ইএসপিএন স্টার স্পোর্টস

ইএসপিএন স্টার স্পোর্টস সিঙ্গাপুরভিত্তিক একটি টেলিভিশন চ্যানেল। এশীয় দেশসমূহে ২৫টি ইএসপিএন ও স্টার স্পোর্টসের টেলিভিশন নেটওয়ার্ক ও ৩টি ব্রডব্যান্ড খেলাধুলা নেটওয়ার্ক পরিচালনা করছে। ইংরেজি, ক্যান্টনিজ, হিন্দি, কোরীয় ও মান্দারিন ভাষায় অনুষ্ঠানমালা প্রচার করে। নেটওয়ার্কগুলোয় বিভিন্ন ধরনের স্থানীয় ও আন্তর্জাতিক ক্রীড়ানুষ্ঠান সম্প্রচারিত হয়। এছাড়াও, স্পোর্টসসেন্টারে স্থানীয় ভাষায় চীন, হংকং, ভারত, তাইওয়ানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহে সম্প্রচার করা হয়।

ESPN STAR Sports
ধরনTelevision Network
ব্র্যান্ডিংESPN STAR
দেশSingapore
প্রথম সম্প্রচারের তারিখ
1 January 1994
প্রাপ্যতাAsia
প্রতিষ্ঠিত1 January 1994
প্রধান কার্যালয়Singapore
মালিকানাESPN International
News Corporation
(STAR TV and Fox International Channels Asia)
বিশেষ ব্যক্তি
Peter Hutton
আরম্ভের তারিখ
1 January 1994
অফিসিয়াল ওয়েবসাইট
Official website

ইএসপিএন স্টার স্পোর্টসের মাধ্যমে ২৪-ঘন্টার ক্রিকেট চ্যানেল স্টার ক্রিকেট পরিচালিত হয়। এশিয়ার শীর্ষস্থানীয় ক্রীড়া অনুষ্ঠান ব্যবস্থাপনা দল পরিচালনা করে ইএসপিএন স্টার স্পোর্টস। এ দলটি এশিয়া জুড়ে সফলভাবে ও ব্যাপক আঙ্গিকে ক্রীড়া আসর প্রচার করছে। প্রতিযোগিতার ধারণা সৃষ্টি, সম্প্রচারব্যবস্থা, বিপণন, গ্রাহক সেবা প্রদান করা ব্যবস্থাপনা দলের প্রধান কাজ।

২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে আনুষ্ঠানিক সম্প্রচারকের দায়িত্ব পায় এ প্রতিষ্ঠানটি। ডিজনি কর্তৃপক্ষ নিউজ কর্পোরেশনের মালিকানাস্বত্ত্ব লাভ করে। ফলে, ফক্স ইন্টারন্যাশনাল চ্যানেলের ক্রীড়াবিষয়ক সিনিয়র সহঃ-সভাপতি পিটার হাটনকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেয়া হয়।[1]

ইতিহাস

তথ্যসূত্র

  1. "News Corp to buy out ESPN from ESS, Sawhney to leave"The Hindu। Chennai, India। ৬ জুন ২০১২।

বহিঃসংযোগ

টেমপ্লেট:Television in Hong Kong টেমপ্লেট:Philippine cable channels

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.