জিয়াউর রহমান (ক্রিকেটার)

মোহাম্মদ জিয়াউর রহমান (জন্ম: ২ ডিসেম্বর, ১৯৮৬) খুলনা জেলায় জন্মগ্রহণকারী বাংলাদেশের ক্রিকেটারবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পক্ষ হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলাররূপে দলে প্রতিনিধিত্ব করছেন। ডাকনাম জনি হিসেবে মাঝেমাঝে স্কোরশীটে তাকে উল্লেখ করা হয়ে থাকে। ২০০৩/০৪ মৌসুমে আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে দলের পক্ষ হয়ে খেলেছেন। এছাড়াও, ২০০৬/০৭ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি একাদশ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাডেমী দলে অংশগ্রহণ করেছেন।

একই নামের অন্যান্য ব্যক্তির জন্য দেখুন জিয়াউর রহমান (দ্ব্যর্থতা নিরসন)
জিয়াউর রহমান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজিয়াউর রহমান
জন্ম (1986-12-02) ২ ডিসেম্বর ১৯৮৬
খুলনা, বাংলাদেশ
ডাকনামজনি
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক২৫ এপ্রিল ২০১৩ বনাম জিম্বাবুয়ে
শেষ টেস্ট২৫ এপ্রিল ২০১৩ বনাম জিম্বাবুয়ে
ওডিআই অভিষেক
(ক্যাপ ১০৬)
২৩ মার্চ ২০১৩ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই১ মার্চ ২০১৪ বনাম আফগানিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১২-বর্তমানদুরন্ত রাজশাহী
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৫৯ ৪২
রানের সংখ্যা ১৪ ১১০ ১,৬৬২ ৪৩৬
ব্যাটিং গড় ১৪ ১৩.৭৫ ১৮.৬৭ ১৬.১৪
১০০/৫০ ০/০ ০/০ ১/৬ ০/২
সর্বোচ্চ রান ১৪ ৪১ ১৫২* ৬৫
বল করেছে ১৮০ ৩১৮ ৭৬৭০ ১৬২৪
উইকেট ১৫২ ৩৭
বোলিং গড় ১৭.৭৫ ২৮.৪৪ ২৪.৬৬ ৩৫.৩২
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - n/a
সেরা বোলিং ৪/৬৩ ৫/৩০ ৫/৩৬ ৫/২৪
ক্যাচ/স্ট্যাম্পিং -/– ২/– ৩৩/– ১০/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ৩০ এপ্রিল ২০১৩

খেলোয়াড়ী জীবন

২৩ মার্চ, ২০১৩ তারিখে হাম্বানতোতায় শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। কিন্তু ঐ খেলায় শূন্য রানে আউট হয়ে যান। ১০৬তম বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন। টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন হারারেতে অনুষ্ঠিত জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্টে অংশগ্রহণের মাধ্যমে। প্রথম ইনিংসে কোন উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে চারটি উইকেট লাভ করে দলকে ১৪৩ রানের ব্যবধানে জয়ী হবার মাধ্যমে সিরিজ ড্র করতে সাহায্য করেন।[1]

আন্তর্জাতিক সাফল্য

ওয়ানডে ক্রিকেটে ৫ উইকেট লাভ

#পরিসংখ্যানম্যাচপ্রতিপক্ষমাঠশহরদেশবছর
৫/৩০ জিম্বাবুয়েকুইন্স স্পোর্টস ক্লাববুলাওয়েজিম্বাবুয়ে২০১৩

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.