২০১৫-১৬ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পূর্ব নির্ধারিত সময়সূচী মোতাবেক ২ ডিসেম্বর, ২০১৫ তারিখ থেকে ৭ জানুয়ারি, ২০১৬ পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করে। সফরে দলটি স্বাগতিক অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিপক্ষে দুইটি প্রস্তুতিমূলক খেলাসহ তিনটি টেস্টে অংশ নেয়।[1] অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে সিরিজ জয় করে ও ফ্রাঙ্ক ওরেল ট্রফি নিজেদের দখলে রাখে। সিরিজের সেরা খেলোয়াড় হিসেবে এ্যাডাম ভোজেস রিচি বেনো পদক লাভ করেন।[2]
২০১৫-১৬ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর | |||||
![]() |
![]() | ||||
তারিখ | ২ ডিসেম্বর, ২০১৫ – ৭ জানুয়ারি, ২০১৬ | ||||
অধিনায়ক | স্টিভ স্মিথ | জেসন হোল্ডার | |||
টেস্ট সিরিজ | |||||
ফলাফল | ৩-ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়া ২–০ তে জয়ী হয় | ||||
সর্বাধিক রান | এ্যাডাম ভোজেস (৩৭৫) | ড্যারেন ব্র্যাভো (২৪৭) | |||
সর্বাধিক উইকেট | জেমস প্যাটিনসন (১৩) নাথান লায়ন (১৩) |
জোমেল ওয়ারিকান (৫) | |||
সিরিজ সেরা | এ্যাডাম ভোজেস (অস্ট্রেলিয়া) |

বক্সিং ডে টেস্টের ১ম দিন।
দলীয় সদস্য
টেস্ট | |
---|---|
![]() |
![]() |
প্রস্তুতিমূলক খেলা
প্রস্তুতিমূলক খেলা: ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ব ওয়েস্ট ইন্ডিজ একাদশ
২-৫ ডিসেম্বর স্কোরকার্ড |
ব |
||
১৩/০ (২.৫ ওভার) জ্যাক কার্ডার ৭* (৫) |
- ওয়েস্ট ইন্ডিজ একাদশ টেস জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- প্রথমদিন বৃষ্টিতে খেলায় বিঘ্ন ঘটে ও ৬০ ওভার খেলা হয়।[5]
- ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের পক্ষে টম অ্যান্ড্রুজ, জেমস বাজলি, জেক কার্ডার, জোশ ইংলিস, রায়ান লিস ও জেমস পিয়ারসনের প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে।
প্রস্তুতিমূলক খেলা: ভিক্টোরিয়া আমন্ত্রিত একাদশ ব ওয়েস্ট ইন্ডিজ একাদশ
১৯-২০ ডিসেম্বর স্কোরকার্ড |
ব |
![]() | |
- ভিক্টোরিয়া একাদশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- উভয় দলের খেলোয়াড় সংখ্যা ১২ (১১ ব্যাটিং, ১১ ফিল্ডিং)
টেস্ট সিরিজ (ফ্রাঙ্ক ওরেল ট্রফি)
১ম টেস্ট
১০-১৪ ডিসেম্বর, ২০১৫ স্কোরকার্ড |
ব |
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ২য় দিন বৃষ্টি তিনবার আঘাত হানে। ফলে আম্পায়ার বেশ আগে চা বিরতি ডাকেন। চা বিরতির পরও পুণরায় বৃষ্টি নামে। ৩য় দিন বৃষ্টির ফলে বেশ পূর্বে লাঞ্চ ব্রেক করা হয়।
- টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৪র্থ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি গড়েন এ্যাডাম ভোজেস ও শন মার্শ (৪৪৯)। অস্ট্রেলিয়ার পক্ষে যে-কোন জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। এছাড়াও, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি সর্বোচ্চ রানের জুটি। অস্ট্রেলিয়ায় এটি সর্বোচ্চ টেস্ট রানের জুটি ও টেস্ট ক্রিকেটের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ রানের জুটি।[6]
২য় টেস্ট
২৬-৩০ ডিসেম্বর, ২০১৫ স্কোরকার্ড |
ব |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ১ম দিন বৃষ্টিতে ১ ঘন্টা দেরীতে শুরু হলেও পরবর্তীকালে সময় পুষিয়ে নেয়া হয়।
- ওয়েস্ট ইন্ডিজের পক্ষে কার্লোস ব্রাদওয়েটের টেস্ট অভিষেক ঘটে।
- সিরিজে অস্ট্রেলিয়া ব্যাটিং গড় ১৩১.৩০ যা কমপক্ষে ২০০ ওভারের খেলায় যে-কোন দলের কোন সিরিজে সর্বোচ্চ।[7][8]
- দীনেশ রামদিন ও জেসন হোল্ডারের মধ্যকার ৬ষ্ঠ উইকেটে ১০০ রানের জুটি এ মাঠে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ সংগ্রহ।[9]
- অস্ট্রেলিয়া সিরিজ জয় করে ও ফ্রাঙ্ক ওরেল ট্রফি ২০ বছর ধরে নিজেদের নিয়ন্ত্রণে রাখে।[10]
৩য় টেস্ট
৩-৭ জানুয়ারি, ২০১৬ স্কোরকার্ড |
ব |
||
৩৩০ (১১২.১ ওভার) ক্রেগ ব্রাদওয়েট ৮৫ (১৭৪) স্টিভ ও’কিফ ৩/৬৩ (২৬.১ ওভার) |
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টিতে টেস্ট ব্যাপকভাবে ব্যাহত হয়।
- ৩য় ও ৪র্থ দিন বৃষ্টির কারণে খেলা হয়নি যা ১৯৮৯-৯০ মৌসুমে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরে পর প্রথম।[11]
- ৫ম দিন এক ঘন্টা ৪৫ মিনিট পর শুরু হয়। পুণরায় ১৫:৩০ এ শুরু হয়।
- অস্ট্রেলিয়ায় পঞ্চম অস্ট্রেলীয় স্পিন বোলার হিসেবে নাথান লায়ন ১০০ টেস্ট উইকেট লাভ করেন।[12]
- এ মাঠে ডেভিড ওয়ার্নার দ্রুততম টেস্ট সেঞ্চুরি করেন।[13]
তথ্যসূত্র
- "First day-night Test for Adelaide Oval"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৫।
- Ramsey, Andrew (৭ জানুয়ারি ২০১৬)। "Benaud Medal minted for West Indies series"। cricket.com.au। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৬।
- "Coulter-Nile called up for Hobart Test"। ESPNcricinfo। ESPN Sports Media। ১ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৫।
- "West Indies name Test squad to tour Australia"। ESPNcricinfo। ESPN Sports Media। ১১ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৫।
- "Bravo anchors West Indians on rain-affected day"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৫।
- "Voges, Marsh notch up record fourth-wicket stand in Tests"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৫।
- Statistics / Statsguru/ Test matches / Team records
- "Voges v West Indies: batting average 542"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৫।
- "Partnership records"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৫।
- Australia seal 20 years of Worrell Trophy dominance
- Coverdale, Brydon (৬ জানুয়ারি ২০১৬)। "Rain washes out second consecutive day"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৬।
- "Bowling records"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৬।
- Coverdale, Brydon (৭ জানুয়ারি ২০১৬)। "Warner blasts 82-ball ton in inevitable draw"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৬।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.