শামসুর রহমান (ক্রিকেটার)

মোহাম্মদ শামসুর রহমান বাংলাদেশের প্রথম-শ্রেণী এবং লিস্ট এ-এর ক্রিকেটার। তার জন্ম ৫ জুন, ১৯৮৮ সালে কুমিল্লায়। তিনি ডান হাতি ব্যাটসম্যান এবং ডান হাতি মিডিয়াম পেস বোলার। তার প্রথম-শ্রেণীর প্রথম সেঞ্চুরিটি আসে চট্টগ্রামের বিভাগের বিপক্ষে, এছাড়াও তার ৪টি প্রথম-শ্রেণীর অর্ধ-শতক রয়েছে। সীমিত ওভারের ম্যাচে জিম্বাবুয়ে 'এ' দলের বিপক্ষে তার ২টি অর্ধ-শতক রয়েছে, যার মধ্যে একটির সর্বোচ্চ ৬৩।

শামসুর রহমান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহাম্মাদ শামসুর রহমান
জন্ম (1988-06-05) ৫ জুন ১৯৮৮
কুমিল্লা, বাংলাদেশ
উচ্চতা ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরনডানহাতি অফব্রেক
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
ওডিআই অভিষেক৩১ অক্টোবর ২০১৩ বনাম নিউজিল্যান্ড
শেষ ওডিআই৩ নভেম্বর ২০১৩ বনাম নিউজিল্যান্ড
টি২০আই অভিষেক৩১ মার্চ ২০১৩ বনাম নিউজিল্যান্ড
শেষ টি২০আই৬ নভেম্বর ২০১৩ বনাম নিউজিল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৩-বর্তমানরংপুর রাইডার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি লিস্ট এ
ম্যাচ সংখ্যা ৬৪ ৭০
রানের সংখ্যা ১২১ ৫৯ ৩,৫৪৬ ১,৬৩৬
ব্যাটিং গড় ৬০.৫০ ১৪.৭৫ ৩৪.০৯ ২৪.৭৮
১০০/৫০ ০/১ ০/৩ ৫/২৪ ১/১০
সর্বোচ্চ রান ৯৬ ৫৩ ১৩৪ ১০৫*
বল করেছে - - ৭৩৭ ২৮৮
উইকেট -
বোলিং গড় - - ৫২.৫৫ ৬২.০০
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - - n/a
সেরা বোলিং -/- - ৪/৫৪ ১/২৬
ক্যাচ/স্ট্যাম্পিং ০/ ১/ ৬০/ ২৯/
উৎস: Cricinfo, 6 December 2013
শামসুর রহমান
পদক রেকর্ড
পুরুষ ক্রিকেট
 বাংলাদেশ -এর প্রতিনিধিত্বকারী
এশিয়ান গেমস
২০১০ গুয়াংজুদল

তিনি ২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লীগে রংপুর রাইডার্সের হয়ে খেলেন এবং সাংবাদিকদের ভোটে টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেন (১২ ম্যাচে ৬টি অর্ধশতকসহ ৪২১ রান)।[1]

তথ্যসূত্র

  1. "শিরোপা ধরে রাখল ঢাকা"। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৩

আরও দেখুন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.