গাব্বা
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড (ইংরেজি: Brisbane Cricket Ground) অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের রাজধানী ব্রিসবেনের বৃহৎ আকৃতির ক্রিকেট স্টেডিয়াম। সচরাচর এ স্টেডিয়ামটি গাব্বা নামেই সর্বাধিক পরিচিত।[1][2] কুইন্সল্যান্ডের উপকণ্ঠে ওলুংগাব্বা এলাকার নাম অনুসারে ‘গাব্বা’ নামের উৎপত্তি হয়েছে। ৪২,০০০ দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটি ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
![]() | |
স্টেডিয়ামের তথ্যাবলী | |
---|---|
অবস্থান | ওলুংগাব্বা, কুইন্সল্যান্ড |
স্থানাঙ্ক | ২৭°২৯′৯″ দক্ষিণ ১৫৩°২′১৭″ পূর্ব |
প্রতিষ্ঠাকাল | ১৮৯৫ |
ধারন ক্ষমতা | ৪২,০০০ |
স্বত্ত্বাধিকারী | কুইন্সল্যান্ড সরকার |
পরিচালনায় | স্টেডিয়ামস কুইন্সল্যান্ড |
অন্যান্য | কুইন্সল্যান্ড ক্রিকেট দল, ব্রিসবেন লায়ন্স, ব্রিসবেন হিট |
প্রান্ত | |
স্ট্যানলি স্ট্রিট এন্ড ভালচার স্ট্রিট এন্ড | |
আন্তর্জাতিক তথ্যাবলী | |
প্রথম টেস্ট | ২৭ নভেম্বর ১৯৩১: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা |
শেষ টেস্ট | ১৩ নভেম্বর ২০১২: অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা |
প্রথম ওডিআই | ২৩ ডিসেম্বর ১৯৭৯: ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ |
শেষ ওডিআই | ১৮ জানুয়ারি ২০১৩: অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা |
ঘরোয়া দলের তথ্য | |
কুইন্সল্যান্ড (১৮৯৬-) ব্রিসবেন লায়ন্স (১৯৯৭-) ব্রিসবেন হিট (২০১১-) | |
৫ মে ২০১০ অনুযায়ী উৎস: CricketArchive |
ইতিহাস
১৮৯৫ সালে নির্মিত এ স্টেডিয়ামটির ভূমি মূলতঃ ক্রিকেট খেলার মাঠের জন্য তৈরি করা হয়। ১৯ ডিসেম্বর, ১৮৯৬ তারিখে পার্লামেন্ট বনাম দ্য প্রেসের মধ্যকার প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। এরপূর্বে ১৮৬০-এর দশকের শুরুতে[3] এ মাঠে ক্রিকেট খেলা হলেও তা গ্রিন হিলস নামে পরিচিত ছিল।[4] ১৯৩১ সাল পর্যন্ত এক্সিবিশন গ্রাউন্ডের সাথে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা আয়োজনের অংশীদার ছিল এ মাঠ। ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি, ১৯৩১ তারিখ পর্যন্ত প্রথমবারের মতো শেফিল্ড শিল্ড খেলার সময়সূচী প্রদান করলেও বৃষ্টির কারণে কোন বল ব্যতিরেকেই খেলা পরিত্যক্ত হয়। ২৭ নভেম্বর-৩ ডিসেম্বর, ১৯৩১ তারিখে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট খেলার আয়োজন করা হয়।
তথ্যসূত্র
- Australian Stadiums
- Brisbane Cricket Ground — Cricinfo
- QCA Archive/Grounds (website)
- "Pictorial Brisbane 1860 – 1875"। Brisbanehistory.com। সংগ্রহের তারিখ ২০১২-০৭-১৯।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে গাব্বা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- Brisbane Cricket Ground – Queensland Government Legislation Act, 1993 (.pdf file)
- Brisbane Cricket Ground – Statistical Overview (Test Cricket) – HowSTAT! Grounds Statistics
- Brisbane Cricket Ground Redevelopment, Brisbane, QLD
- Satellite photo of The Gabba
- The Brisbane Lions – an Overview
- Brisbane Lions information
- World Stadiums