কুইন্স স্পোর্টস ক্লাব
কুইন্স স্পোর্টস ক্লাব বুলাওয়ে, জিম্বাবুয়ের একটি বহুমুখী স্টেডিয়াম। এটি ক্রিকেট ম্যাচের জন্য বেশি ব্যবহৃত হয়। স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ১৩,০০০।
কুইন্স | |
অবস্থান | পার্কভিউ, বুলাওয়ে, জিম্বাবুয়ে |
---|---|
স্থানাঙ্ক | ২০°০৮′৪২.৩৯″ দক্ষিণ ২৮°৩৫′২০.২০″ পূর্ব |
মালিক | সিটি অফ বুলাওয়ে |
পরিচালক | বুলাওয়ে সিটি কাউন্সিল |
ধারণক্ষমতা | ১২,৪৯০ |
মাঠের আয়তন | ৩০০মি X ২৫০মি |
উপরিভাগ | ঘাস |
নির্মাণ | |
কপর্দকহীন ভূমি | ১৮৯০ |
উন্মোচন | ১৮৯৩ |
পুন: সংস্কার | ১৯৬৫ |
সম্প্রসারিত | ১৯৮৬ |
ভাড়াটিয়া | |
জিম্বাবুয়ে ক্রিকেট মাটাবেলেল্যান্ড তুস্কেরস |
কুইন্স স্পোর্টস ক্লাব জিম্বাবুয়ের দ্বিতীয় মাঠ এবং প্রথমটি হচ্ছে হারারে স্পোর্টস ক্লাব। এটি শহরের কেন্দ্রের কাছাকাছি এবং দর্শকদের আলোছায়া দিতে যা গাছ দ্বারা বেষ্টিত একটি আন্তর্জাতিক স্টেডিয়াম। জিম্বাবুয়ের তৃতীয় টেস্ট মাঠ হিসেবে ১৯৯৪ সালে কুইন্স স্পোর্টস ক্লাবের অভিষেক ঘটে।
তথ্যসূত্র
- Heatley, Michael (২০০৯)। World Cricket Grounds: A Panoramic Vision। Compendium। আইএসবিএন 978-1-905573-01-1।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.