দুরন্ত রাজশাহী

দুরন্ত রাজশাহী (সংক্ষেপে :ডিআর) বাংলাদেশের রাজশাহী বিভাগের ফ্রাঞ্চাইজি ক্রিকেট দল যা ২০১২ ও ২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলেছিল। বিপিএলের তৃতীয় আসরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পূর্বের ফ্রাঞ্চাইজিগুলিকে পূর্বের আসরের খেলোয়াড়দের পাওনা টাকা পরিশোধ করতে জানায়। এই শর্ত পূরণ করতে না পারায় মালিকানা হারায় দুরন্ত রাজশাহী।[1]

দুরন্ত রাজশাহী
বিভাগ রাজশাহী
প্রতিষ্ঠিত ২০১২
ঘরের মাঠ রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম
মালিক ডিজিটাল অটো কেয়ার
রঙ
অধিনায়ক তামিম ইকবাল
প্রধান কোচ খালেদ মাসুদ পাইলট
ফিল্ডিং কোচ আতহার আলী খান
অফিসিয়াল ওয়েবসাইট http://www.durontoraj.com/

ইতিহাস

২০১২ সালের ১০ জানুয়ারি, ফ্রাঞ্চাইজি নিলামে ১.০৭ মার্কিন ডলার মূল্যে দূরন্ত রাজশাহীকে কিনে নেয় ডিজিটাল অটো কেয়ার।

ফলাফল

সার্বিক ফলাফল

সারাংশ
বছরম্যাচজয়হারফলাফল হয়নিসাফল্যের হার
২০১২ ১১৬৩.৬৪%
২০১৩ ৫৬%
মোট ২০১২৬০.০%

২০১২ বিপিএল

২০১২ বিপিএলে পরাজয় দিয়ে শুরু করে দুরন্ত রাজশাহী। ১০ ফেব্রুয়ারি বিপিএলের প্রথম খেলায় চিটাগাং কিংসের দেওয়া ২০৭ রানের টর্গেট তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। ১১ ফেব্রুয়ারি, বিপিএলে দ্বিতীয় খেলায় বরিশাল বার্নার্সের বিপক্ষে ২২ রানে হেরে যায় রাজশাহী। তৃতীয় খেলা থেকে জয়ের ধারায় ফেরে রাজশাহী। ১৪ ফেব্রুয়ারি সিলেট রয়্যালসের বিপক্ষে ১৬ রানে জয় লাভ করে তারা। এরপর খুলনা, ঢাকা, চিটাগাং এবং বরিশালের বিপক্ষে টানা পাঁচ খেলায় জয় লাভ করে রাজশাহী। ২৪ ফেব্রুয়ারি, সিলেটের বিপক্ষে ৯ উইকেটে পরাজয়, ২৬ ফেব্রুয়ারি, খুলনার বিপক্ষে ৮ উইকেটের জয় এবং ২৭ ফেব্রুয়ারি, ঢাকার বিপক্ষে ৩ উইকেটের জয় দিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিয়ে ১ম পর্ব শেষ করে রাজশাহী। সেমি ফাইনালে বরিশাল বার্নার্সকে ১৮৫ রানের টার্গেট দিয়েও আহমেদ শেহজাদের অপরাজিত ১১৩ রানের ইনিংসে ৮ উইকেটে পরাজিত হয় রাজশাহী। এতে করে প্রতিযোগীতা থেকে বিদায় নিতে হয় তাদের।

প্রথম পর্বের পয়েন্ট তালিকা

দল ম্যাচ জয় পরাজয় টাই ফল হয়নি পয়েন্ট নিট রান রেট
দুরন্ত রাজশাহী১০১৪+০.১১৪
খুলনা রয়েল বেঙ্গলস১০১২+০.৬০৬
ঢাকা গ্ল্যাডিয়েটরস১০১০+০.২১০
বরিশাল বার্নার্স১০১০+০.১৭৮
চিটাগং কিংস১০১০+০.০৭৮
সিলেট রয়্যালস১০−১.২৩৪

ফিকশ্চার এবং ফলাফল

প্রথম পর্ব

১০ ফেব্রুয়ারি (দিবা/রাত্রী)
সম্পূর্ণ স্কোর
চিটাগং কিংস
২০৬/৪ (২০ ওভার)
দুরন্ত রাজশাহী
১৫৩ (১৯.৫ ওভার)
চিটাগাং কিংস ৫৩ রানে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১১ ফেব্রুয়ারি (দিবা/রাত্রী)
সম্পূর্ণ স্কোর
বরিশাল বার্নার্স
১৮০/২ (২০ ওভার)
দুরন্ত রাজশাহী
১৫৮/৯ (২০ ওভার)
বরিশাল বার্নার্স ২২ রানে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৪ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
দুরন্ত রাজশাহী
১৭১/৮ (২০ ওভার)
সিলেট রয়্যালস
১৫৫/৪ (২০ ওভার)
দুরন্ত রাজশাহী ১৬ রানে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৫ ফেব্রুয়ারি (দিবা/রাত্রী)
সম্পূর্ণ স্কোর
খুলনা রয়েল বেঙ্গলস
১৪৫/৭ (২০ ওভার)
দুরন্ত রাজশাহী
১৪৬/৪ (১৯.১ ওভার)
দুরন্ত রাজশাহী ৬ উইকেটে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৬ ফেব্রুয়ারি (দিবা/রাত্রী)
সম্পূর্ণ স্কোর
দুরন্ত রাজশাহী
১৪৪/৯ (২০ ওভার)
ঢাকা গ্ল্যাডিয়েটরস
১৩০/৭ (২০ ওভার)
দুরন্ত রাজশাহী ১৪ রানে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
১৮ ফেব্রুয়ারি (দিবা/রাত্রী)
সম্পূর্ণ স্কোর
চিটাগং কিংস
১১৭/৯ (২০ ওভার)
দুরন্ত রাজশাহী
১২৬/৬ (২০ ওভার)
দুরন্ত রাজশাহী ৯ রানে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২০ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
বরিশাল বার্নার্স
১৯২/৩ (২০ ওভার)
দুরন্ত রাজশাহী
১৯৩/১ (১৭.১ ওভার)
দুরন্ত রাজশাহী ৯ উইকেটে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২৪ ফেব্রুয়ারি (দিবা/রাত্রী)
সম্পূর্ণ স্কোর
দুরন্ত রাজশাহী
১২৪/৯ (২০ ওভার)
সিলেট রয়্যালস
১২৫/১ (১৬.৩ ওভার)
সিলেট রায়্যালস ৯ উইকেটে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২৬ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
খুলনা রয়েল বেঙ্গলস
১০৬ (১৮.৫ ওভার)
দুরন্ত রাজশাহী
১১০/২ (১৪.১ ওভার)
দুরন্ত রাজশাহী ৮ উইকেটে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২৭ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
ঢাকা গ্ল্যাডিয়েটরস
১১৬ (১৮.২ ওভার)
দূরন্ত রাজশাহী
১২০/৭ (১৯.৩ ওভার)
দুরন্ত রাজশাহী ৩ উইকেটে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

সেমি-ফাইনাল

২৮ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
দুরন্ত রাজশাহী
১৮৪/৬ (২০ ওভার)
বরিশাল বার্নার্স
১৮৯/২ (১৬ ওভার)
বরিশাল বার্নার্স ৮ উইকেটে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

২০১৩ বিপিএল

প্রথম পর্বের পয়েন্ট তালিকা

দল ম্যাচ জয় পরাজয় টাই ফল হয়নি পয়েন্ট নিট রান রেট
ঢাকা গ্ল্যাডিয়েটরস১২১৮+০.৯২৮
সিলেট রয়্যালস১২১৮+০.০৮১
চিটাগং কিংস১২১২+১.১৭০
দুরন্ত রাজশাহী১২১০-০.৫৫৭
রংপুর রাইডার্স১২১০-০.৫০৬
বরিশাল বার্নার্স১২১০-০.০৪০
খুলনা রয়েল বেঙ্গলস১২-১.০৬০

১৪ ফেব্রুয়ারি ২০১৩ অনুযায়ী।[2]

ফিকশ্চার এবং ফলাফল

প্রথম পর্ব

২০ জানুয়ারি (দিবা/রাত্রী)
সম্পূর্ণ স্কোর
দুরন্ত রাজশাহী
১৪৭/৮ (২০ ওভার)
সিলেট রয়্যালস
১৫০/৬ (১৯.১ ওভার)
২২ জানুয়ারি (দিবা/রাত্রী)
সম্পূর্ণ স্কোর
ঢাকা গ্ল্যাডিয়েটরস
১৫৬/৮ (২০ ওভার)
দুরন্ত রাজশাহী
১৪৩/৩ (২০ ওভার)
২৪ জানুয়ারি (দিবা/রাত্রী)
সম্পূর্ণ স্কোর
খুলনা রয়েল বেঙ্গলস
১৯৭/০ (২০ ওভার)
দুরন্ত রাজশাহী
১২৯ (১৮.৩ ওভার)
২৮ জানুয়ারি (দিবা/রাত্রী)
সম্পূর্ণ স্কোর
দুরন্ত রাজশাহী
২১৩/৬ (২০ ওভার)
বরিশাল বার্নার্স
২০৯/৭ (২০ ওভার)
৪ ফেব্রুয়ারি
সম্পূর্ণ স্কোর
দুরন্ত রাজশাহী
১৬৮/৩ (১৯ ওভার)
রংপুর রাইডার্স
১৬৩/৩ (২০ ওভার)
১১ ফেব্রুয়ারি (দিবা/রাত্রী)
সম্পূর্ণ স্কোর
রংপুর রাইডার্স
১৭৯/৮ (২০ ওভার)
দুরন্ত রাজশাহী
১৬০ (১৮.৪ ওভার)
রংপুর রাইডার্স ১৯ রানে জয়ী
শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

সেমি-ফাইনাল

১৬ ফেব্রুয়ারি (দিবা/রাত্রী)
সম্পূর্ণ স্কোর
চিটাগং কিংস
১০৮/৬ (১৭.২ ওভার)
দুরন্ত রাজশাহী
১০৭/৭ (২০ ওভার)

অর্জন

বছর বাংলাদেশ প্রিমিয়ার লীগ
২০১২ সেমি-ফাইনাল
২০১৩ সেমি-ফাইনাল

তথ্যসূত্র

  1. "ছয় দলের বিপিএল"যুগান্তর। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৫
  2. "Cricket news, live scores, fixtures, features and statistics on ESPN Cricinfo"। ESPN Cricinfo।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.