২০১৬-১৭ পাকিস্তান ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ওয়েস্ট ইন্ডিজ সফর করবে। এ সফরে দলটি মার্চ ২০১৭ থেকে এপ্রিল, ২০১৭ সাল পর্যন্ত  ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে তিনটি চারটি টেস্ট ম্যাচ, দুইটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) এবং তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে।[1]

২০১৬-১৭ পাকিস্তান ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
ওয়েস্ট ইন্ডিজ
পাকিস্তান
তারিখ মার্চ ২০১৭ – এপ্রিল ২০১৭
টেস্ট সিরিজ
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩-ম্যাচের সিরিজ পাকিস্তান ২–১ এ জয়ী হয়
সর্বাধিক রান Jason Mohammed (154) Mohammad Hafeez (201)
সর্বাধিক উইকেট Ashley Nurse (6) Hasan Ali (6)
সিরিজ সেরা Shoaib Malik (Pak)
টুয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৪-ম্যাচের সিরিজ পাকিস্তান ৩–১ এ জয়ী হয়
সর্বাধিক রান Evin Lewis (111) Babar Azam (137)
সর্বাধিক উইকেট Carlos Brathwaite (5)
Samuel Badree (5)
Shadab Khan (10)
সিরিজ সেরা Shadab Khan (Pak)

দলীয় সদস্য

টি২০আই ওডিআই টেস্ট
 ওয়েস্ট ইন্ডিজ  পাকিস্তান  ওয়েস্ট ইন্ডিজ  পাকিস্তান  ওয়েস্ট ইন্ডিজ  পাকিস্তান

Two-day match:TBA v Pakistan

১৫–১৭ এপ্রিল ২০১৭
[ Scorecard]
TBA
ট্রেলাওনি স্টেডিয়াম, জ্যামাইকা

টি২০আই সিরিজ

১ম টি২০আই

২৬ মার্চ ২০১৭
[ স্কোরকার্ড]
 পাকিস্তান
115/4 (17.1 overs)
Pakistan won by 6 wickets
কেনসিংটন ওভাল, ব্রিজটাউন, বার্বাডোস
আম্পায়ার: গ্রিগোরি ব্রেদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
সেরা খেলোয়াড়: শাদাব খান (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শাদাব খান (পাকিস্তান) এবং রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ) উভয় তাদের টি২০আই আত্মপ্রকাশ করেন।
  • শাদাব খান (পাকিস্তান) একটি বোলার একটি টি২০আই মধ্যে অভিষেক তাদের চার ওভারে পূরণ করার জন্য সবচেয়ে লাভজনক পরিসংখ্যান রেকর্ড করা।

২য় টি২০আই

৩য় টি২০আই

৪র্থ টি২০আই

ওডিআই সিরিজ

১ম ওডিআই

২য় ওডিআই

৩য় ওডিআই

টেস্ট সিরিজ

১ম টেস্ট

২য় টেস্ট

৩য় টেস্ট

তথ্যসূত্র

  1. "ICC FTP 2015-2019" (PDF) (ইংরেজি ভাষায়)। আইসিসি

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.