সিলেট রয়্যালস
সিলেট রয়্যালস (সংক্ষেপে :সিআর) একটি দল যা বাংলাদেশ প্রিমিয়ার লীগে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করে। ২০১২ বিপিএলে এই দলের অধিনায়ক ছিলেন পিটার ট্রেগো এবং কোচ ছিলেন স্টুয়ার্ট ল। ২০১৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লীগে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম সিলেট রয়্যালসের অধিনায়কের দায়িত্ব পান, আর কোচ হন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফিল্ডিং কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন।
- ৩য় বিপিএলে অংশ নেয়া দলের জন্য, দেখুন সিলেট সুপার স্টার্স। ৫ম বিপিএলে অংশ নেয়া দলের জন্য, দেখুন সুরমা সিক্সার্স সিলেট।
সিলেট রয়্যালস | |
---|---|
Sylhet Royals | |
![]() | |
বিভাগ | সিলেট |
প্রতিষ্ঠিত | ২০১২ |
ঘরের মাঠ | সিলেট স্টেডিয়াম (ধারণক্ষমতা: ২০,০০০) |
মালিক | ওয়ালটন গ্রুপ |
রঙ | ![]() |
অধিনায়ক | ![]() |
প্রধান কোচ | ![]() |
অফিসিয়াল ওয়েবসাইট | http://www.sylhetroyals.org |
ইতিহাস
২০১২ সালে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি২০ পদ্ধতিতে খেলার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লীগ আয়োজন করে। ছয়টি দল নিয়ে একই বছরের ফেব্রুয়ারি মাসে টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।[1] ১০ জানুয়ারি ২০১২ তারিখে হোটেল র্যাডিসনে সিলেটসহ বিভাগগুলিকে প্রতিনিধিত্ব করা দলগুলিকে নিলামে তোলা হয়।
২০১২ মৌসুম
২০১৩ মৌসুম
অর্জন
বছর | বাংলাদেশ প্রিমিয়ার লীগ |
---|---|
২০১২ | গ্রুপ পর্ব |
২০১৩ | সেমি-ফাইনাল |
তথ্যসূত্র
- "Bangladesh Premier League to begin on 9 February"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১১।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.