লেগ বিফোর উইকেট

ক্রিকেট খেলায় লেগ বিফোর উইকেট বা এল.বি.ডব্লিউ - একটি উপায় যার ফলে ব্যাটসম্যান আউট হয়ে যায়। একজন আম্পায়ার এই সিদ্ধান্ত নেন, তবে ফিল্ডিং এ থাকা খেলোয়ারদের অবশ্যই আম্পায়ারের নিকট আবেদন করতে হয় ।[1] স্ট্যাম্পে লাগার পথে বল যদি ব্যাট ও গ্লাভসে না লেগে শরীরের অন্য কোন অংশে (সাধারণত প্যাডেই লাগে) আঘাত করে তবে সেটা এল.বি.ডব্লিউ হবে। এল.বি.ডব্লিউ'র এই নিয়মটি করা হয়েছে যাতে ব্যাটসম্যানের শরীর বলকে উইকেটে আঘাত হানার পথে বাঁধা হয়ে না দাঁড়ায়।

তথ্যসূত্র

  1. "Law 36 of the Laws of Cricket"। ৩১ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.