হংকং জাতীয় ক্রিকেট দল

হংকং ক্রিকেট দল (ইংরেজি: Hong Kong cricket team) আন্তর্জাতিক ক্রিকেটে হংকংয়ের প্রতিনিধিত্বকারী ক্রিকেট দল। দলটি ১৮৬৬ সালে সর্বপ্রথম ক্রিকেট খেলায় অংশ নেয়।[1] ১৯৬৯ সাল থেকে হংকং দল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য দেশের মর্যাদা পায়।[2] বর্তমানে দলটি আইসিসি’র র‌্যাঙ্কিং প্রথায় ২০তম এবং টেস্ট বহির্ভূত দেশ হিসেবে এশিয়ায় তৃতীয় সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী দল।[3]

হংকং
আইসিসি সদস্যপদ অনুমোদন১৯৬৯
আইসিসি সদস্য মর্যাদা সহযোগী সদস্য
আইসিসি উন্নয়ন অঞ্চলএশিয়া
বিশ্ব ক্রিকেট লীগ বিভাগWCL Championship
অধিনায়কবাবর হায়াত
কোচসায়মন কুক
আনুষ্ঠানিকভাবে ১ম খেলা১৮৬৬ বনাম সাংহাই
একদিনের আন্তর্জাতিক
খেলার সংখ্যা
জয়/পরাজয় ০/৪
প্রথম শ্রেণীর ক্রিকেট
খেলার সংখ্যা
জয়/পরাজয় ০/১
লিস্ট এ ক্রিকেট
খেলার সংখ্যা
জয়/পরাজয় ১/৬
আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব
অংশগ্রহণ ৭ (১৯৮২-এ প্রথম)
সেরা ফলাফল ৩য় স্থান, ২০১৪
১ জানুয়ারি, ২০১২ হিসাবে

বর্তমানে দলের অধিনায়কত্ব করছেন বাবর হায়াত এবং দলের কোচ হিসেবে রয়েছেন সায়মন কুক

ইতিহাস

হংকং ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক হংকং ক্রিকেট দল পরিচালিত হচ্ছে।[4] ২০০৪ সালের এশিয়া কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে প্রথম একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণের সুযোগ লাভ করে।[5] ১৯৮২ সাল থেকে দলটি ২০০৫ সাল বাদে প্রতিটি আইসিসি ট্রফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।[6] ২০০৫ সালে আইসিসি আন্তঃমহাদেশীয় কাপে অংশ নেয়।[7] ২০১৮ সালের এশিয়া কাপে হংকং পাকিস্তানের কাছে হেরে যায়। তবে ভারতের বিপক্ষে মাত্র ২৬ রানে পরাজিত হয়। ওপেনিং পার্টনারশিপে হংকং তাদের ১৭৪ রানের সর্বোচ্চ রেকর্ড গড়ে।[8]

আইসিসি বিশ্ব টুয়েন্টি২০

দলটি ২০১৩ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্বে ৬ষ্ঠ স্থান অধিকার করে। এর ফলে তারা বাংলাদেশে অনুষ্ঠিতব্য ২০১৪ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় প্রথমবারের মতো ১৬ দলের অংশগ্রহণে অন্য দশটি পূর্ণাঙ্গ সদস্যদের সাথে অংশগ্রহণ করেছে। গ্রুপ-পর্বে হংকং দল বাংলাদেশ, নেপাল ও আফগানিস্তানের মোকাবেলা করেছে।

তথ্যসূত্র

  1. Chronology of Hong Kong cricket
  2. Hong Kong at CricketArchive
  3. "ICC's One-Day rankings"। ২৯ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৩
  4. "A brief history ..."। Cricinfo। সংগৃহীত 2008-05-02।
  5. List of Hong Kong ODIs at CricketArchive
  6. ICC Trophy matches played by Hong Kong at CricketArchive
  7. 2005 ICC Intercontinental Cup at CricketEurope
  8. "রোহিতদের নিয়ে রসিকতা, হংকং বলছে দেখিয়ে দিলাম"। ১৯ সেপ্টেম্বর ২০১৮।

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.