কলিন কাউড্রে

মাইকেল কলিন কাউড্রে, টনব্রিজের ব্যারন কাউড্রে, সিবিই (ইংরেজি: Colin Cowdrey; জন্ম: ২৪ ডিসেম্বর, ১৯৩২ - মৃত্যু: ৪ ডিসেম্বর, ২০০০) ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সি এলাকার ওতাকামুন্ডেতে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ ক্রিকেট তারকা ছিলেন। তিনি তার সুন্দর ব্যাটিংশৈলীর জন্য বিখ্যাত ছিলেন। সচরাচর পরিচিত কলিন কাউড্রে ১৯৫৪-৭৫ মেয়াদকালে ইংল্যান্ড ক্রিকেট দলে খেলার পাশাপাশি অক্সফোর্ড, কেন্ট কাউন্টি দলে খেলেছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলেন ১৯৬৮ সালে অস্ট্রেলিয়া দলের বিপক্ষে।

কলিন কাউড্রে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমাইকেল কলিন কাউড্রে, টনব্রিজের ব্যারন কাউড্রে
জন্ম(১৯৩২-১২-২৪)২৪ ডিসেম্বর ১৯৩২
ওতাকামুন্ড, মাদ্রাজ প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু৪ ডিসেম্বর ২০০০(2000-12-04) (বয়স ৬৭)
লিটলহ্যাম্পটন, পশ্চিম সাসেক্স, ইংল্যান্ড, যুক্তরাজ্য
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি লেগ স্পিন
ভূমিকাশীর্ষসারির ব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩৭৯)
২৬ নভেম্বর ১৯৫৪ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট১৩ ফেব্রুয়ারি ১৯৭৫ বনাম অস্ট্রেলিয়া
একমাত্র ওডিআই
(ক্যাপ )
৫ জানুয়ারি ১৯৭১ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৫০-১৯৭৬কেন্ট
১৯৫২-১৯৭৫এমসিসি
১৯৫২-১৯৫৪অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১১৪ ৬৯২ ৮৭
রানের সংখ্যা ৭৬২৪ ৪২৭১৯ ১৯৭৮
ব্যাটিং গড় ৪৪.০৬ ১.০০ ৪২.৮৯ ২৯.৫২
১০০/৫০ ২২/৩৮ ০/০ ১০৭/২৩১ ৩/১২
সর্বোচ্চ রান ১৮২ ৩০৭ ১১৬
বল করেছে ১১৯ ৪৮৭৬ ৫৯
উইকেট ৬৫
বোলিং গড় ৫১.২১ ১৪.৩৩
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ৪/২২ ১/০
ক্যাচ/স্ট্যাম্পিং ১২০/ ০/ ৬৩৮/ ৩৮/
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩০ জুন ২০১৪

খেলোয়াড়ী জীবন

কলিন কাউড্রে তার সমগ্র খেলোয়াড়ী জীবনে ১১৪ টেস্টে অংশ নিয়ে ৭,৬২৪ রান সংগ্রহ করেন ৪৪.০৬ রান গড়ে। এরফলে তিনি ওয়ালি হ্যামন্ডের গড়া রেকর্ড ভঙ্গ করেন। এছাড়াও তিনি ১২০টি ক্যাচ নিয়েছেন যা ওয়ালি হ্যামন্ডের চেয়ে বেশী। ২০১৩ সাল পর্যন্ত তার ২২ সেঞ্চুরির ইংল্যান্ডের রেকর্ড অক্ষুণ্ন ছিল। প্রথম ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ভারত ও পাকিস্তান - এ ছয়টি দলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। তিনি ছয়বার (১৯৫৪-৫৫, ১৯৫৮-৫৯, ১৯৬২-৬৩, ১৯৬৫-৬৬, ১৯৭০-৭১১৯৭৪-৭৫) অস্ট্রেলিয়া সফর করেন। এরফলে তিনি কলিন ব্লাইদের রেকর্ডের সমকক্ষ হন। তার সর্বশেষ সফরকালীন সময়ে সমর্থকেরা ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল।[1]

১৯৫৭ সালে এজবাস্টনে অনুষ্ঠিত সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ উইকেটে পিটার মে’কে নিয়ে ৪১১ রান সংগ্রহ করেন ৫১১ মিনিটে। এ জুটিটি ঐ সময়ে তৃতীয় সর্বোচ্চ রান ছিল, ২০০৯ সাল পর্যন্ত চতুর্থ উইকেটে সর্বোচ্চ ও ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি হিসেবে চিহ্নিত হয়ে আছে।[2] ১৯৬২-৬৩ মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০৭ করেছিলেন। এ রানটি বিদেশে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ও অস্ট্রেলিয়ায় বিদেশী খেলোয়াড়ের মধ্যে সর্বোচ্চ রান।

১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অনুষ্ঠিত ৫ম টেস্টের দ্বিতীয় ইনিংসে জিওফ পুলারের (১৭৫) সাথে উদ্বোধনী জুটিতে রেকর্ডসংখ্যক ২৯০ রান তোলেন। খেলায় তিনি ১৫৫ রান করে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন। পরবর্তীকালে ২ মে, ২০১৫ তারিখে বাংলাদেশের তামিম ইকবাল (২০৬)-ইমরুল কায়েস (১৫০) উদ্বোধনী জুটিতে পাকিস্তানের বিপক্ষে ৩১২ রান তোলে এ রেকর্ড ভঙ্গ করেন।[3]

শততম টেস্ট

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে শততম টেস্টে অংশগ্রহণের সৌভাগ্য লাভ করেন কলিন কাউড্রে। ১৯৬৮ সালে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে এজবাস্টন টেস্টে ফিল্ডিংয়ে নেমে এ কীর্তিগাঁথা রচনা করেন তিনি। ড্র হওয়া এ টেস্টে ইংল্যান্ডের প্রাধান্য ছিল ও তিনি সেঞ্চুরি করে এ কীর্তিগাঁথাকে স্মরণীয় করে রাখেন।

সম্মাননা

১৯৭২ সালে সিবিই পদকে ভূষিত হন কাউড্রে। ১৯৯২ সালে নাইট খেতাব পান। ২০০৯ সালে তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়।[4]

টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী ইংরেজ ক্রিকেটার
খেলোয়াড়টেস্টরানসর্বোচ্চগড়সেঞ্চুরি
অ্যালাস্টেয়ার কুক১২৬৯,৯৬৪২৯৪৪৬.৫৬২৮
গ্রাহাম গুচ১১৮৮,৯০০৩৩৩৪২.৫৮২০
অ্যালেক স্টুয়ার্ট১৩৩৮,৪৬৩১৯০৩৯.৫৪১৫
ডেভিড গাওয়ার১১৭৮,২৩১২১৫৪৪.২৫১৮
কেভিন পিটারসন১০৪৮,১৮১২২৭৪৭.২৮২৩
জিওফ্রে বয়কট১০৮৮,১১৪২৪৬*৪৭.৭২২২
মাইকেল অ্যাথারটন১১৫৭,৭২৮১৮৫*৩৭.৬৯১৬
ইয়ান বেল১১৮৭,৭২৭২৩৫৪২.৬৯২২
কলিন কাউড্রে১১৪৭,৬২৪১৮২৪৪.০৬২২
ওয়ালি হ্যামন্ড৮৫৭,২৪৯৩৩৬*৫৮.৪৫২২

তথ্যসূত্র

  1. p183, Swanton
  2. "Records | Test matches | Partnership records | Highest partnerships for any wicket | ESPN Cricinfo"। Stats.espncricinfo.com। সংগ্রহের তারিখ ২০১৩-০৬-১৬
  3. "Centurion Kayes overcomes wicketkeeping ordeal, Bangladesh v Pakistan, 1st Test, Khulna, 4th day May 2, 2015"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২ মে ২০১৫
  4. "Colin Cowdrey inducted into Cricket Hall of Fame"

বহিঃসংযোগ

আরও পড়ুন

  • Cricket Today by Colin Cowdrey (1961)
  • Time for Reflection by Colin Cowdrey (1962)
  • The Incomparable Game by Colin Cowdrey (1970)
  • M.C.C. The Autobiography of a Cricketer by Colin Cowdrey (1976)
  • The Cowdreys unauthorised biography by Ivo Tennant (1990) আইএসবিএন ০-৬৭১-৬৫৩২৩-৭
  • The Last Roman unauthorised biography by Mark Peel (1999) আইএসবিএন ০-২৩৩-৯৯৪৬১-০
  • Wisden 2001 Obituary and tributes আইএসবিএন ০-৯৪৭৭৬৬-৬৩-৪
  • Lord Cowdrey of Tonbridge, C.B.E. (2003) Famous Cricketers Series No.72 by Howard Milton. The Association of Cricket Statisticians and Historians. আইএসবিএন ১-৯০২১৭১-৭০-৫
  • Colin Cowdrey in Test cricket by Bernard Black আইএসবিএন ০-৯৫৪৯৫১৭-০-০
ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
পিটার মে
পিটার মে
টেড ডেক্সটার
এম. জে. কে. স্মিথ
ব্রায়ান ক্লোজ
টম গ্রেভেনি
ইংরেজ ক্রিকেট অধিনায়ক
১৯৫৯
১৯৫৯/৬০১৯৬১
১৯৬২
১৯৬৬
১৯৬৭/৬৮১৯৬৮
১৯৬৮১৯৬৮/৬৯
উত্তরসূরী
পিটার মে
পিটার মে
টেড ডেক্সটার
ব্রায়ান ক্লোজ
টম গ্রেভেনি
রে ইলিংওয়ার্থ
পূর্বসূরী
ডগ রাইট
কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাব অধিনায়ক
১৯৫৭১৯৭১
উত্তরসূরী
মাইক ডেনিস
পূর্বসূরী
পদ সৃষ্ট
আইসিসি সভাপতি
১৯৮৯১৯৯৩
উত্তরসূরী
স্যার ক্লাইড ওয়ালকট
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.