লিসমোর

লিসমোর বা লিজমোর (Lismore) উত্তরপূর্বাঞ্চলীয় নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়ার একটি শহর এবং লিসমোর নগরী স্থানীয় সরকাররের কেন্দ্রীয় শহর; এছাড়াও এটা নিউ সাউথ ওয়েলস রাজ্যের Northern Rivers region এর একটি আঞ্চলিক কেন্দ্র. লিসমোর নগরীর জনসংখ্যা জুন ২০১৫ এ ছিল ২৯৪১৩ জন। লিসমোর নগরীতে অনেক ঐতিহাসিক ভবন, এতদ অঞ্চলের কেন্দ্রীয় হাসপাতাল- Lismore Base Hospital, বহু গবেষণা প্রতিষ্ঠান ও একটি বিশ্ববিদ্যালয়-Southern Cross University রয়েছে [2]

লিসমোর
Lismore from helicopter, overlooking the Bruxner Highway and Lismore CBD
লিসমোর
ভৌগোলিক স্থানাঙ্ক২৮°৪৯′০″ দক্ষিণ ১৫৩°১৭′০″ পূর্ব
জনসংখ্যা২৯,৪১৩ (2015)[1] (46)
প্রতিষ্ঠার তারিখ১৮৫৬
ডাককোড২৪৮০
উচ্চতা১২ মি (৩৯ ফু)
অবস্থান
  • সিডনী থেকে NNE দিকে ৭৩৪ কি.মি. (৪৫৬ মা.) দূরে
  • ব্রিসব্যান থেকে S দিকে ২০০ কি.মি. (১২৪ মা.) দূরে
  • Byron Bay থেকে SW দিকে ৪৬ কি.মি. (২৯ মা.) দূরে
স্থানীয় সরকারCity of Lismore
প্রশাসনিক বিভাগRous
রাজ্য নির্বাচনী এলাকাLismore
কেন্দ্রীয় বিভাগPage
গড় সর্বোচ্চ তাপমাত্রা গড় সর্বনিম্ন তাপমাত্রা বার্ষিক বৃষ্টিপাত
25.5 °সে
78 °ফা
13.2 °সে
56 °ফা
1343.0 মি.মি.
52.9 ইঞ্চি
The Rainbow Train in Heritage Park in Lismore

শিক্ষা

লিসমোরে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। সাউদার্ন ক্রস বিশ্ববিদ্যালয় (Southern Cross University) লিসমোর নগরীতে অবস্থিত। এখানে ব্যবসা এবং আইন, পর্যটন, মানবিক ও সামাজিক বিজ্ঞান, সৃষ্টিশীল সহ শিল্পকলা, আদিবাসী স্টাডিজ, শিক্ষা, পরিবেশ, সামুদ্রিক ও বন বিজ্ঞান, প্রকৌশল, স্বাস্থ্য এবং মানব বিজ্ঞান, আইন এবং পারফর্মিং ডিসিপ্লিনে স্নাতক, স্নাতকোত্তর ও পোস্ট ডক্টরাল ডিপ্লোমা বা পি.এইচ. ডি. ডিগ্রি অফার করা হয় । বিশ্ববিদ্যালয় 1994 সালে প্রতিষ্ঠিত এবং Coffs Harbour, নিউ সাউথ ওয়েল্স-এ এবং গোল্ড কোস্ট, কুইন্সল্যান্ড এ ক্যাম্পাস রয়েছে। বিশ্ববিদ্যালয় বিশ্বজুড়ে 80 টিরও বেশি দেশ থেকে শিক্ষার্থী রয়েছে [3];[4]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.