২০০৭ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০
২০০৭ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ (ইংরেজি: 2007 ICC World Twenty20) ১ম আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতা। আন্তর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ১১ সেপ্টেম্বর-২৪ সেপ্টেম্বর, ২০০৭ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়। তের দিনের এ প্রতিযোগিতায় মোট বারটি দল অংশ নেয়। এসব দলের মধ্যে দশটি টেস্ট খেলুড়ে দেশ আর বাকি দু'টি দল কেনিয়া ও স্কটল্যান্ড ২০০৭ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ বিভাগ এক-এর ফাইনালিস্ট। এতে পাকিস্তানকে হারিয়ে ভারত প্রতিযোগিতায় জয়ী হয়।[1]
![]() ২০০৭ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০-এর লোগো | |
তারিখ | ১১ সেপ্টেম্বর – ২৪ সেপ্টেম্বর |
---|---|
ব্যবস্থাপক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ ইন্টারন্যাশনাল |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ পর্ব ও নকআউট |
আয়োজক | ![]() |
বিজয়ী | ![]() |
অংশগ্রহণকারী | ১২ (১৬ প্রতিযোগী দলের মধ্য থেকে) |
খেলার সংখ্যা | ২৭ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | ![]() |
সর্বোচ্চ রান | ![]() |
সর্বোচ্চ উইকেট | ![]() |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | ২০০৭ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ |
নিয়ম-কানুন

গ্রুপ পর্ব এবং সুপার এইটে ফলাফল নির্ধারণের জন্যে নিম্নবর্ণিত পয়েন্ট বরাদ্দ রাখা হয়েছে:
ফলাফল | পয়েন্ট |
---|---|
জয় | ২ পয়েন্ট |
ফলাফল না হলে | ১ পয়েন্ট |
পরাজয় | ০ পয়েন্ট |
যদি টাই হয়, তাহলে বোল-আউটের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে। এ প্রক্রিয়াটি প্রতিযোগিতার সবগুলো খেলার জন্যেই প্রযোজ্য হবে।[2] পুরো প্রতিযোগিতায় একটি খেলার ফলাফল নির্ধারিত হয় বোল-আউটের মাধ্যমে। ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত ম্যাচটি হয়েছিল গ্রুপ ডি-এর ভারত ও পাকিস্তানের মধ্যে।(স্কোরকার্ড)
প্রত্যেক গ্রুপ ও সুপার এইট পর্বে দলের শীর্ষস্থান নির্ধারণে নিম্নবর্ণিত শর্তাদি রাখা হয়েছে:[3]
- সর্বোচ্চসংখ্যক পয়েন্ট সংগ্রহ
- সমান হলে, সর্বাধিক জয়
- তারপরও সমান হলে, সর্বোচ্চ নেট রান রেট
- তারপরও সমান হলে, সর্বনিম্ন বোলিং স্ট্রাইক রেট
- তারপরও সমান হলে, একে-অপরের বিরুদ্ধে জয়-পরাজয়ের হিসাব।
গ্রুপ পর্ব
গ্রুপ এ
দল | সিড | পয়েন্ট | ম্যাচ | জয় | পরাজয় | ফলাফল হয়নি | নেট রান রেট |
---|---|---|---|---|---|---|---|
![]() |
এ১ | ৪ | ২ | ২ | ০ | ০ | +০.৯৭৪ |
![]() |
এ৩ | ২ | ২ | ১ | ১ | ০ | +০.১৪৯ |
![]() |
এ২ | ০ | ২ | ০ | ২ | ০ | −১.২৩৩ |
ব |
||
- ক্রিস গেইল প্রথম ব্যক্তি হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত টুয়েন্টি২০ আন্তর্জাতিকে সেঞ্চুরি করেন। এছাড়াও তিনি টুয়েন্টি২০ প্রতিযোগিতায় সর্বাধিক ১০ ছক্কা হাঁকান।
- টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথম উইকেট জুটিতে ক্রিস গেইল ও ডেভন স্মিথ সর্বোচ্চ ১৪৫ রান করেন।
- টুয়েন্টি২০ প্রতিযোগিতায় ওয়েস্ট ইন্ডিজ নিজেদের অতিরিক্ত রান প্রদানের রেকর্ড ভাঙ্গে। ৪ লেগ-বাই, ২৩ ওয়াইড ও একটি নো-বল দিয়ে সর্বোচ্চ ২৮ রান প্রদান করে।
ব |
||
- খেলার ফলাফলে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সুপার এইট পর্বে উত্তীর্ণ হয়।
ব |
||
গ্রুপ বি
দল | সিড | পয়েন্ট | ম্যাচ | জয় | পরাজয় | ফলাফল হয়নি | নেট রান রেট |
---|---|---|---|---|---|---|---|
![]() |
বি১ | ২ | ২ | ১ | ১ | ০ | +০.৯৮৭ |
![]() |
বি২ | ২ | ২ | ১ | ১ | ০ | +০.২০৯ |
![]() |
বি৩ | ২ | ২ | ১ | ১ | ০ | −১.১৯৬ |
ব |
||
কেভিন পিটারসন ৭৯ (৩৭) এল্টন চিগুম্বুরা ৪/৩১ (৪) |
ব্রেন্ডন টেলর ৪৭ (৩৯) দিমিত্রি মাসকারেনহাস ৩/১৮ (৪) |
ব |
||
- খেলার ফলাফলে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সুপার এইট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
গ্রুপ সি
দল | সিড | পয়েন্ট | ম্যাচ | জয় | পরাজয় | ফলাফল হয়নি | নেট রান রেট |
---|---|---|---|---|---|---|---|
![]() |
সি২ | ৪ | ২ | ২ | ০ | ০ | +৪.৭২১ |
![]() |
সি১ | ২ | ২ | ১ | ১ | ০ | +২.৩৯৬ |
![]() |
সি৩ | ০ | ২ | ০ | ২ | ০ | −৮.০৪৭ |
ব |
||
লু ভিনসেন্ট ২৭ (২০) থমাস ওদোয়ো ১/২২ (৩) |
- কেনিয়া’র ৭৩ রানে অল-আউট টুয়েন্টি২০ আন্তর্জাতিকে সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
ব |
||
- শীর্ষস্থানীয় টুয়েন্টি২০ খেলায় শ্রীলঙ্কা’র ৬ উইকেটে ২৬০ রান সংগ্রহ দলগত পর্যায়ে সর্বোচ্চ সংগ্রহ। এছাড়াও তারা সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়ে।
- খেলার ফলাফলে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড সুপার এইট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।
ব |
||
গ্রুপ ডি
দল | সিড | পয়েন্ট | ম্যাচ | জয় | পরাজয় | ফলাফল হয়নি | নেট রান রেট |
---|---|---|---|---|---|---|---|
![]() |
ডি২ | ৩ | ২ | ১ | ০ | ১ | ০.০০০ |
![]() |
ডি১ | ২ | ২ | ১ | ১ | ০ | +১.২৭৫ |
![]() |
ডি৩ | ১ | ২ | ০ | ১ | ১ | −২.৫৫০ |
ব |
||
ব |
||
- টাই হবার পর বোল-আউটের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হয়। ভারত বোল-আউটে জয়ী হয়ে সুপার এইট পর্বে উত্তীর্ণ হয়।
সুপার এইট
গ্রুপ ই
দল | পয়েন্ট | ম্যাচ | জয় | পরাজয় | ফলাফল হয়নি | নেট রান রেট |
---|---|---|---|---|---|---|
![]() |
৪ | ৩ | ২ | ১ | ০ | +০.৭৫০ |
![]() |
৪ | ৩ | ২ | ১ | ০ | +০.০৫০ |
![]() |
৪ | ৩ | ২ | ১ | ০ | −০.১১৬ |
![]() |
০ | ৩ | ০ | ৩ | ০ | −০.৭০০ |
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
- খেলার ফলাফলে ইংল্যান্ড প্রতিযোগিতা থেকে বিদায় নেয় ও সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা নষ্ট হয়ে যায়।
ব |
||
- যুবরাজ সিং টুয়েন্টি২০ আন্তর্জাতিকে মাত্র ১২ বলে দ্রুততম অর্ধ-শতক করেন। পূর্বতন সেরা ছিল মোহাম্মদ আশরাফুলের, ২০ বলে। ক্রিকেটে সকল স্তরে চতুর্থ এবং টুয়েন্টি২০ প্রতিযোগিতায় স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৬টি ছক্কা হাঁকান।
- প্রতিযোগিতায় কোন টেস্ট দলের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রান।
ব |
||
- তিন দলে পয়েন্ট সমান থাকায় উচ্চ নেট রান রেটের কারণে নিউজিল্যান্ড ও ভারত সেমি-ফাইনালে উত্তীর্ণ হয়। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা খেলার ফলাফলে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।
গ্রুপ এফ
দল | পয়েন্ট | ম্যাচ | জয় | পরাজয় | ফলাফল হয়নি | নেট রান রেট |
---|---|---|---|---|---|---|
![]() |
৬ | ৩ | ৩ | ০ | ০ | +০.৮৪৩ |
![]() |
৪ | ৩ | ২ | ১ | ০ | +২.২৫৬ |
![]() |
২ | ৩ | ১ | ২ | ০ | -০.৬৯৭ |
![]() |
০ | ৩ | ০ | ৩ | ০ | -২.০৩১ |
ব |
||
ব |
||
ব |
||
ব |
||
- খেলার ফলাফলে পাকিস্তান সেমি-ফাইনালে উত্তীর্ণ।
- বাংলাদেশ প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।
ব |
||
ম্যাথু হেইডেন ৫৮* (৩৮) |
- খেলার ফলাফলে অস্ট্রেলিয়া সেমি-ফাইনালে উত্তীর্ণ।
- শ্রীলঙ্কা প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।
- প্রতিযোগিতার ইতিহাসে প্রথম কোন দল ১০ উইকেটের ব্যবধানে বিজয়ী হয়।
ব |
||
নক-আউট পর্ব
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||
২২ সেপ্টেম্বর - নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড, কেপটাউন | ||||||
![]() | ১৪৩/৮ | |||||
২৪ সেপ্টেম্বর - ওয়ান্ডেরার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ | ||||||
![]() | ১৪৭/৪ | |||||
![]() | ১৫২/১০ | |||||
২২ সেপ্টেম্বর - কিংসমিড, ডারবান | ||||||
![]() | ১৫৭/৫ | |||||
![]() | ১৮৮/৫ | |||||
![]() | ১৭৩/৭ | |||||
সেমি-ফাইনাল
ব |
||
ব |
||
- ভারতের যুবরাজ সিং প্রতিযোগিতায় ১১৯ মিটারের সর্বাধিক দূরত্বে ছক্কা হাঁকান।
ফাইনাল
ব |
||
তথ্যসূত্র
- Soni, Paresh (২০০৭-০৯-২৪)। "ICC World Twenty20"। BBC। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-২৪।
India beat Pakistan in the World Twenty20 final by five runs to clinch their first major trophy since 1983.
একের অধিক|লেখক=
এবং|শেষাংশ=
উল্লেখ করা হয়েছে (সাহায্য) - Playing conditions ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জুলাই ২০০৮ তারিখে, from ICC World Twenty20 homepage, retrieved 12 September 2007
- Final WorldTwenty20 Playing conditions ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ সেপ্টেম্বর ২০০৮ তারিখে, from ICC World Twenty20 homepage, retrieved 12 September 2007
বহিঃসংযোগ
- Recent rule changes for Twenty20 Cricket. Follow the link to download a .pdf file of ALL the rules
![]() |
উইকিসংবাদে সম্পর্কিত সংবাদ রয়েছে। |