সুপারস্পোর্ট পার্ক

সুপারস্পোর্ট পার্ক সেঞ্চুরিয়ান, গাউটেং, দক্ষিণ আফ্রিকায় একটি ক্রিকেট খেলার মাঠ। একটি টেলিভিশন কোম্পানি শেয়ার কেনার পরে এটির নাম সেঞ্চুরিয়ান পার্ক থেকে সুপারস্পোর্ট স্টেডিয়াম নামকরণ করা হয়। মাঠটির ধারণ ক্ষমতা ২২,০০০। পূর্বের উত্তর ট্রান্সভাল হিসাবে পরিচিত টাইটানস ক্রিকেট দলের হোম গ্রাউন্ড এটি।

সুপারস্পোর্ট পার্ক
সুপারস্পোর্ট সেঞ্চুরিয়ান , সেঞ্চুরিয়ান পার্ক
২০০৬ সালের একটি অনুষ্ঠানের সময় দর্শক
স্টেডিয়ামের তথ্যাবলী
অবস্থানসেঞ্চুরিয়ান, গাউটেং
ধারন ক্ষমতা২২,০০০
প্রান্ত
প্যাভিলিয়ান প্রান্ত
হেন্নপ্স নদী প্রান্ত
আন্তর্জাতিক তথ্যাবলী
প্রথম টেস্ট১৬ নভেম্বর ১৯৯৫: দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট২২ ফেব্রুয়ারি ২০১৩: দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান
প্রথম ওডিআই১১ ডিসেম্বর ১৯৯২: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত
শেষ ওডিআই২৩ জানুয়ারি ২০১১: দক্ষিণ আফ্রিকা বনাম ভারত
ঘরোয়া দলের তথ্য
নরদার্নস (১৯৯৫– বর্তমান)
২৪ ফেব্রুয়ারি ২০১৩ অনুযায়ী
উৎস: ক্রিকইনফো

এই মাঠে ২০০৩ ক্রিকেট বিশ্বকাপ এবং দক্ষিণ আফ্রিকায় হওয়া ২০০৯ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ হয়। এই মাঠে ২০০৯ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল হয়েছিল। এই মাঠটিতে শচীন টেন্ডুলকার তার ৫০তম টেস্ট ম্যাচ সেঞ্চুরিটি করেছিলেন।

ওডিআই

  • ১৯৯২ সালে সাউথ আফ্রিকা ও ভারতের মধ্যে এই মাঠের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হয়।
  • ২০০৭ সালে সাউথ আফ্রিকা পাকিস্তানের বিরুদ্ধে ৩৯২ রান করে, যা এ মাঠের সর্বোচ্চ দলগত স্কোর।
  • ২০০৯ সালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫৮ রান তাড়া করে ৯ উইকেটে জয় লাভ করে, যা এ মাঠের সর্বোচ্চ ব্যবধানে জয় ।
  • ২০১৬ সালে কুইন্টন ডি কক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭৮ রান করেন যা এই মাঠের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
  • ২০১৭ সালে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার মধ্যেকার ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৬৮০ রান হয় , যা এ মাঠের সর্বোচ্চ ম্যাচ স্কোর ।
  • ২০১৮ সালে সাউথ আফ্রিকা ভারতের বিরুদ্ধে ১১৮ রানে অলআউট হয়ে যায় যা এই মাঠের সর্বনিম্ন দলগত স্কোর। গোটা ম্যাচে ২৩৭ রান হয় , যা এই মাঠের সর্বনিম্ন ম্যাচ স্কোর।

২০০৩ ক্রিকেট বিশ্বকাপ

গ্রুপ লীগের ম্যাচের পাশাপাশি সুপার সিক্সেস লীগের অস্ট্রেলিয়া -শ্রীলঙ্কা ম্যাচ ও নিউজিলান্ড - ভারত ম্যাচ অনুষ্ঠিত হয়।

২০০৯ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

টুর্নামেন্টের ফাইনাল সমেত একটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

টুয়েন্টি২০

আইপিএল ২

আইপিএল -এর দিল্লি -ডেকান সেমি-ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.