২০১৮-১৯ ভারতে আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান ক্রিকেট দল

আয়ারল্যান্ড ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং একমাত্র টেস্ট ক্রিকেট খেলার জন্য আফগানিস্তানের বিরুদ্ধে ভারত সফর করে, যা ফেব্রুয়ারি থেকে মার্চ ২০১৯-এ অনুষ্ঠিত হয়।

২০১৮-১৯ ভারতে আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান ক্রিকেট দল
আফগানিস্তান
আয়ারল্যান্ড
তারিখ ২৩ ফেব্রুয়ারি – ২১ মার্চ ২০১৯
অধিনায়ক আসগর আফগান উইলিয়াম পোর্টারফিল্ড (টেস্ট ও ওডিআই)
পল স্টার্লিং (টি২০আই)
টেস্ট সিরিজ
ফলাফল ১-ম্যাচের সিরিজ আফগানিস্তান ১–০ তে জয়ী হয়
সর্বাধিক রান রহমত শাহ (১৭৪) অ্যান্ড্রু বালবির্নি (৮৬)
সর্বাধিক উইকেট রশীদ খান (৭) অ্যান্ড্রু বালবির্নি (৩)
অ্যান্ড্রু ম্যাকব্রায়ান (৩)
জেমস ক্যামেরন-ডো (৩)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫-ম্যাচের সিরিজ ২–২ এ ড্র হয়
সর্বাধিক রান আসগর আফগান (২২৬) অ্যান্ড্রু বালবির্নি (২১৫)
সর্বাধিক উইকেট মুজিব উর রহমান (৭) জর্জ ডকরেল (৮)
সিরিজ সেরা অ্যান্ড্রু বালবির্নি (আয়ারল্যান্ড)
টুয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩-ম্যাচের সিরিজ আফগানিস্তান ৩–০ তে জয়ী হয়
সর্বাধিক রান হযরতউল্লাহ জাজাই (২০৪) পল স্টার্লিং (১২৪)
সর্বাধিক উইকেট রশীদ খান (১১) বয়েড র‌্যাঙ্কিন (৬)
সিরিজ সেরা মোহাম্মাদ নবী (আফগানিস্তান)

দলীয় সদস্য

টেস্ট ওডিআই টি২০আই
 আফগানিস্তান  আয়ারল্যান্ড  আফগানিস্তান  আয়ারল্যান্ড  আফগানিস্তান  আয়ারল্যান্ড

টি২০আই সিরিজ

১ম টি২০আই

২১ ফেব্রুয়ারি ২০১৯
১৮:৩০ (দিন/রাত)
আফগানিস্তান ৫ উইকেটে জয়ী
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দেরাদুন
আম্পায়ার: আহমেদ শাহ পাকতিন (আফগানিস্তান) ও ইজাতুল্লাহ শফি (আফগানিস্তান)
সেরা খেলোয়াড়: মোহাম্মাদ নবী (আফগানিস্তান)

২য় টি২০আই

২৩ ফেব্রুয়ারি ২০১৯
১৮:৩০ (দিন/রাত)
আফগানিস্তান ৮৪ রানে জয়ী
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দেরাদুন
আম্পায়ার: আহমেদ শাহ দুররানী (আফগানিস্তান) ও বিসমিল্লাহ্ জান শিনওয়ারি (আফগানিস্তান)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৩য় টি২০আই

২৪ ফেব্রুয়ারি ২০১৯
১৮:৩০ (দিন/রাত)
আফগানিস্তান ৩২ রানে জয়ী
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দেরাদুন
আম্পায়ার: আহমেদ শাহ দুররানী (আফগানিস্তান) ও ইজাতুল্লাহ শফি (আফগানিস্তান)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জিয়াউর রহমান (আফগানিস্তান) তার টি২০আই অভিষেক হয়।

ওডিআই সিরিজ

১ম ওডিআই

২৮ ফেব্রুয়ারি ২০১৯
১৩:০০ (দিন/রাত)

২য় ওডিআই

২ মার্চ ২০১৯
১৩:০০ (দিন/রাত)
আফগানিস্তান 
২৫০/৭ (৪৮.৩ ওভার)
ফলাফল হয়নি
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দেরাদুন
আম্পায়ার: সুন্দরাম রবি (ভারত) ও বিসমিল্লাহ্ জান শিনওয়ারি (আফগানিস্তান)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • আফগানিস্তানের ইনিংসের সময় বৃষ্টির কারণে কোনও খেলা হয়নি।
  • ইকরাম আলী খিল, সায়েদ শিরজাদ (আফগানিস্তান) ও জেমস ক্যামেরন-ডো (আয়ারল্যান্ড) সব তার ওডিআই অভিষেক হয়।

৩য় ওডিআই

৪র্থ ওডিআই

৫ম ওডিআই

১০ মার্চ ২০১৯
১৩:০০ (দিন/রাত)

একমাত্র টেস্ট

১৬–১৯ মার্চ ২০১৯
172 (60 ওভার)
টিম মারতাগ 54* (75)
মোহাম্মাদ নবী 3/36 (14 ওভার)
314 (106.3 ওভার)
রহমত শাহ 98 (214)
স্টুয়ার্ট পয়েন্টার 3/28 (17.3 ওভার)
149/3 (47.5 ওভার)
রহমত শাহ 76 (122)
জেমস ক্যামেরন-ডো 1/24 (5.5 ওভার)
আফগানিস্তান ৭ উইকেটে জয়ী
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দেরাদুন
আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড) ও সুন্দরাম রবি (ভারত)
ম্যাচসেরা: রহমত শাহ (আফগানিস্তান)

তথ্যসূত্র

    বহিঃসংযোগ


    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.