বাহরাইন জাতীয় ক্রিকেট দল

বাহরাইন ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে বাহরাইনের প্রতিনিধিত্ব করে। তারা ২০০১ সালে আইসিসি অনুমোদিত সদস্য হয়। [1] তারা প্রথম আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয় ২০০৪ সালের এসিসি ট্রফিতে। কিন্তু তারা সেখানে প্রথম রাউন্ড অতিক্রম করতে ব্যর্থ হয়। তারা ২০০৬ সালের আগস্ট মাসে আবার একই টুর্নামেন্টে অংশ নেয় এবং পূর্বের তুলনায় ভাল করে তারা ষষ্ঠ হয়। এর আগে তারা ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে এসিসি মধ্যপ্রাচ্য কাপ জয় করে। [2]

বাহরাইন
বাহরাইন ক্রিকেট দলের লোগো
বাহরাইন ক্রিকেট দলের লোগো
আইসিসি সদস্যপদ অনুমোদন২০০১
আইসিসি সদস্য মর্যাদা অনুমোদিত সদস্য
আইসিসি উন্নয়ন অঞ্চলএশিয়া
বিশ্ব ক্রিকেট লীগ বিভাগনা
অধিনায়কতাহির দার
কোচআমির ওয়াসিম
আনুষ্ঠানিকভাবে ১ম খেলা১৯৯৪ বনাম মেরিলিবোন ক্রিকেট ক্লাব, আওয়ালি ক্রিকেট ক্লাব মাঠ, বাহরাইন
০৪ এপ্রিল ২০১৫ হিসাবে

বাহরাইন ২০০৯ সালের বিশ্ব ক্রিকেট লিগের সপ্তম বিভাগে জয়ী হয়ে ষষ্ঠ বিভাগে খেলার যোগ্যতা অর্জন করে। সেখানেও তারা ভাল ফল করে এবং রানার্সআপ হয়। এতে করে তারা বিশ্ব ক্রিকেট লীগের পঞ্চম বিভাগে খেলার যোগ্যতা অর্জন করে। তারা ২০১০ সালে তারা নেপালে অনুষ্ঠেয় পঞ্চম বিভাগে অংশ নেয়

২০০৯ সালের নভেম্বর মাসে বাহরাইন ২০০৯ এসিসি টুয়েন্টি২০ কাপ-এ অংশ নেয়। সেখানে তারা ৫ ম্যাচের সবকটিতেই হেরে '"বি" গ্রুপের তলানিতে অবস্থান করে। ১১তম স্থানের লড়াইয়ে বাহরাইন চীনকে ৯৩ রানে হারিয়ে ১১ তম হয়।

টুর্নামেন্ট ইতিহাস

এসিসি ট্রফি

  • ২০০৬: কোয়ার্টার ফাইনাল

এসিসি ট্রফি এলিট

  • ২০০৮: ৭ম

বিশ্ব ক্রিকেট লীগ

  • ২০০৯ (সপ্তম বিভাগ): জয়ী
  • ২০০৯ (ষষ্ঠ বিভাগ): রানার্সআপ
  • ২০১০ (পঞ্চম বিভাগ): ৩য়
  • ২০১২ (পঞ্চম বিভাগ) : ৫ম
  • ২০১৩ (ষষ্ঠ বিভাগ) : ৫ম

এসিসি টুয়েন্টি২০ কাপ

  • ২০০৯: ১১তম

বর্তমান স্কোয়াড

নিম্নের তালিকায় ২০১০ এসিসি ট্রফি এলিট-এ অংশগ্রহণকারী খেলোয়াড়দের নাম রয়েছে।[3]
২০১৪ সালের জুনে বাহরাইনের খেলোয়াড়েরা
  • ফাহাদ সাদেক (অধিনায়ক)
  • আজীম উল হক
  • আশরাফ ইয়াকুব
  • ইমরান সাজ্জাদ
  • রিজওয়ান বাইগ
  • আবদুল মাজীদ
  • আদিল হানিফ
  • আশরাফ মুঘল
  • হালাল আব্বাসি
  • রিজওয়ান মাতলুব
  • আবদুল সালাম
  • আদনান বাট
  • কাশিফ লতিফ
  • মোহাম্মাদ আসিফ

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.