এসিসি প্রিমিয়ার লীগ

এসিসি প্রিমিয়ার লীগ এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তৃক পরিচালিত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্যভূক্ত দেশসমূহ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। পূর্বে এ প্রতিযোগিতাটি এসিসি ফাস্ট ট্র্যাক কান্ট্রিজ টুর্নামেন্ট নামে পরিচিত ছিল। ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে সর্বমোট তিনবার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে এসিসি টুয়েন্টি২০ কাপ নামে নতুন একটি প্রতিযোগিতা এর পরিবর্তে অনুষ্ঠিত হচ্ছে।[1] পরবর্তীতে বেশ কয়েকবছর স্থগিত থাকার পর ২০১৪ সালে পুণরায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

২০০৪/০৫ প্রতিযোগিতা

দল পয়েন্ট খেলা জয় পরাজয় ড্র
 হংকং ৯৫.৫
 সংযুক্ত আরব আমিরাত ৯১.৫
   নেপাল ৫১.৫
 সিঙ্গাপুর ৪৭
 মালয়েশিয়া ৪২.৫

২০০৫/০৬ প্রতিযোগিতা

দল পয়েন্ট খেলা জয় পরাজয় ড্র
 সংযুক্ত আরব আমিরাত ১০০
   নেপাল ৮৭.৫
 মালয়েশিয়া ৭৯
 সিঙ্গাপুর ৬৫.৫
 হংকং ৪৬

২০০৬/০৭ প্রতিযোগিতা

দল পয়েন্ট খেলা জয় পরাজয় ড্র ফলাফল হয়নি
   নেপাল ৯৫.৫
 সংযুক্ত আরব আমিরাত ৮৫.৫
 সিঙ্গাপুর ৬৯
 মালয়েশিয়া ৬৮
 হংকং ৬০

২০১৪ প্রতিযোগিতা

দল খেলা জয় পরাজয় টাই ফলাফল হয়নি পয়েন্ট নেট রান রেট
 আফগানিস্তান+১.০৬২
 সংযুক্ত আরব আমিরাত+০.২১৪
   নেপাল-০.০২৪
 ওমান-০.০৮২
 হংকং-০.১৩২
 মালয়েশিয়া-০.৯৫১

তথ্যসূত্র

  1. "Article about ACC Twenty20 Cup"। ২৫ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.