2. "Drama over semi spot"। the daily star। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.