২০০৩ ক্রিকেট বিশ্বকাপ
২০০৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (আনুষ্ঠানিকভাবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০০৩) হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ৮ম অষ্টম প্রতিযোগিতা। ৯-২৪ মার্চ, ২০০৩ তারিখে এ ক্রিকেট প্রতিযোগিতাটি দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং কেনিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হয়। বিশ্বের ১৪টি দেশের জাতীয় ক্রিকেট দল এতে অংশ নেয় ও ৫৪টি খেলায় অংশগ্রহণ করে যা বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ। প্রতিযোগিতার রূপরেখাটি ১৯৯৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অনুরূপে ২টি বিভাগে বিভক্ত করা হয়। প্রতি বিভাগের শীর্ষস্থানীয় তিনটি করে মোট ছয়টি দল সুপার সিক্স পর্বে উত্তীর্ণ হয়।
![]() ২০০৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের লোগো | |
তারিখ | ৯ ফেব্রুয়ারি – ২৪ মার্চ |
---|---|
ব্যবস্থাপক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | একদিনের আন্তর্জাতিক |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড-রবিন ও নকআউট |
আয়োজক | ![]() ![]() ![]() |
বিজয়ী | ![]() |
অংশগ্রহণকারী | ১৪ |
খেলার সংখ্যা | ৫৪ |
দর্শক সংখ্যা | ৬,২৬,৮৪৫ (ম্যাচ প্রতি ১১,৬০৮ জন) |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ![]() |
সর্বোচ্চ রান | ![]() |
সর্বোচ্চ উইকেট | ![]() |
প্রতিযোগিতার অন্যতম শীর্ষস্থানীয় ও সহ-স্বাগতিক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড প্রথম পর্বেই বিদায় নেয়। দেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ইংল্যান্ড জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানায়। এ সুবিধা নিয়ে জিম্বাবুয়ে সুপার সিক্স পর্বে চলে যায়। অন্যদিকে টেস্টখেলুড়ে দেশের বাইরে কেনিয়া প্রতিযোগিতার সেমি-ফাইনালে উত্তীর্ণ হয়।
গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপেও বিজয়ী হয়। চূড়ান্ত খেলায় তারা ভারতীয় ক্রিকেট দলকে পরাজিত করে।[1] এরফলে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে ১৯৭৫ সালের পরপর দুইবারের পর একাধারে তিনটি বিশ্বকাপ জয়ের সৌভাগ্য অর্জন করে।
অংশগ্রহণকারী দেশসমূহ
সর্বমোট ১৪টি দল বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করে যা সংখ্যার বিচারে একটি বিশ্বকাপে সর্ববৃহৎ। তন্মধ্যে - ১০টি টেস্টখেলুড়ে দেশ এবং টেস্ট মর্যাদা না থাকা স্বত্ত্বেও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ মর্যাদা থাকায় কেনিয়া স্বয়ংক্রীয়ভাবে খেলার যোগ্যতা অর্জন করে। বাদ-বাকী ৩টি দল ২০০১ সালে কানাডায় অনুষ্ঠিত ২০০১ সালের আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হিসেবে - নেদারল্যান্ডস, রানার-আপ নামিবিয়া এবং কানাডা তৃতীয় স্থান দখল করে এ বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করে। এরপূর্বে নেদারল্যান্ডস ১৯৯৬ সালে ও কানাডা ১৯৭৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করেছিল।
এ বিশ্বকাপে পূর্ববর্তী ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপের ধরনটি বলবৎ রাখা হয়। প্রথম রাউন্ডে দুই গ্রুপে ৭টি দেশ একে-অপরের বিরুদ্ধে অবতীর্ণ হবে। প্রতি গ্রুপের শীর্ষস্থানীয় ৩ দল সুপার সিক্সে খেলবে। অতঃপর শীর্ষস্থানীয় চার দল সেমি-ফাইনালে এবং বিজয়ী দুই দল ফাইনালে খেলবে।
পূর্ণ সদস্য | |
---|---|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
সহযোগী সদস্য | |
![]() |
![]() |
![]() |
![]() |
মাঠসমূহ










শহর | মাঠ | ধারণ ক্ষমতা | খেলার সংখ্যা |
---|---|---|---|
![]() |
ওয়ান্ডেরার্স স্টেডিয়াম | ৩৪,০০০ | ৫ |
![]() |
সাহারা স্টেডিয়াম কিংসমিড | ২৫,০০০ | ৫ |
![]() |
নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড | ২৫,০০০ | ৫ |
![]() |
সেঞ্চুরিয়ন পার্ক | ২৩,০০০ | ৫ |
![]() |
গুডইয়ার পার্ক | ২০,০০০ | ৫ |
![]() |
সেন্ট জর্জেস ওভাল | ১৯,০০০ | ৫ |
![]() |
নর্থ ওয়েস্ট ক্রিকেট স্টেডিয়াম | ১৮,০০০ | ৩ |
![]() |
বাফেলো পার্ক | ১৬,০০০ | ৩ |
![]() |
ডি বিয়ার্স ডায়মন্ড ওভাল | ১১,০০০ | ৩ |
![]() |
বোল্যান্ড পার্ক | ১০,০০০ | ৩ |
![]() |
উইলোমুর পার্ক | ২০,০০০ | ২ |
![]() |
পাইটারমারিৎজবার্গ ওভাল | ১২,০০০ | ২ |
![]() |
হারারে স্পোর্টস ক্লাব | ১০,০০০ | ৩ |
![]() |
কুইন্স স্পোর্টস ক্লাব | ৯,০০০ | ৩ |
![]() |
নাইরোবি জিমখানা ক্লাব | ৮,০০০ | ২ |
গ্রুপ পর্ব ও ফলাফল
প্রতি গ্রুপের শীর্ষস্থানীয় ৩টি দল পরবর্তী পর্বে উত্তরণ ঘটবে।[2]
গ্রুপ এ
দলের নাম | খেলা | জয় | পরাজয় | নো রেজাল্ট | টাই | রানের গড় | পয়েন্ট | পিসিএফ |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
৬ | ৬ | ০ | ০ | ০ | ২.০৫ | ২৪ | ১২ |
![]() |
৬ | ৫ | ১ | ০ | ০ | ১.১১ | ২০ | ৮ |
![]() |
৬ | ৩ | ২ | ১ | ০ | ০.৫০ | ১৪ | ৩.৫ |
![]() |
৬ | ৩ | ৩ | ০ | ০ | ০.৮২ | ১২ | – |
![]() |
৬ | ২ | ৩ | ১ | ০ | ০.২৩ | ১০ | – |
![]() |
৬ | ১ | ৫ | ০ | ০ | −১.৪৫ | ৪ | – |
![]() |
৬ | ০ | ৬ | ০ | ০ | −২.৯৬ | ০ | – |
১০ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
জিম্বাবুয়ে ![]() ৩৪০/২ (৫০ ওভার) |
বনাম | ![]() ১০৪/৫ (২৫.১ ওভার) |
জিম্বাবুয়ে ৮৬ রানে বিজয়ী (ডি/এল) হারারে স্পোর্টস ক্লাব, হারারে, জিম্বাবুয়ে |
১১ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
অস্ট্রেলিয়া ![]() ৩১০/৮ (৫০ ওভার) |
বনাম | ![]() ২২৮ (৪৪.৩ ওভার) |
অস্ট্রেলিয়া ৮২ রানে বিজয়ী ওয়ান্ডেরার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা |
১২ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
ভারত ![]() ২০৪ (৪৮.৫ ওভার) |
বনাম | ![]() ১৩৬ (৪৮.১ ওভার) |
ভারত ৬৮ রানে বিজয়ী বোল্যান্ড পার্ক, পার্ল, দক্ষিণ আফ্রিকা |
১৩ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
জিম্বাবুয়ে ![]() |
বনাম | ![]() |
জিম্বাবুয়ে জয়ী (ওয়াকওভার) হারারে স্পোর্টস ক্লাব, হারারে, জিম্বাবুয়ে |
১৫ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
ভারত ![]() ১২৫ (৪১.৪ ওভার) |
বনাম | ![]() ১২৮/১ (২২.২ ওভার) |
অস্ট্রেলিয়া ৯ উইকেটে বিজয়ী সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন, দক্ষিণ আফ্রিকা |
১৬ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
নেদারল্যান্ডস ![]() ১৪২/৯ (৫০ ওভার) |
বনাম | ![]() ১৪৪/৪ (২৩.২ ওভার) |
ইংল্যান্ড ৬ উইকেটে বিজয়ী বাফেলো পার্ক, ইস্ট লন্ডন, দক্ষিণ আফ্রিকা |
১৬ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
পাকিস্তান ![]() ২৫৫/৯ (৫০ ওভার) |
বনাম | ![]() ৮৪ (১৭.৪ ওভার) |
পাকিস্তান ১৭১ রানে বিজয়ী ডি বিয়ার্স ডায়মন্ড ওভাল, কিংবার্লি, দক্ষিণ আফ্রিকা |
১৯ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
ভারত ![]() ২৫৫/৭ (৫০ ওভার) |
বনাম | ![]() ১৭২ (৪৪.৪ ওভার) |
ভারত ৮৩ রানে বিজয়ী হারারে স্পোর্টস ক্লাব, হারারে, জিম্বাবুয়ে |
১৯ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
ইংল্যান্ড ![]() ২৭২ (৫০ ওভার) |
বনাম | ![]() ২১৭/৯ (৫০ ওভার) |
ইংল্যান্ড ৫৫ রানে বিজয়ী সেন্ট জর্জে’স ওভাল, পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা |
২০ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
অস্ট্রেলিয়া ![]() ১৭০/২ (৩৬ ওভার) |
বনাম | ![]() ১২২ (৩০.২ ওভার) |
অস্ট্রেলিয়া ৪৮ রানে বিজয়ী (ডি/এল) নর্থ ওয়েস্ট ক্রিকেট স্টেডিয়াম, পটশেফস্ট্রুম, দক্ষিণ আফ্রিকা |
২২ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
ইংল্যান্ড ![]() ২৪৬/৮ (৫০ ওভার) |
বনাম | ![]() ১৩৪ (৩১ ওভার) |
ইংল্যান্ড ১১২ রানে বিজয়ী নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা |
২৩ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
ভারত ![]() ৩১১/২ (৫০ ওভার) |
বনাম | ![]() ১৩০ (৪২.৩ ওভার) |
ভারত ১৮১ রানে বিজয়ী পাইটারমারিৎবার্গ ওভাল, পাইটারমারিৎবার্গ, দক্ষিণ আফ্রিকা |
২৪ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
জিম্বাবুয়ে ![]() ২৪৬/৯ (৫০ ওভার) |
বনাম | ![]() ২৪৮/৩ (৪৭.৩ ওভার) |
অস্ট্রেলিয়া ৭ উইকেটে বিজয়ী কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে, জিম্বাবুয়ে |
২৫ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
পাকিস্তান ![]() ২৫৩/৯ (৫০ ওভার) |
বনাম | ![]() ১৫৬ (৩৯.৩ ওভার) |
পাকিস্তান ৯৭ রানে বিজয়ী বোল্যান্ড পার্ক, পার্ল, দক্ষিণ আফ্রিকা |
২৬ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
ভারত ![]() ২৫০/৯ (৫০ ওভার) |
বনাম | ![]() ১৬৮ (৪৫.৩ ওভার) |
ভারত ৮২ রানে বিজয়ী সাহারা স্টেডিয়াম কিংসমিড, ডারবান, দক্ষিণ আফ্রিকা |
২৭ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
অস্ট্রেলিয়া ![]() ৩০১/৬ (৫০ ওভার) |
বনাম | ![]() ৪৫ (১৪ ওভার) |
অস্ট্রেলিয়া ২৫৬ রানে বিজয়ী নর্থ ওয়েস্ট ক্রিকেট স্টেডিয়াম, পটশেফস্ট্রুম, দক্ষিণ আফ্রিকা |
২৮ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
জিম্বাবুয়ে ![]() ৩০১/৮ (৫০ ওভার) |
বনাম | ![]() ২০২/৯ (৫০ ওভার) |
জিম্বাবুয়ে ৯৯ রানে বিজয়ী কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে, জিম্বাবুয়ে |
১ মার্চ, ২০০৩ স্কোরকার্ড |
পাকিস্তান ![]() ২৭৩/৭ (৫০ ওভার) |
বনাম | ![]() ২৭৬/৪ (৪৫.৪ ওভার) |
ভারত ৬ উইকেটে বিজয়ী সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন, দক্ষিণ আফ্রিকা |
২ মার্চ, ২০০৩ স্কোরকার্ড |
ইংল্যান্ড ![]() ২০৪/৮ (৫০ ওভার) |
বনাম | ![]() ২০৮/৮ (৪৯.৪ ওভার) |
অস্ট্রেলিয়া ২ উইকেটে বিজয়ী সেন্ট জর্জে’স ওভাল, পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা |
৩ মার্চ, ২০০৩ স্কোরকার্ড |
নেদারল্যান্ডস ![]() ৩১৪/৪ (৫০ ওভার) |
বনাম | ![]() ২৫০ (৪৬.৫ ওভার) |
নেদারল্যান্ড ৬৪ রানে বিজয়ী গুডইয়ার পার্ক, ব্লুয়েমফন্তেইন, দক্ষিণ আফ্রিকা |
৪ মার্চ, ২০০৩ স্কোরকার্ড |
পাকিস্তান ![]() ৭৩/৩ (১৪ ওভার) |
বনাম | ![]() |
ফলাফল হয়নি কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে, জিম্বাবুয়ে |
গ্রুপ বি
দলের নাম | খেলা | জয় | পরাজয় | নো রেজাল্ট | টাই | রানের গড় | পয়েন্ট | পিসিএফ |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
৬ | ৪ | ১ | ০ | ১ | ১.২০ | ১৮ | ৭.৫ |
![]() |
৬ | ৪ | ২ | ০ | ০ | −০.৬৯ | ১৬ | ১০ |
![]() |
৬ | ৪ | ২ | ০ | ০ | ০.৯৯ | ১৬ | ৪ |
![]() |
৬ | ৩ | ২ | ০ | ১ | ১.৭৩ | ১৪ | – |
![]() |
৬ | ৩ | ২ | ১ | ০ | ১.১০ | ১৪ | – |
![]() |
৬ | ১ | ৫ | ০ | ০ | −১.৯৯ | ৪ | – |
![]() |
৬ | ০ | ৫ | ১ | ০ | −২.০৫ | ২ | – |
৯ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
ওয়েস্ট ইন্ডিজ ![]() ২৭৮/৫ (৫০ ওভার) |
বনাম | ![]() ২৭৫/৯ (৪৯ ওভার) |
ওয়েস্ট ইন্ডিজ ৩ রানে বিজয়ী নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা |
১০ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
শ্রীলঙ্কা ![]() ২৭২/৭ (৫০ ওভার) |
বনাম | ![]() ২২৫ (৪৫.৩ ওভার) |
শ্রীলঙ্কা ৪৭ রানে বিজয়ী গুড্ইয়ার পার্ক, ব্লুমফন্তেইন, দক্ষিণ আফ্রিকা |
১১ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
কানাডা ![]() ১৮০ (৪৯.১ ওভার) |
বনাম | ![]() ১২০ (২৮ ওভার) |
কানাডা ৬০ রানে বিজয়ী সাহারা স্টেডিয়াম কিংসমিড, ডারবান, দক্ষিণ আফ্রিকা |
১২ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
কেনিয়া ![]() ১৪০ (৩৮ ওভার) |
বনাম | ![]() ১৪২/০ (২১.২ ওভার) |
দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে বিজয়ী নর্থ ওয়েস্ট ক্রিকেট স্টেডিয়াম, পটশেফস্ট্রুম, দক্ষিণ আফ্রিকা |
১৩ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
নিউজিল্যান্ড ![]() ২৪১/৭ (৫০ ওভার) |
বনাম | ![]() ২২১ (৪৯.৪ ওভার) |
নিউজিল্যান্ড ২০ রানে বিজয়ী সেন্ট জর্জেস ওভাল, পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা |
১৪ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
বাংলাদেশ ![]() ১২৪ (৫০ ওভার) |
বনাম | ![]() ১২৬/০ (২১.১ ওভার) |
শ্রীলঙ্কা ১০ উইকেটে বিজয়ী পাইটারমারিৎবার্গ ওভাল, পাইটারমারিৎবার্গ, দক্ষিণ আফ্রিকা |
১৫ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
কানাডা ![]() ১৯৭ (৪৯ ওভার) |
বনাম | ![]() ১৯৮/৬ (৪৮.৩ ওভার) |
কেনিয়া ৪ উইকেটে বিজয়ী নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা |
১৬ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
দক্ষিণ আফ্রিকা ![]() ৩০৬ (৫০ ওভার) |
বনাম | ![]() ২২৯/১ (৩৬.৫ ওভার) |
নিউজিল্যান্ড ৯ উইকেটে বিজয়ী (ডি/এল) ওয়ান্ডেরার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা |
১৮ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
ওয়েস্ট ইন্ডিজ ![]() ২৪৪/৯ (৫০ ওভার) |
বনাম | ![]() ৩২/২ (৮.১ ওভার) |
ফলাফল হয়নি উইলোমুর পার্ক, বেনোনি, দক্ষিণ আফ্রিকা |
১৯ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
কানাডা ![]() ৩৬ (১৮.৪ ওভার) |
বনাম | ![]() ৩৭/১ (৪.৪ ওভার) |
শ্রীলঙ্কা ৯ উইকেটে বিজয়ী বোল্যান্ড পার্ক, পার্ল, দক্ষিণ আফ্রিকা |
২১ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
কেনিয়া ![]() |
বনাম | ![]() |
কেনিয়া জয়ী (ওয়াকওভার) নাইরোবি জিমখানা ক্লাব, নাইরোবি, কেনিয়া |
২২ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
বাংলাদেশ ![]() ১০৮ (৩৫.১ ওভার) |
বনাম | ![]() ১০৯/০ (১২ ওভার) |
দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে বিজয়ী গুডইয়ার পার্ক, ব্লুয়েমফন্তেইন, দক্ষিণ আফ্রিকা |
২৩ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
কানাডা ![]() ২০২ (৪২.৫ ওভার) |
বনাম | ![]() ২০৬/৩ (২০.৩ ওভার) |
ওয়েস্ট ইন্ডিজ West ৭ উইকেটে বিজয়ী সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন, দক্ষিণ আফ্রিকা |
২৪ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
কেনিয়া ![]() ২১০/৯ (৫০ ওভার) |
বনাম | ![]() ১৫৭ (৪৫ ওভার) |
কেনিয়া ৫৩ রানে বিজয়ী নাইরোবি জিমখানা ক্লাব, নাইরোবি, কেনিয়া |
২৬ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
বাংলাদেশ ![]() ১৯৮/৭ (৫০ ওভার) |
বনাম | ![]() ১৯৯/৩ (৩৩.৩ ওভার) |
নিউজিল্যান্ড ৭ উইকেটে বিজয়ী ডি বিয়ার্স ডায়মন্ড ওভাল, কিংবার্লী, দক্ষিণ আফ্রিকা |
২৭ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
দক্ষিণ আফ্রিকা ![]() ২৫৪/৮ (৫০ ওভার) |
বনাম | ![]() ১৩৬/৫ (৫০ ওভার) |
দক্ষিণ আফ্রিকা ১১৮ রানে বিজয়ী বাফেলো পার্ক, ইস্ট লন্ডন, দক্ষিণ আফ্রিকা |
২৮ ফেব্রুয়ারি, ২০০৩ স্কোরকার্ড |
শ্রীলঙ্কা ![]() ২২৮/৬ (৫০ ওভার) |
বনাম | ![]() ২২২/৯ (৫০ ওভার) |
শ্রীলঙ্কা ৬ রানে বিজয়ী নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা |
১ মার্চ, ২০০৩ স্কোরকার্ড |
কেনিয়া ![]() ২১৭/৭ (৫০ ওভার) |
বনাম | ![]() ১৮৫ (৪৭.২ ওভার) |
কেনিয়া ৩২ রানে বিজয়ী ওয়ান্ডেরার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা |
৩ মার্চ, ২০০৩ স্কোরকার্ড |
কানাডা ![]() ১৯৬ (৪৭ ওভার) |
বনাম | ![]() ১৯৭/৫ (২৩ ওভার) |
নিউজিল্যান্ড ৫ উইকেটে বিজয়ী উইলোমুর পার্ক, বেনোনি, দক্ষিণ আফ্রিকা |
৩ মার্চ, ২০০৩ স্কোরকার্ড |
শ্রীলঙ্কা ![]() ২৬৮/৯ (৫০ ওভার) |
বনাম | ![]() ২২৯/৬ (৪৫ ওভার) |
ম্যাচ টাই (ডি/এল) সাহারা স্টেডিয়াম কিংসমিড, ডারবান, দক্ষিণ আফ্রিকা |
৪ মার্চ, ২০০৩ স্কোরকার্ড |
ওয়েস্ট ইন্ডিজ ![]() ২৪৬/৭ (৫০ ওভার) |
বনাম | ![]() ১০৪ (৩৫.৫ ওভার) |
ওয়েস্ট ইন্ডিজ ১৪২ রানে বিজয়ী ডি বিয়ার্স ডায়মন্ড ওভাল, কিংবার্লী, দক্ষিণ আফ্রিকা |
সুপার সিক্স
অস্ট্রেলিয়া, ভারত, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, কেনিয়া এবং নিউজিল্যান্ড সুপার সিক্স পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে। সেমি-ফাইনাল পর্বে উত্তীর্ণ দলগুলোকে নীল রঙে নির্দেশ করা হয়েছে।
দলের নাম | খেলা | জয় | পরাজয় | নো রেজাল্ট | টাই | রানের গড় | পয়েন্ট | পিসিএফ |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
৩ | ৩ | ০ | ০ | ০ | ১.৮৫ | ২৪ | ১২ |
![]() |
৩ | ৩ | ০ | ০ | ০ | ০.৮৯ | ২০ | ৮ |
![]() |
৩ | ১ | ২ | ০ | ০ | ০.৩৫ | ১৪ | ১০ |
![]() |
৩ | ১ | ২ | ০ | ০ | −০.৮৪ | ১১.৫ | ৭.৫ |
![]() |
৩ | ১ | ২ | ০ | ০ | −০.৯০ | ৮ | ৪ |
![]() |
৩ | ০ | ৩ | ০ | ০ | −১.২৫ | ৩.৫ | ৩.৫ |
৭ মার্চ, ২০০৩ স্কোরকার্ড |
অস্ট্রেলিয়া ![]() ৩১৯/৫ (৫০ ওভার) |
বনাম | ![]() ২২৩ (৪৭.৪ ওভার) |
অস্ট্রেলিয়া ৯৬ রানে বিজয়ী সেঞ্চুরিয়ন পার্ক, সেঞ্চুরিয়ন, দক্ষিণ আফ্রিকা |
৭ মার্চ, ২০০৩ স্কোরকার্ড |
কেনিয়া ![]() ২২৫/৬ (৫০ ওভার) |
বনাম | ![]() ২২৬/৪ (৪৭.৫ ওভার) |
ভারত ৬ উইকেটে বিজয়ী নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা |
৮ মার্চ, ২০০৩ স্কোরকার্ড |
জিম্বাবুয়ে ![]() ২৫২/৭ (৫০ ওভার) |
বনাম | ![]() ২৫৩/৪ (৪৭.২ ওভার) |
নিউজিল্যান্ড ৬ উইকেটে বিজয়ী গুডইয়ার পার্ক, ব্লুমফন্তেইন, দক্ষিণ আফ্রিকা |
১০ মার্চ, ২০০৩ স্কোরকার্ড |
ভারত ![]() ২৯২/৬ (৫০ ওভার) |
বনাম | ![]() ১০৯ (২৩ ওভার) |
ভারত ১৮৩ রানে বিজয়ী ওয়ান্ডেরার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা |
১১ মার্চ, ২০০৩ স্কোরকার্ড |
অস্ট্রেলিয়া ![]() ২০৮/৯ (৫০ ওভার) |
বনাম | ![]() ১১২ (৩০.১ ওভার) |
অস্ট্রেলিয়া ৯৬ রানে বিজয়ী সেন্ট জর্জেস ওভাল, পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা |
১২ মার্চ, ২০০৩ স্কোরকার্ড |
জিম্বাবুয়ে ![]() ১৩৩ (৪৪.১ ওভার) |
বনাম | ![]() ১৩৫/৩ (২৬ ওভার) |
কেনিয়া ৭ উইকেটে বিজয়ী গুডইয়ার পার্ক, ব্লুমফন্তেইন, দক্ষিণ আফ্রিকা |
১৪ মার্চ, ২০০৩ স্কোরকার্ড |
নিউজিল্যান্ড ![]() ১৪৬ (৪৫.১ ওভার) |
বনাম | ![]() ১৫০/৩ (৪০.৪ ওভার) |
ভারত ৭ উইকেটে বিজয়ী সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন, দক্ষিণ আফ্রিকা |
১৫ মার্চ, ২০০৩ স্কোরকার্ড |
শ্রীলঙ্কা ![]() ২৫৬/৫ (৫০ ওভার) |
বনাম | ![]() ১৮২ (৪১.৫ ওভার) |
শ্রীলঙ্কা ৭৪ রানে বিজয়ী বাফেলো পার্ক, ইস্ট লন্ডন, দক্ষিণ আফ্রিকা |
১৫ মার্চ, ২০০৩ স্কোরকার্ড |
কেনিয়া ![]() ১৭৪/৮ (৫০ ওভার) |
বনাম | ![]() ১৭৮/৫ (৩১.২ ওভার) |
অস্ট্রেলিয়া ৫ উইকেটে বিজয়ী সাহারা স্টেডিয়াম কিংসমিড, ডারবান, দক্ষিণ আফ্রিকা |
নকআউট পর্ব
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||
১৮ মার্চ, ২০০৩ - সেন্ট জর্জেস ওভাল, পোর্ট এলিজাবেথ, দক্ষিণ আফ্রিকা | ||||||
১ ![]() | ২১২/৭ | |||||
২৩ মার্চ, ২০০৩ - ওয়ান্ডেরার্স স্টেডিয়াম, জোহানেবার্গ, দক্ষিণ আফ্রিকা | ||||||
৪ ![]() | ১২৩/৭ | |||||
![]() | ৩৫৯/২ | |||||
২০ মার্চ, ২০০৩ - কিংসমিড ক্রিকেট স্টেডিয়াম, ডারবান, দক্ষিণ আফ্রিকা | ||||||
![]() | ২৩৪ | |||||
২ ![]() | ২৭০/৪ | |||||
৩ ![]() | ১৭৮ | |||||
সেমি-ফাইনাল
ফাইনাল
ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী টসে জয়ী হয়ে অস্ট্রেলিয়া দলকে ব্যাটিংয়ের জন্যে আমন্ত্রণ জানান। তিনি পূর্বদিনের বৃষ্টি ও শিশিরস্নাত অবস্থায় পীচের সুবিধা নেবার আশা করেছিলেন। কিন্তু ওয়ান্ডেরার্স স্টেডিয়ামের পীচের সুবিধা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যানদ্বয় ভারতীয় বোলারদের উপর চড়াও হয়ে চমৎকার সূচনা করেন। অ্যাডাম গিলক্রিস্ট ও ম্যাথিউ হেইডেনের ১৪ ওভারে ১০৫ রান উঠায় সৌরভ গাঙ্গুলী অপ্রত্যাশিতভাবে স্পিনারদেরকে ডেকে আনেন। এতে সাফল্যও পান তিনি। হরভজন সিংয়ের বলে সুইপ শট নিতে গিয়ে গিলক্রিস্ট উইকেট হারান। এরপর হেইডেনও আউট হলে দলের রান দাঁড়ায় ২ উইকেটে ১২৫। এরপর অসি অধিনায়ক রিকি পন্টিং এবং ড্যামিয়েন মার্টিন জুটি ৩০.১ ওভারে ২৩৪ করেন যা একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার রেকর্ডবিশেষ। শেষ ১০ ওভারে দলটি ১০৯ রান করেছিল।
পন্টিং ১২১ বলে ১৪০ রান করেন, যাতে ৭টি চার ও ৮টি ছয়ের মার ছিল। এ সেঞ্চুরীটি ছিল বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ। প্রতি ওভারে ৭.১৮ রান করে দলটি। অস্ট্রেলিয়ার ওডিআই ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫৯ রান করে মাত্র ২ উইকেটের বিনিময়ে।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে ২০০৩ ক্রিকেট বিশ্বকাপ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বিবিসিতে ২০০৩ ক্রিকেট বিশ্বকাপ (ইংরেজি)
- ক্রিনইনফোতে ২০০৩ ক্রিকেট বিশ্বকাপ (ইংরেজি)
- Guardian.co.uk ক্রীড়াতে ২০০৩ ক্রিকেট বিশ্বকাপ (ইংরেজি)