ব্রিসবেন

ব্রিসবেন (ইংরেজি: Brisbane ব্রিয্‌বেইন) অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের একটি শহর। শহরটি কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী এবং ব্রিসবেন নদীর তীরে মোরটন উপসাগরের কাছে অবস্থিত একটি সমুদ্র বন্দর। ব্রিসবেন নদীতে ড্রেজ করে শহরটিতে সমুদ্রগামী জাহাজের আসার ব্যবস্থা করা হয়েছে। বন্দর ব্যবস্থার মধ্যে আছে ড্রাই ডক্‌স ও ৩ কিমিরও বেশি হোয়্রর্ফ স্পেস। পশম এ শহরের প্রধান রপ্তানিকৃত দ্রব্য। অন্যান্য রপ্তানির মধ্যে আছে বরফজমা মাংস, চামড়া, চিনি, দুগ্ধজাত দ্রব্য, ভুট্টা, মুক্তার খোল এবং কয়লা। শহরটি রেল্পপথের মাধ্যমে অস্ট্রেলিয়ার সমস্ত প্রধান স্থানগুলির সাথে যুক্ত। ব্রিসবেন শহর ও এর পার্শ্ববর্তী এলাকা অস্ট্রেলিয়ার সবচেয়ে উৎপাদনশীল কৃষি ও খনি এলাকা। গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্র ব্রিসবেনে খাদ্য প্রক্রিয়াকরণ, চামড়া পাকাকরণ, মোটরযান জোড়া লাগানো, মদ চোলাইকরণ, এবং কাঠ, কাপড়, তামাকজাত দ্রব্য, বুট ও জুতার উৎপাদন করা হয়। ব্রিসবেন একটি সুপরিকল্পিত নগরী। এর রাস্তাগুলি চওড়া, এখানে বহু নগর উদ্যান ও অনেক আধুনিক দালান আছে। উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে আছে পার্লামেন্ট বিল্ডিং সংসদ ভবন, টাউন হল বা নগর ভবন, ব্রিসবেন জাদুঘর এবং কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের (১৯১০) দালানগুলি।

ব্রিসবেন
কুইন্সল্যান্ড
ক্যাঙ্গারু পয়েন্ট থেকে তোলা ব্রিসবেনের দিগন্ত রূপরেখার আলোকচিত্র
ব্রিসবেন
ভৌগোলিক স্থানাঙ্ক২৭°২৮′৪.৫″ দক্ষিণ ১৫৩°০১′৪০″ পূর্ব
জনসংখ্যা২২,৩৮,৩৯৪ (২০১৩)[1] (৩য়)
 • জনঘনত্ব১৪০/বর্গ কি.মি. (৩৬০/ব.মা.) [2]
প্রতিষ্ঠার তারিখ১৮২৫
আয়তন১৫,৮২৬ বর্গ কি.মি.(৬,১১০.৫ বর্গমাইল)[3]
সময় অঞ্চলঅপূমাস (AEST) (UTC+10)
অবস্থান
  • সিডনি থেকে উত্তর দিকে ৭৩৩ কি.মি. (৪৫৫ মা.) দূরে
  • ক্যানবেরা থেকে উত্তর-উত্তর-পূর্ব দিকে ৯৪৫ কি.মি. (৫৮৭ মা.) দূরে
  • মেলবোর্ন থেকে উত্তর-উত্তর-পূর্ব দিকে ১,৩৭৬ কি.মি. (৮৫৫ মা.) দূরে
  • অ্যাডিলেড থেকে উত্তর-পূর্ব দিকে ১,৬০২ কি.মি. (৯৯৫ মা.) দূরে
  • পার্থ থেকে উত্তর-পূর্ব দিকে ৩,৬১০ কি.মি. (২,২৪৩ মা.) দূরে
স্থানীয় সরকার
  • সিটি অফ ব্রিসবেন
  • সিটি অফ ইপসুইচ
  • লকিয়ের ভ্যালি রিজিয়ন
  • লোগান সিটি
  • মোরটন বে রিজিয়ন
  • রেডল্যান্ড সিটি
  • সিনিক রিম রিজিয়ন
  • সমারসেট রিজিয়ন
অঞ্চলসাউথ ইস্ট কুইন্সল্যান্ড
প্রশাসনিক বিভাগস্ট্যানলি, ক্যানিং, ক্যাভেন্ডিশ, চার্চিল, ওয়ার্ড
রাজ্য নির্বাচনী এলাকা৪১টি বিভাগ
কেন্দ্রীয় বিভাগ১৭টি বিভাগ
গড় সর্বোচ্চ তাপমাত্রা গড় সর্বনিম্ন তাপমাত্রা বার্ষিক বৃষ্টিপাত
26.4 °সে
80 °ফা
16.2 °সে
61 °ফা
1008.2 মি.মি.
39.7 ইঞ্চি
অস্ট্রেলিয়ার মানচিত্রে ব্রিসবেনের অবস্থান
রাতের ব্রিসবেন
ব্রিসবেন নগর ভবন (সিটি হল)

১৮২৪ সালে ব্রিটেনের অপরাধীদের রাখার জন্য ব্রিসবেন প্রতিষ্ঠা করা হয়। ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী ও প্রশাসক, তৎকালীন নিউ সাউথ ওয়েল্‌স রাজ্যের গভর্নর টমাস ব্রিসবেনের নামে শহরটির নামকরণ করা হয়। শহরটিকে ১৮৪২ সালে বসতি স্থাপনের জন্য খুলে দেয় আহয় এবং ১৮৫৯ সালে এটি নতুন রাজ্য কুইন্সল্যান্ডের রাজধানীতে পরিণত হয়। ১৯৮৮ সালে ব্রিসবেনে একটি বিশ্ব মেলা অনুষ্ঠিত হয়। মেলার আয়োজনে এখানে একটি নতুন বিমানবন্দর ও অনেক নতুন দালান নির্মাণ করা হয়।

ব্রিসবেনের জনসংখ্যা বৃদ্ধির হার অস্ট্রেলিয়ার সর্বোচ্চগুলির একটি। ১৯৪০ থেকে ১৯৮৬ সালের মধ্যে এর জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পায়। বর্তমান মেট্রোপলিটান ব্রিসবেনের জনসংখ্যা প্রায় ১৮ লক্ষ। [4]

তথ্যসূত্র

  1. "3218.0 – Regional Population Growth, Australia, 2012–13: Estimated Resident Population, States and Territories – Greater Capital City Statistical Areas (GCCSAs)"Australian Bureau of Statistics। ৩ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০১৪ ERP at 30 June 2013.
  2. Australian Bureau of Statistics (৩০ এপ্রিল ২০১৩)। "3218.0 – Regional Population Growth, Australia, 2011–12"। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৪
  3. Australian Bureau of Statistics (২৭ মে ২০১৩)। "National Regional Profile: Greater Brisbane (Greater Capital City Statistical Area)"। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৪
  4. Brisbane Metro Statistics Estimated 2005 includes Ipswich City, Redlands Shire, Redcliffe City, Logan City, Pine Rivers Shire and part of Gold Coast City, Beaudesert Shire and Caboolture Shire
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.