আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন
আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন হল বিশ্বব্যাপী আইস হকি ও ইনলাইন হকির পরিচালনা পর্ষদ। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত এবং এর সদস্য সংখ্যা হল ৭৬। এটি আন্তর্জাতিক আইস হকি প্রতিযোগিতা আয়োজন ও পরিচালনা করে এবং আইআইএইচএফ বিশ্ব ক্রমমান নির্ণয় করে।
![]() | |
সংক্ষেপে | IIHF |
---|---|
গঠিত | ১৫ মে ১৯০৮ |
ধরণ | ক্রীড়া সংগঠন |
সদরদপ্তর | জুরিখ, সুইজারল্যান্ড |
সদস্যপদ | ৭৬টি সদস্য রাষ্ট্র |
দাপ্তরিক ভাষা | English French German |
René Fasel | |
ওয়েবসাইট | www |
আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন যদিও আন্তর্জাতিকভাবে আইস হকি প্রতিযোগিতাসমূহ নিয়ন্ত্রণ করে, কিন্তু এর কর্তৃত্ব খুবই কম, বিশেষ করে উত্তর আমেরিকায় এর প্রভাব খুবই কম, যেখানখার জাতীয় হকি লীগগুলোতে এর কোন প্রভাব দেখা যায় না। উত্তর আমেরিকার বাইরের দেশগুলোতে আন্তর্জাতিক আইস হকি ফেডারেশনের নিয়ম নীতি মেনে চললেও হকি কানাডা এবং ইউএসএ হকি ফেডারেশনের নিজস্ব নিয়মনীতি রয়েছে।
ইতিহাস
আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন ১৯০৮ সালের ১৫ মে ফ্রান্সের প্যারিসে লীগ ইন্টারন্যাশনাল ডি হকি সার গ্লাস(Ligue International de Hockey sur Glace (LIHG)) হিসাবে প্রতিষ্ঠিত হয়।[1] এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল বেলজিয়াম, ফ্রান্স, গ্রেট ব্রিটেন, সুইজারল্যান্ড ও বোহেমিয়া (বর্তমান চেজ প্রজাতন্ত্র। ফ্রান্সের প্রতিনিধি ও স্কেটার লুইস ম্যাগনুস ৫ সদস্যদের সবার সম্মতিতে এর প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
সভাপতি
প্রতিযোগিতাসমূহ
জাতীয় দলের
|
ক্লাবের
|
বর্তমান শিরোপাধারী
প্রতিযোগিতা | বিশ্ব | বছর |
---|---|---|
পুরুষ | ![]() |
2018 |
অনূর্ধ্ব-২০ পুরুষ | টেমপ্লেট:Ihj | 2019 |
অনূর্ধ্ব-১৮ পুরুষ | টেমপ্লেট:Ih18 | 2018 |
মহিলা | ![]() |
2017 |
অনূর্ধ্ব-১৮ মহিলা | টেমপ্লেট:Ihw18 | 2019 |
ইনলাইন | টেমপ্লেট:Iih | 2017 |
তথ্যসূত্র
- IIHF and Paris International Ice Hockey Federation. Retrieved on 2010-02-18
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
টেমপ্লেট:IIHF টেমপ্লেট:Ice Hockey World Championships টেমপ্লেট:Women's ice hockey tournaments টেমপ্লেট:Ice Hockey Leagues