ইতালি জাতীয় ক্রিকেট দল

ইতালি জাতীয় ক্রিকেট দল (ইতালীয়: Nazionale di cricket dell'Italia) আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ইতালির প্রতিনিধিত্বকারী দল। তারা ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সহযোগী সদস্য, তার পূর্বে ১৯৮৪ সাল থেকে আইসিসি অনুমোদিত দল ছিল।[1] ইতালি জাতীয় ক্রিকেট দল ফেদেরাচ্চিওনে ক্রিকেট ইতালীয়া বা ইতালীয় ক্রিকেট ফেডারেশন দ্বারা পরিচালিত হয়।

ইতালি জাতীয় ক্রিকেট দল
ইতালীয় ক্রিকেট ফেডারেশনের লোগো
ইতালীয় ক্রিকেট ফেডারেশনের লোগো
আইসিসি সদস্যপদ অনুমোদন১৯৮৪
আইসিসি সদস্য মর্যাদা সহযোগী সদস্য
আইসিসি উন্নয়ন অঞ্চলইউরোপ
বিশ্ব ক্রিকেট লীগ বিভাগতৃতীয়
অধিনায়কআলেসসান্দ্রো বনোরা
কোচজো স্কুদেরি
আনুষ্ঠানিকভাবে ১ম খেলা১৫ জুলাই ১৯৯৬ বনাম আয়ারল্যান্ড - কোপেনহেগেন, ডেনমার্ক
টুয়েন্টি২০ ক্রিকেট
খেলার সংখ্যা
জয়/পরাজয় ৩/৪
আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব
অংশগ্রহণ ১ (২০০১ সালেরটি প্রত্যাহার) (১৯৯৭-এ প্রথম)
সেরা ফলাফল ২১তম স্থান, ১৯৯৭
১৩ মার্চ ২০১১ হিসাবে

বর্তমানে তাঁরা বিশ্ব ক্রিকেট লীগে বিভাগ তৃতীয়েতে এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বিভাগ একে খেলছে।

ইতিহাস

প্রথম দিকে

টুর্নামেন্ট ইতিহাস

অলিম্পিক ক্রিকেট এবং ক্রিকেট বিশ্বকাপ: কখনও অংশগ্রহণ করেনি।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.