তানভীর আফজাল
তানভীর আফজাল (জন্ম: ১২ জুন, ১৯৮৮) পাকিস্তানের গুজরাটে জন্মগ্রহণকারী হংকংয়ের আন্তর্জাতিক ক্রিকেটার। হংকং ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। বর্তমানে তিনি হংকং দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলছেন।
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | গুজরাট, পাকিস্তান | ১২ জুন ১৯৮৮
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি |
ভূমিকা | অধিনায়ক |
ঘরোয়া দলের তথ্য | |
বছর | দল |
হংকং | |
উৎস: ক্রিকইনফো, ২১ মার্চ, ২০১৪ |
খেলোয়াড়ী জীবন
২০১৪ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় হংকংয়ের পক্ষে খেলেন।[1] ১ মে, ২০১৪ তারিখে এসিসি প্রিমিয়ার লীগে আফগানিস্তানের বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে।[2] ২০১৫ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বাছাইপর্ব প্রতিযোগিতায় হংকং দলের অধিনায়কের দায়িত্ব পান। সাবেক অধিনায়ক জেমস অ্যাটকিনসন এ দায়িত্ব অব্যাহতি নেবার পর মে, ২০১৫ সাল থেকে এ দায়িত্বে রয়েছেন।[3]
তথ্যসূত্র
- "Tanwir Afzal"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৪।
- "Asian Cricket Council Premier League, 2014"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৪।
- "Afzal to lead Hong Kong in World T20 Qualifier"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৮ মে ২০১৫।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.