আইসিসি সভাপতিদের তালিকা

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ক্রীড়া পরিচালনা পরিষদের সভাপতিদের তালিকা নিম্নে প্রদান করা হলো। ২০১৪-১৫ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল। তিনি ২৬ জুন, ২০১৪ তারিখে একাদশ আইসিসি সভাপতি হিসেবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি অ্যালান আইজ্যাকের স্থলাভিষিক্ত হন।[1] কিন্তু ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত বিষয়ে ১ এপ্রিল, ২০১৫ তারিখে সভাপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি৷[2] বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন পাকিস্তানের সাবেক জনপ্রিয় ব্যাটসম্যান জহির আব্বাস। তাকে ২৫ জুন, ২০১৫ তারিখে এ পদে মনোনয়ন দেয়া হয়।[3][4]

ক্রমিক নং সভাপতির নাম জাতীয়তা মেয়াদকাল
১। লর্ড কাউড্রে  ইংল্যান্ড ১৯৮৯-১৯৯৩*
২। স্যার ক্লাইড ওয়ালকট  ওয়েস্ট ইন্ডিজ ১৯৯৩-১৯৯৭*
৩। জগমোহন ডালমিয়া  ভারত ১৯৯৭-২০০০
৪। ম্যালকম গ্রে  অস্ট্রেলিয়া ২০০০-২০০৩
৫। এহসান মানি  পাকিস্তান ২০০৩-২০০৬
৬। পার্সি সন  দক্ষিণ আফ্রিকা ২০০৬-২০০৭
৭। রে মালি  দক্ষিণ আফ্রিকা ২০০৭-২০০৮
৮। ডেভিড মর্গ্যান[5]  ইংল্যান্ড ২০০৮-২০১০
৯। শরদ পওয়ার  ভারত ২০১০-২০১২
১০। অ্যালান আইজ্যাক  নিউজিল্যান্ড ২০১২-২০১৪
১১। আ হ ম মোস্তফা কামাল  বাংলাদেশ ২০১৪-২০১৫
১২। জহির আব্বাস  পাকিস্তান ২০১৫-

তথ্যসূত্র

  1. "Srinivasan confirmed as ICC Chairman, Mustafa Kamal becomes 11th ICC President"। International Cricket Council। ২৬ জুন ২০১৪। ৮ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮
  2. Cricket World Cup: AHM Mustafa Kamal quits ICC after butting heads with N Srinivasan over trophy snub, foxsports, 1 May 2015.
  3. "Pakistan legend Zaheer Abbas takes over as ICC President"। firstpost.com। ২৫ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫
  4. "Ex-Pakistan and Gloucestershire batsman Zaheer Abbas named ICC president"। .theguardian.com। ২৫ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৫
  5. Morgan to succeed Mali as president, Cricinfo, Retrieved on 19 January 2009

আরও দেখুন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.