২০১৮-১৯ ভারতে আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান ক্রিকেট দল
আয়ারল্যান্ড ক্রিকেট দল তিনটি একদিনের আন্তর্জাতিক এবং একমাত্র টেস্ট ক্রিকেট খেলার জন্য আফগানিস্তানের বিরুদ্ধে ভারত সফর করে, যা ফেব্রুয়ারি থেকে মার্চ ২০১৯-এ অনুষ্ঠিত হয়।
২০১৮-১৯ ভারতে আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান ক্রিকেট দল | |||||
![]() |
![]() | ||||
তারিখ | ২৩ ফেব্রুয়ারি – ২১ মার্চ ২০১৯ | ||||
অধিনায়ক | আসগর আফগান | উইলিয়াম পোর্টারফিল্ড (টেস্ট ও ওডিআই) পল স্টার্লিং (টি২০আই) | |||
টেস্ট সিরিজ | |||||
ফলাফল | ১-ম্যাচের সিরিজ আফগানিস্তান ১–০ তে জয়ী হয় | ||||
সর্বাধিক রান | রহমত শাহ (১৭৪) | অ্যান্ড্রু বালবির্নি (৮৬) | |||
সর্বাধিক উইকেট | রশীদ খান (৭) | অ্যান্ড্রু বালবির্নি (৩) অ্যান্ড্রু ম্যাকব্রায়ান (৩) জেমস ক্যামেরন-ডো (৩) | |||
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||||
ফলাফল | ৫-ম্যাচের সিরিজ ২–২ এ ড্র হয় | ||||
সর্বাধিক রান | আসগর আফগান (২২৬) | অ্যান্ড্রু বালবির্নি (২১৫) | |||
সর্বাধিক উইকেট | মুজিব উর রহমান (৭) | জর্জ ডকরেল (৮) | |||
সিরিজ সেরা | অ্যান্ড্রু বালবির্নি (আয়ারল্যান্ড) | ||||
টুয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||||
ফলাফল | ৩-ম্যাচের সিরিজ আফগানিস্তান ৩–০ তে জয়ী হয় | ||||
সর্বাধিক রান | হযরতউল্লাহ জাজাই (২০৪) | পল স্টার্লিং (১২৪) | |||
সর্বাধিক উইকেট | রশীদ খান (১১) | বয়েড র্যাঙ্কিন (৬) | |||
সিরিজ সেরা | মোহাম্মাদ নবী (আফগানিস্তান) |
দলীয় সদস্য
টি২০আই সিরিজ
১ম টি২০আই
২১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩০ (দিন/রাত) |
ব |
||
- আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জর্জ ডকরেল ও স্টুয়ার্ট পয়েন্টার টি-টুয়েন্টিতে আয়ারল্যান্ডের সর্বোচ্চ সপ্তম উইকেটের জুটি গড়েন ষষ্ঠ উইকেটের জুটি গড়লেন (৬৭)।
- মোহাম্মাদ নবী ও নাজিবুল্লাহ জাদরান টি-টুয়েন্টিতে আফগানিস্তানের সর্বোচ্চ ষষ্ঠ উইকেটের জুটি গড়লেন (৮৬)।
২য় টি২০আই
৩য় টি২০আই
২৪ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:৩০ (দিন/রাত) |
ব |
||
- আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জিয়াউর রহমান (আফগানিস্তান) তার টি২০আই অভিষেক হয়।
ওডিআই সিরিজ
১ম ওডিআই
২য় ওডিআই
২ মার্চ ২০১৯ ১৩:০০ (দিন/রাত) |
ব |
||
- আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- আফগানিস্তানের ইনিংসের সময় বৃষ্টির কারণে কোনও খেলা হয়নি।
- ইকরাম আলী খিল, সায়েদ শিরজাদ (আফগানিস্তান) ও জেমস ক্যামেরন-ডো (আয়ারল্যান্ড) সব তার ওডিআই অভিষেক হয়।
৩য় ওডিআই
৪র্থ ওডিআই
৫ম ওডিআই
একমাত্র টেস্ট
১৬–১৯ মার্চ ২০১৯ |
ব |
||
- আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ইহসানুল্লাহ, ইকরাম আলী খিল, ওয়াকার সালামখেইল (আফগানিস্তান), জেমস ক্যামেরন-ডো, জর্জ ডকরেল, অ্যান্ড্রু ম্যাকব্রায়ান, জেমস ম্যাককলাম ও স্টুয়ার্ট পয়েন্টার (আয়ারল্যান্ড) সব তার টেস্ট অভিষেক হয়।
- রশীদ খান আফগানিস্তানের প্রথম বোলার হলেন ক্রিকেট পরিভাষা টেস্টে।
- আফগানিস্তানের টেস্টে এটি প্রথম জয়।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.