দুরন্ত রাজশাহী
দুরন্ত রাজশাহী (সংক্ষেপে :ডিআর) বাংলাদেশের রাজশাহী বিভাগের ফ্রাঞ্চাইজি ক্রিকেট দল যা ২০১২ ও ২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলেছিল। বিপিএলের তৃতীয় আসরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পূর্বের ফ্রাঞ্চাইজিগুলিকে পূর্বের আসরের খেলোয়াড়দের পাওনা টাকা পরিশোধ করতে জানায়। এই শর্ত পূরণ করতে না পারায় মালিকানা হারায় দুরন্ত রাজশাহী।[1]
দুরন্ত রাজশাহী | |
---|---|
![]() | |
বিভাগ | রাজশাহী |
প্রতিষ্ঠিত | ২০১২ |
ঘরের মাঠ | রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম |
মালিক | ডিজিটাল অটো কেয়ার |
রঙ | ![]() |
অধিনায়ক | ![]() |
প্রধান কোচ | ![]() |
ফিল্ডিং কোচ | ![]() |
অফিসিয়াল ওয়েবসাইট | http://www.durontoraj.com/ |
ইতিহাস
২০১২ সালের ১০ জানুয়ারি, ফ্রাঞ্চাইজি নিলামে ১.০৭ মার্কিন ডলার মূল্যে দূরন্ত রাজশাহীকে কিনে নেয় ডিজিটাল অটো কেয়ার।
ফলাফল
সার্বিক ফলাফল
বছর | ম্যাচ | জয় | হার | ফলাফল হয়নি | সাফল্যের হার |
---|---|---|---|---|---|
২০১২ | ১১ | ৭ | ৪ | ০ | ৬৩.৬৪% |
২০১৩ | ৯ | ৫ | ৪ | ০ | ৫৬% |
মোট | ২০ | ১২ | ৮ | ০ | ৬০.০% |
২০১২ বিপিএল
২০১২ বিপিএলে পরাজয় দিয়ে শুরু করে দুরন্ত রাজশাহী। ১০ ফেব্রুয়ারি বিপিএলের প্রথম খেলায় চিটাগাং কিংসের দেওয়া ২০৭ রানের টর্গেট তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৫৩ রানে গুটিয়ে যায় রাজশাহীর ইনিংস। ১১ ফেব্রুয়ারি, বিপিএলে দ্বিতীয় খেলায় বরিশাল বার্নার্সের বিপক্ষে ২২ রানে হেরে যায় রাজশাহী। তৃতীয় খেলা থেকে জয়ের ধারায় ফেরে রাজশাহী। ১৪ ফেব্রুয়ারি সিলেট রয়্যালসের বিপক্ষে ১৬ রানে জয় লাভ করে তারা। এরপর খুলনা, ঢাকা, চিটাগাং এবং বরিশালের বিপক্ষে টানা পাঁচ খেলায় জয় লাভ করে রাজশাহী। ২৪ ফেব্রুয়ারি, সিলেটের বিপক্ষে ৯ উইকেটে পরাজয়, ২৬ ফেব্রুয়ারি, খুলনার বিপক্ষে ৮ উইকেটের জয় এবং ২৭ ফেব্রুয়ারি, ঢাকার বিপক্ষে ৩ উইকেটের জয় দিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিয়ে ১ম পর্ব শেষ করে রাজশাহী। সেমি ফাইনালে বরিশাল বার্নার্সকে ১৮৫ রানের টার্গেট দিয়েও আহমেদ শেহজাদের অপরাজিত ১১৩ রানের ইনিংসে ৮ উইকেটে পরাজিত হয় রাজশাহী। এতে করে প্রতিযোগীতা থেকে বিদায় নিতে হয় তাদের।
প্রথম পর্বের পয়েন্ট তালিকা
দল | ম্যাচ | জয় | পরাজয় | টাই | ফল হয়নি | পয়েন্ট | নিট রান রেট |
---|---|---|---|---|---|---|---|
![]() | ১০ | ৭ | ৩ | ০ | ০ | ১৪ | +০.১১৪ |
![]() | ১০ | ৬ | ৪ | ০ | ০ | ১২ | +০.৬০৬ |
![]() | ১০ | ৫ | ৫ | ০ | ০ | ১০ | +০.২১০ |
![]() | ১০ | ৫ | ৫ | ০ | ০ | ১০ | +০.১৭৮ |
![]() | ১০ | ৫ | ৫ | ০ | ০ | ১০ | +০.০৭৮ |
![]() | ১০ | ২ | ৮ | ০ | ০ | ৪ | −১.২৩৪ |
ফিকশ্চার এবং ফলাফল
প্রথম পর্ব
সেমি-ফাইনাল
২০১৩ বিপিএল
প্রথম পর্বের পয়েন্ট তালিকা
দল | ম্যাচ | জয় | পরাজয় | টাই | ফল হয়নি | পয়েন্ট | নিট রান রেট |
---|---|---|---|---|---|---|---|
![]() | ১২ | ৯ | ৩ | ০ | ০ | ১৮ | +০.৯২৮ |
![]() | ১২ | ৯ | ৩ | ০ | ০ | ১৮ | +০.০৮১ |
![]() | ১২ | ৬ | ৬ | ০ | ০ | ১২ | +১.১৭০ |
![]() | ১২ | ৫ | ৭ | ০ | ০ | ১০ | -০.৫৫৭ |
![]() | ১২ | ৫ | ৭ | ০ | ০ | ১০ | -০.৫০৬ |
![]() | ১২ | ৫ | ৭ | ০ | ০ | ১০ | -০.০৪০ |
![]() | ১২ | ৩ | ৯ | ০ | ০ | ৬ | -১.০৬০ |
১৪ ফেব্রুয়ারি ২০১৩ অনুযায়ী।[2]
ফিকশ্চার এবং ফলাফল
প্রথম পর্ব
সেমি-ফাইনাল
অর্জন
বছর | বাংলাদেশ প্রিমিয়ার লীগ |
---|---|
২০১২ | সেমি-ফাইনাল |
২০১৩ | সেমি-ফাইনাল |
তথ্যসূত্র
- "ছয় দলের বিপিএল"। যুগান্তর। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৫।
- "Cricket news, live scores, fixtures, features and statistics on ESPN Cricinfo"। ESPN Cricinfo।