চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স চট্টগ্রাম বিভাগীয় বিপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি দল। এই দলটি আগে চিটাগাং কিংস নামে ২টি আসরে ও চিটাগাং ভাইকিংস নামে আরও ২টি আসরে ছিল, এবং বিপিএলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম। এই দলটি আকতার গ্রুপ[1][2] কর্তৃক মালিকানাধীন, যা ডিবিএল গ্রুপ থেকে হস্তান্তরিত হয়। এই দলের নিজস্ব গ্রাউন্ড হল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, তবে, এই দলটি তাদের খেলাগুলো এমএ আজিজ স্টেডিয়ামএ ও খেলে থাকে। চিটাগাং কিংস বিপিএল দ্বিতীয় আসরের রানার্স আপ হয়েছিল।[3]

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
কর্মীবৃন্দ
অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ
কোচ পল নিক্সন
মালিকআকতার গ্রুপ
দলীয় তথ্য
শহরচট্টগ্রাম, বাংলাদেশ
প্রতিষ্ঠাকাল২০১৯
স্বাগতিক ভেন্যুজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
ইতিহাস
বিপিএল জয়
অফিসিয়াল ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

টি২০আই কিট

ইতিহাস

ষষ্ঠ আসরের পর, এই দলের মালিকানা আকতার গ্রুপের নিকট হস্তান্তর করা হয়। মালিকানা পরিবর্তনের সাথে দলটির নাম, প্রতীক ও স্কোয়াডও নতুন কমিটি কর্তৃক পরিবর্তিত হয়। এই দলের নাম পরিবর্তন করে রাখা হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স[1][2]

বর্তমান দল

  • যেসব খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তাদের গাঢ় করে দেখানো হয়েছে।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় দলে নির্বাচনের জন্য বর্তমানে অনুপলব্ধ।
  •  *  রঙের অর্থ সেই খেলোয়াড় পুরো মৌসুমের জন্য দলে নির্বাচনের জন্য অনুপলব্ধ।
নং. নাম জাতীয়তা জন্ম তারিখ ব্যাটিংয়ের ধরন বোলিংয়ের ধরন চুক্তি স্বাক্ষরের বছর টীকা
ব্যাটসম্যান
৪৫ইমরুল কায়েস (1987-02-02) ২ ফেব্রুয়ারি ১৯৮৭বাম-হাতি২০১৯
৩১জুনায়েদ সিদ্দিকী (1987-10-30) ৩০ অক্টোবর ১৯৮৭বাম-হাতিডান-হাতি অফ ব্রেক২০১৯
৩৩৩ক্রিস গেইল (1979-09-21) ২১ সেপ্টেম্বর ১৯৭৯বাম-হাতিডান-হাতি অফ ব্রেক২০১৯বিদেশী
২৮অভিষ্কা ফার্নান্দো (1998-04-05) ৫ এপ্রিল ১৯৯৮ডান-হাতিডান-হাতি ফাস্ট-মিডিয়াম২০১৯বিদেশী
৩৮রিয়ান বার্ল (1994-04-15) ১৫ এপ্রিল ১৯৯৪বাম-হাতিলেগ ব্রেক২০১৯বিদেশী
৫৪লেন্ডল সিমন্স (1985-01-25) ২৫ জানুয়ারি ১৯৮৫ডান-হাতিডান-হাতি মিডিয়াম-ফাস্ট২০১৯বিদেশী
৭০পিনাক ঘোষ (1999-01-20) ২০ জানুয়ারি ১৯৯৯ডান-হাতি২০১৯
অল-রাউন্ডার
৩০মাহমুদুল্লাহ রিয়াদ (1986-02-04) ৪ ফেব্রুয়ারি ১৯৮৬ডান-হাতিডান-হাতি অফ ব্রেক২০১৯অধিনায়ক
৬৯নাসির হোসেন (1991-11-30) ৩০ নভেম্বর ১৯৯১ডান-হাতিডান-হাতি অফ ব্রেক২০১৯
১৪মুক্তার আলী (1989-10-10) ১০ অক্টোবর ১৯৮৯ডান-হাতিডান-হাতি ফাস্ট বোলিং২০১৯
ইমাদ ওয়াসিম (1988-12-18) ১৮ ডিসেম্বর ১৯৮৮বাম-হাতিস্লো লেফ্‌ট আর্ম অর্থোডক্স২০১৯বিদেশী
উইকেট-রক্ষক
১৮নুরুল হাসান (1993-11-21) ২১ নভেম্বর ১৯৯৩ডান-হাতি২০১৯
১৮চাদউইক ওয়ালটন (1985-07-03) ৩ জুলাই ১৯৮৫ডান-হাতি২০১৯বিদেশী
বোলার
৩৪রুবেল হোসেন (1990-01-01) ১ জানুয়ারি ১৯৯০ডান-হাতিডান-হাতি ফাস্ট বোলিং২০১৯
৪৫এনামুল হক (1986-12-06) ৬ ডিসেম্বর ১৯৮৬ডান-হাতিস্লো লেফ্‌ট আর্ম অর্থোডক্স২০১৯
১২জুবায়ের হোসেন (1995-09-12) ১২ সেপ্টেম্বর ১৯৯৫ডান-হাতিলেগ ব্রেক২০১৯
১৯কেস্রিক উইলিয়ামস (1990-01-17) ১৭ জানুয়ারি ১৯৯০বাম-হাতিডান-হাতি ফাস্ট-মিডিয়াম২০১৯বিদেশী
৫১রায়াদ এমরিত (1981-03-08) ৮ মার্চ ১৯৮১ডান-হাতিডান-হাতি মিডিয়াম-ফাস্ট২০১৯বিদেশী
২৪মুহাম্মদ মুসা (2000-08-28) ২৮ আগস্ট ২০০০ডান-হাতিডান-হাতি মিডিয়াম-ফাস্ট২০১৯বিদেশী
লিয়াম প্লাঙ্কেট (1985-04-06) ৬ এপ্রিল ১৯৮৫ডান-হাতিডান-হাতি ফাস্ট বোলিং২০১৯বিদেশী
৯২নাসুম আহমেদ (1994-12-05) ৫ ডিসেম্বর ১৯৯৪বাম-হাতিস্লো লেফ্‌ট আর্ম অর্থোডক্স২০১৯
৬৭মেহেদী হাসান রানা (1997-01-01) ১ জানুয়ারি ১৯৯৭বাম-হাতিবাম-হাতি ফাস্ট বোলার২০১৯

শিরোপা এবং সাফল্য

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.